সন্দেহের তালিকায় ভিতরের কেউ

RG Kar Doctor Murder Case: ‘ভিতরের কেউ আছে’, আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সন্দেহ মমতার

কলকাতা: আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তৎপরতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী এদিন প্রায় ৪৫ মিনিট নিহত চিকিৎসকের সোদপুরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেই সময় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলও।

পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে জড়িত থাক তাকে দ্রুত শাস্তি দিতে হবে। আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। আমরা এটাতে ফাঁসির দাবি জানাব। ওখানে নার্সরা ছিল। কী করে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। পুলিশকেও বলেছি। ওর বাবা-মাও বলছে ভিতরের কেউ আছে। আমি পুলিশকে বলেছি দেখতে। আজ প্রিন্সিপাল নিজের রেজিগনেশন দিয়েছেন।’

আরও পড়ুন: আলু চোখা-আলু সেদ্ধ মাখা-আলু ভাতে খেতে ভালবাসেন? শরীরে এর প্রভাব জানলে চমকে যাবেন!

এদিন মুখ্যমন্ত্রীর দাবি, পরিবারের দাবির সঙ্গে তিনিও একমত। তিনি বলেন, ‘পরিবারের অভিযোগ ভিতরের লোকই জড়িত, রবিবার পর্যন্ত পুলিশ যদি কুলকিনারা করতে না পারে কারণ ভিতরের তো অনেকে আছে’। সন্দেহের তালিকায় থাকা সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বুড়িয়ে যাচ্ছে চামড়া? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল গোপন টিপস

আরজি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবারের মধ্যে পুলিশ এই তদন্তের কিনারা করতে না পারলে তদন্ত ভার সিবিআই-কে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্তে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

সোমরাজ বন্দ্যোপাধ্যায়