Health Tips: লক্ষ লক্ষ টাকা খরচ করেও মিলছে না উপকার! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ, খেলেই ম্যাজিক

*ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নয়নতারা। ৮-১০টি নয়নতারা পাতা বেটে রস বের করে সকালে বা রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত এই রস পান করলে ব্লাড প্রেসার থাকবে নিয়ন্ত্রণে। সুস্থ থাকবে হার্ট।
*ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নয়নতারা। ৮-১০টি নয়নতারা পাতা বেটে রস বের করে সকালে বা রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত এই রস পান করলে ব্লাড প্রেসার থাকবে নিয়ন্ত্রণে। সুস্থ থাকবে হার্ট।
*বাংলার অতি সাধারণ ফুল নয়নতারার পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। এছাড়াও ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও নয়নতারা অসাধারণ কাজ করে।
*বাংলার অতি সাধারণ ফুল নয়নতারার পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। এছাড়াও ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও নয়নতারা অসাধারণ কাজ করে।
*নয়নতারার পাতা বেটে সেই রস দিয়ে ত্বক পরিষ্কার করা যেতে পারে। এতে চুলকানি ও ফাঙ্গাসজনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। ত্বক হয় উজ্জ্বল ও তরতাজা। মুখে লাগালে জেল্লা বাড়বে দ্রুত।
*নয়নতারার পাতা বেটে সেই রস দিয়ে ত্বক পরিষ্কার করা যেতে পারে। এতে চুলকানি ও ফাঙ্গাসজনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। ত্বক হয় উজ্জ্বল ও তরতাজা। মুখে লাগালে জেল্লা বাড়বে দ্রুত।
*নয়নতারা আসলে ব্রেনটনিক। নয়নতারার ফুল, মূল ও পাতা জলে সিদ্ধ করে নিয়ে জলটুকু ছেঁকে তা ফুটিয়ে আধ কাপ করে এবার সেই জল অর্ধেক ভাগ করে সকাল-বিকাল টানা ১ মাস পান করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।
*নয়নতারা আসলে ব্রেনটনিক। নয়নতারার ফুল, মূল ও পাতা জলে সিদ্ধ করে নিয়ে জলটুকু ছেঁকে তা ফুটিয়ে আধ কাপ করে এবার সেই জল অর্ধেক ভাগ করে সকাল-বিকাল টানা ১ মাস পান করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।
*একমুঠো শুকনো নয়নতারা ফুল ও পাতা জলে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে তৈরি করে সেটা ছেঁকে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে খুব তাড়াতাড়ি ফল মেলে।
*একমুঠো শুকনো নয়নতারা ফুল ও পাতা জলে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে তৈরি করে সেটা ছেঁকে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে খুব তাড়াতাড়ি ফল মেলে।
*অনিয়মিত পিরিয়ড, মাসে একাধিক বার পিরিয়ড, অধিক স্রাব, পিরিয়ডকালীন যন্ত্রণা, ইত্যাদি থেকে মুক্তি পেতে নয়নতারা অপরিহার্য।
*অনিয়মিত পিরিয়ড, মাসে একাধিক বার পিরিয়ড, অধিক স্রাব, পিরিয়ডকালীন যন্ত্রণা, ইত্যাদি থেকে মুক্তি পেতে নয়নতারা অপরিহার্য।