ইমামবাড়া হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসকরা

Hooghly News: আরজি করের প্রতিবাদ, ইমামবাড়া হাসপাতালে ‘অন্য’ দৃশ্য!

হুগলি: হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা। লিফটের সামনে বসে রোগী দেখছেন চিকিৎসকরা। জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি চলছে হাসপাতালে। তারই মধ্যে চলছে রোগী পরিষেবা। এমনই ঘটনার চিত্র ধরা পড়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

আরজি করে তরুনী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে চিকিৎসক মহল। চলছে কর্মবিরতি। হাইকোর্ট গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। চিকিৎসকদের কাজে ফিরতেও বলেছে। যদিও আরজি করে কর্মবিরতি চলছে। আর তার আঁচ পড়েছে জেলা হাসপাতালেও।

আরও পড়ুন: ‘সেমিনার হলের উল্টো দিকের ঘর কেন ভাঙা হচ্ছিল?’ HOD-র আঙুল সেই ‘একজনের’ দিকেই!

চুঁচুড়া ইমামবাড়া হুগলি জেলা হাসপাতালে সোমবার এক ঘন্টার পেন ডাউন করেন চিকিৎসকরা। সেখানেই ঘোষণা করেন আজ থেকে ওপিডি বন্ধ থাকবে। জুনিয়ার চিকিৎসকরা কাজ করছেন না। হাসপাতালের জরুরি পরিষেবা চালু আছে। পাশাপাশি কয়েকজন সিনিয়র চিকিৎসক হাসপাতালের লিফটের সামনে বসে রোগী দেখছেন। আউটডোর বন্ধ থাকায় রোগীরা ফিরে যাচ্ছেন।

—- রাহী হালদার