এবার প্রশ্ন হল, কাঁচা ইলিশ চেনার উপায়! কাঁচা ইলিশের রঙ ঈষৎ লালচে হয়। এই মাছের মাথা হয় ছোট। দেহ হয় চ্যাপ্টা ও গোলাকৃতি ধরণের।

Digha News: ইলিশ সংরক্ষণ প্রশ্নচিহ্নের মুখে! এমন কি ঘটল দিঘায়

আগস্টের মাঝামাঝি এসে দিঘা সহ বিভিন্ন বাজারে ছোট ইলিশের রমরমা। কোনওটা ২০০গ্রাম ওজন কোনওটা আবার মেরেকেটে ৩০০ গ্রামের বেশি। ফলে ইলিশ সংরক্ষণ প্রশ্নচিহ্নের মুখে! বাজারে প্রচুর পরিমাণে ছোট ইলিশ আসায় এবার নড়েচড়ে বসল প্রশাসন।