একটা পোকা, দেখতে একেবারেই নিরীহ৷ সে মাংসাশীও নয়৷ কিন্তু এই পোকার কথা শুনলেই ভয়ে কাঁটা দিয়ে ওঠে অনেকেরই

Insects: ডাইনোসর-কালের ভয়ঙ্কর পোকা! হানা দিয়েছে ভারতেও, জানেন এই মারাত্মক পোকাটির নাম?

একটা পোকা, দেখতে একেবারেই নিরীহ৷ সে মাংসাশীও নয়৷ কিন্তু এই পোকার কথা শুনলেই ভয়ে কাঁটা দিয়ে ওঠে অনেকেরই৷ খালি আমেরিকাতেই প্রতিবছর এর ফলে ১৫০ কোটি টাকা করে লোকসান হয়৷
একটা পোকা, দেখতে একেবারেই নিরীহ৷ সে মাংসাশীও নয়৷ কিন্তু এই পোকার কথা শুনলেই ভয়ে কাঁটা দিয়ে ওঠে অনেকেরই৷ খালি আমেরিকাতেই প্রতিবছর এর ফলে ১৫০ কোটি টাকা করে লোকসান হয়৷
পোকাটির নাম লোকটাস, যাকে আমরা অনেকেই পঙ্গপাল বলে থাকি৷ বিজ্ঞানীরা বলে থাকেন এরা প্রতিদিন প্রায় ২ গ্রামের বেশি ফসল খেয়ে নেয়৷ সারা বিশ্ব জুড়ে প্রায় ১০ হাজারের বেশি পঙ্গপালের প্রজাতি পাওয়া যায়৷ এই পোকার রঙ হালকা বাদামি থেকে গোলাপী, হলুদ ও সবুজ রঙের হয়৷
পোকাটির নাম লোকটাস, যাকে আমরা অনেকেই পঙ্গপাল বলে থাকি৷ বিজ্ঞানীরা বলে থাকেন এরা প্রতিদিন প্রায় ২ গ্রামের বেশি ফসল খেয়ে নেয়৷ সারা বিশ্ব জুড়ে প্রায় ১০ হাজারের বেশি পঙ্গপালের প্রজাতি পাওয়া যায়৷ এই পোকার রঙ হালকা বাদামি থেকে গোলাপী, হলুদ ও সবুজ রঙের হয়৷
কিন্তু এর মধ্যে ডেজ়ার্ট লোকটাস সবচেয়ে ভয়ঙ্কর৷ এই প্রজাতির পঙ্গপালই পৃথিবী জুড়ে সর্বত্র ফসল ধ্বংস করার অন্যতম কারিগর৷ ওরা ঝাঁকে-ঝাঁকে যায়৷ একেবারে প্রায় হাজার কোটি পঙ্গপাল একসঙ্গে ফসল খেতে আসে৷ এরা সবসময়ে ঝাঁকে-ঝাঁকে যায়। প্রায় ২০০ কিলোমিটার অঞ্চল জুড়ে তারা যাতায়াত করে। যে অঞ্চল দিযে এরা ওড়ে সেখানকার সব ফসল নষ্ট হয়ে যায়।
কিন্তু এর মধ্যে ডেজ়ার্ট লোকটাস সবচেয়ে ভয়ঙ্কর৷ এই প্রজাতির পঙ্গপালই পৃথিবী জুড়ে সর্বত্র ফসল ধ্বংস করার অন্যতম কারিগর৷ ওরা ঝাঁকে-ঝাঁকে যায়৷ একেবারে প্রায় হাজার কোটি পঙ্গপাল একসঙ্গে ফসল খেতে আসে৷ এরা সবসময়ে ঝাঁকে-ঝাঁকে যায়। প্রায় ২০০ কিলোমিটার অঞ্চল জুড়ে তারা যাতায়াত করে। যে অঞ্চল দিযে এরা ওড়ে সেখানকার সব ফসল নষ্ট হয়ে যায়।
আমেরিকার খাদ্য ও কৃষিমন্ত্রণালয় থেকে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়৷ একঝাঁক পঙ্গপাল একেবারে ২৫০০ মানুষের খাদ্য খেতে সক্ষম৷ এই পঙ্গপালের ঝাঁক প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের ফসল আক্রমণ করে৷ ফলে এই পোকার আক্রমণে প্রতি বছরই কোনও না কোনও দেশ দারুণ ক্ষতির মুখোমুখি হয়৷
আমেরিকার খাদ্য ও কৃষিমন্ত্রণালয় থেকে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়৷ একঝাঁক পঙ্গপাল একেবারে ২৫০০ মানুষের খাদ্য খেতে সক্ষম৷ এই পঙ্গপালের ঝাঁক প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের ফসল আক্রমণ করে৷ ফলে এই পোকার আক্রমণে প্রতি বছরই কোনও না কোনও দেশ দারুণ ক্ষতির মুখোমুখি হয়৷
যদিও ষাটের দশকের পর থেকে এই আক্রমণ অনেকটাই কমে গিয়েছিল৷ কিন্তু আবার ২০১৮-২০১৯ সালে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তে, ভারত, আফগানিস্তান, পাকিস্তান এই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়৷মনে করা হচ্ছে সাইক্লোন, খারাপ আবহাওয়া-জনিত কারণেই পঙ্গপালের আক্রমণ আবার বৃদ্ধি পেতে শুরু করেছে৷
যদিও ষাটের দশকের পর থেকে এই আক্রমণ অনেকটাই কমে গিয়েছিল৷ কিন্তু আবার ২০১৮-২০১৯ সালে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তে, ভারত, আফগানিস্তান, পাকিস্তান এই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়৷মনে করা হচ্ছে সাইক্লোন, খারাপ আবহাওয়া-জনিত কারণেই পঙ্গপালের আক্রমণ আবার বৃদ্ধি পেতে শুরু করেছে৷