Tag Archives: Insects Attack

Insects: ডাইনোসর-কালের ভয়ঙ্কর পোকা! হানা দিয়েছে ভারতেও, জানেন এই মারাত্মক পোকাটির নাম?

একটা পোকা, দেখতে একেবারেই নিরীহ৷ সে মাংসাশীও নয়৷ কিন্তু এই পোকার কথা শুনলেই ভয়ে কাঁটা দিয়ে ওঠে অনেকেরই৷ খালি আমেরিকাতেই প্রতিবছর এর ফলে ১৫০ কোটি টাকা করে লোকসান হয়৷
একটা পোকা, দেখতে একেবারেই নিরীহ৷ সে মাংসাশীও নয়৷ কিন্তু এই পোকার কথা শুনলেই ভয়ে কাঁটা দিয়ে ওঠে অনেকেরই৷ খালি আমেরিকাতেই প্রতিবছর এর ফলে ১৫০ কোটি টাকা করে লোকসান হয়৷
পোকাটির নাম লোকটাস, যাকে আমরা অনেকেই পঙ্গপাল বলে থাকি৷ বিজ্ঞানীরা বলে থাকেন এরা প্রতিদিন প্রায় ২ গ্রামের বেশি ফসল খেয়ে নেয়৷ সারা বিশ্ব জুড়ে প্রায় ১০ হাজারের বেশি পঙ্গপালের প্রজাতি পাওয়া যায়৷ এই পোকার রঙ হালকা বাদামি থেকে গোলাপী, হলুদ ও সবুজ রঙের হয়৷
পোকাটির নাম লোকটাস, যাকে আমরা অনেকেই পঙ্গপাল বলে থাকি৷ বিজ্ঞানীরা বলে থাকেন এরা প্রতিদিন প্রায় ২ গ্রামের বেশি ফসল খেয়ে নেয়৷ সারা বিশ্ব জুড়ে প্রায় ১০ হাজারের বেশি পঙ্গপালের প্রজাতি পাওয়া যায়৷ এই পোকার রঙ হালকা বাদামি থেকে গোলাপী, হলুদ ও সবুজ রঙের হয়৷
কিন্তু এর মধ্যে ডেজ়ার্ট লোকটাস সবচেয়ে ভয়ঙ্কর৷ এই প্রজাতির পঙ্গপালই পৃথিবী জুড়ে সর্বত্র ফসল ধ্বংস করার অন্যতম কারিগর৷ ওরা ঝাঁকে-ঝাঁকে যায়৷ একেবারে প্রায় হাজার কোটি পঙ্গপাল একসঙ্গে ফসল খেতে আসে৷ এরা সবসময়ে ঝাঁকে-ঝাঁকে যায়। প্রায় ২০০ কিলোমিটার অঞ্চল জুড়ে তারা যাতায়াত করে। যে অঞ্চল দিযে এরা ওড়ে সেখানকার সব ফসল নষ্ট হয়ে যায়।
কিন্তু এর মধ্যে ডেজ়ার্ট লোকটাস সবচেয়ে ভয়ঙ্কর৷ এই প্রজাতির পঙ্গপালই পৃথিবী জুড়ে সর্বত্র ফসল ধ্বংস করার অন্যতম কারিগর৷ ওরা ঝাঁকে-ঝাঁকে যায়৷ একেবারে প্রায় হাজার কোটি পঙ্গপাল একসঙ্গে ফসল খেতে আসে৷ এরা সবসময়ে ঝাঁকে-ঝাঁকে যায়। প্রায় ২০০ কিলোমিটার অঞ্চল জুড়ে তারা যাতায়াত করে। যে অঞ্চল দিযে এরা ওড়ে সেখানকার সব ফসল নষ্ট হয়ে যায়।
আমেরিকার খাদ্য ও কৃষিমন্ত্রণালয় থেকে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়৷ একঝাঁক পঙ্গপাল একেবারে ২৫০০ মানুষের খাদ্য খেতে সক্ষম৷ এই পঙ্গপালের ঝাঁক প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের ফসল আক্রমণ করে৷ ফলে এই পোকার আক্রমণে প্রতি বছরই কোনও না কোনও দেশ দারুণ ক্ষতির মুখোমুখি হয়৷
আমেরিকার খাদ্য ও কৃষিমন্ত্রণালয় থেকে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়৷ একঝাঁক পঙ্গপাল একেবারে ২৫০০ মানুষের খাদ্য খেতে সক্ষম৷ এই পঙ্গপালের ঝাঁক প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের ফসল আক্রমণ করে৷ ফলে এই পোকার আক্রমণে প্রতি বছরই কোনও না কোনও দেশ দারুণ ক্ষতির মুখোমুখি হয়৷
যদিও ষাটের দশকের পর থেকে এই আক্রমণ অনেকটাই কমে গিয়েছিল৷ কিন্তু আবার ২০১৮-২০১৯ সালে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তে, ভারত, আফগানিস্তান, পাকিস্তান এই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়৷মনে করা হচ্ছে সাইক্লোন, খারাপ আবহাওয়া-জনিত কারণেই পঙ্গপালের আক্রমণ আবার বৃদ্ধি পেতে শুরু করেছে৷
যদিও ষাটের দশকের পর থেকে এই আক্রমণ অনেকটাই কমে গিয়েছিল৷ কিন্তু আবার ২০১৮-২০১৯ সালে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তে, ভারত, আফগানিস্তান, পাকিস্তান এই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়৷মনে করা হচ্ছে সাইক্লোন, খারাপ আবহাওয়া-জনিত কারণেই পঙ্গপালের আক্রমণ আবার বৃদ্ধি পেতে শুরু করেছে৷

Beekeeping Crisis: পোকায় নষ্ট করছে মৌচাক! নতুন সঙ্কটে সুন্দরবনের মৌ-চাষ

দক্ষিণ ২৪ পরগনা: নতুন এক পোকার উপদ্রবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌমাছি প্রতিপালকরা। এই পোকার দাপটে অনেকে মৌমাছি প্রতিপালন ছেড়েও দিচ্ছেন। সম্প্রতি স্মল হাইভ বিটল বা ‘ছোট চাক পোকা’, যার বিজ্ঞানসম্মত নাম হল এথিনা টুমিডা, তার দাপটে কার্যত ত্রাহি ত্রাহি রব উঠেছে এই জীবিকার সঙ্গে যুক্ত মানুষদের। ইতিমধ্যেই এই পোকার আক্রমনের হাত থেকে মুক্তির জন্য গবেষণা শুরু করেছেন কৃষি বিজ্ঞানীরা।

তবে এখনও প্রকৃত সমাধান সূত্র মেলেনি বলেই দাবি তাঁদের। আপাতত নানা ধরনের উপায় অবলম্বন করে এই পোকার আক্রমনের হাত থেকে রক্ষা পাওয়ার উপরই বেশি জোর দিচ্ছেন তাঁরা। মৌমাছি পালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন করে একশ্রেণির যুবসমাজ যেমন রোজগার করে আত্মনির্ভর হয়েছেন, তেমনই পরাগমিলনের মাধ্যমে ফসল উৎপাদনেও এই জগতের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে মৌমাছিরা। তাছাড়া মৌমাছিদের দ্বারা তৈরি মধুর অর্থনৈতিক মূল্য যথেষ্ট।

আর‌ও পড়ুন: আবর্জনায় ভর্তি সরকারি হাসপাতাল, প্রতিবাদ রোগীর পরিজনদের

সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ বর্তমানে মধু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের প্রথম সারির রাজ্যগুলির মধ্যেই পড়ে। জঙ্গলের মধু সংগ্রহের পাশাপাশি এরাজ্যে প্রায় ১৫,০০০ মৌমাছি পালক রয়েছেন যারা প্রধানত ইউরোপিয়ান মৌমাছি এপিস মেলিফেরা অথবা ভারতীয় মৌমাছি এপিস সেরানা প্রতিপালন করেন। এখানে ১০০ টি এপিস মেলিফেরা কলোনি থেকে বছরে ৩-৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব। তাই পশ্চিমবঙ্গে মৌমাছিপালন আজ একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় জীবিকা হিসেবে পরিচিতি লাভ করেছে।

এমন পরিস্থিতিতে স্মল হাইভ বিটল পোকার আক্রমণে সঙ্কটে পড়েছেন মৌমাছি প্রতিপালকরা। নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে এই পোকার আক্রমণ সম্পর্কে মৌমাছি প্রতিপালকদের সজাগ থাকতে হবে। দ্রুত যাতে এই পোকার হাত থেকে পরিত্রাণের উপায় মেলে সেই চেষ্টায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন।

সুমন সাহা