গাছে রাখী পরাচ্ছে পড়ুয়ারা

Raksha Bandhan 2024: রক্ষাবন্ধনে সুন্দরবনে পড়ুয়ারা রাখী বাঁধল পৃথিবীর রক্ষাকর্তাকে!

রাখী বন্ধন যে পবিত্রতার উৎসব তার আরও এক মেলবন্ধন দেখা গেল সুন্দরবনে। গাছে রাখি পরিয়ে অভিনব পদ্ধতিতে রাখী বন্ধন উৎসব মাতল সুন্দরবন।
রাখী বন্ধন যে পবিত্রতার উৎসব তার আরও এক মেলবন্ধন দেখা গেল সুন্দরবনে। গাছে রাখি পরিয়ে অভিনব পদ্ধতিতে রাখী বন্ধন উৎসব মাতল সুন্দরবন।
রাখী বন্ধন উৎসব উপলক্ষে বোন ভাইয়ের হাতে রাখী পরিয়ে মঙ্গল কামনা করেন। রাখি বন্ধন দৃঢ়তার পরিচয় দেয়। সুন্দরবনের জঙ্গল ও মানুষের সহবাস স্থান একসঙ্গে। সেজন্য গাছের গায়ে একই অভিনব উদ্যোগ।
রাখী বন্ধন উৎসব উপলক্ষে বোন ভাইয়ের হাতে রাখী পরিয়ে মঙ্গল কামনা করেন। রাখি বন্ধন দৃঢ়তার পরিচয় দেয়। সুন্দরবনের জঙ্গল ও মানুষের সহবাস স্থান একসঙ্গে। সেজন্য গাছের গায়ে একই অভিনব উদ্যোগ।
রাখী বন্ধন উৎসব অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ছাত্রছাত্রী সহ এলাকাবাসী।
রাখী বন্ধন উৎসব অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ছাত্রছাত্রী সহ এলাকাবাসী।
পরিশের ভারসাম্য নষ্ট হচ্ছে দিনের পর দিন। সেক্ষেত্রে এমন উদ্যোগ নজর কড়াল সাধারণ মানুষের। সকাল সকাল স্নান করে সুন্দরবন নদীর পাড়ে গাছের গায়ে রাখি পরালো ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষ।
পরিশের ভারসাম্য নষ্ট হচ্ছে দিনের পর দিন। সেক্ষেত্রে এমন উদ্যোগ নজর কড়াল সাধারণ মানুষের। সকাল সকাল স্নান করে সুন্দরবন নদীর পাড়ে গাছের গায়ে রাখি পরালো ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষ।
ডাসা নদীর চরে টিয়ামারীতে রোপণ করা সুন্দরী, গরান,গেওয়া, ক্যাওড়া, বাইন গেছে শঙ্খধ্বনিতে মধ্য দিয়ে রাখী পরিয়ে দিলেন। রাখী বন্ধন করে গাছকে রক্ষা করার শপথ নিলেন বিজ্ঞান কর্মীরা।
ডাসা নদীর চরে টিয়ামারীতে রোপণ করা সুন্দরী, গরান,গেওয়া, ক্যাওড়া, বাইন গেছে শঙ্খধ্বনিতে মধ্য দিয়ে রাখী পরিয়ে দিলেন। রাখী বন্ধন করে গাছকে রক্ষা করার শপথ নিলেন বিজ্ঞান কর্মীরা।
“প্রকৃতিকে ভালোবাসুন, যত্ন করুন” এই বার্তা নিয়েপশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা সাধারণ মানুষদের সচেতন করেন।