প্রতিমা গড়ার কাজ

South 24 Parganas News: বৃষ্টির দাপটে নাজেহাল পোটোপাড়া! প্রতিমা তৈরিতে ব্যাঘাত

দক্ষিণ ২৪ পরগনা: হাতেগোনা আর কয়েকটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গা পুজোতে সমস্ত বাঙালি আনন্দে মেতে ওঠে।‌ আর তাই সমস্ত প্রতিমা শিল্পীরা তারা প্রতিমা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু তার মধ্যে এই টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে শিল্পীরা। কারণ আকাশের মুখ ভার হলে মৃৎশিল্পীদেরও মন ভার হয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি হলে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। পুজোর আগে আগে যেন অসুররূপে বৃষ্টি দেখা না দেয়, সেই প্রার্থনাই দেবী দুর্গার কাছে জানাচ্ছেন তাঁরা। দুর্গা প্রতিমা সহ অন্যান্য দেবদেবীর কাঠামো তৈরি হলেও এখনও অধিকাংশ প্রতিমাই শুকানো হয়নি। শুকানোর পরেই রঙ করা যাবে। আর এই বৃষ্টি আর মেঘলা আকাশের জন্য মূর্তি শুকাতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: নির্জনতাই সঙ্গী, নদী-জঙ্গলে ঘেরা এই জায়গা ঘুরুন নৌকায়, কলকাতার কাছেই পুজোর বেড়ানোর সেরা ঠিকানা

দ্রুত কাজ শেষ করতে হবে। আর বৃষ্টির জল থেকে প্রতিমাকে রক্ষা করতে কিনতে হচ্ছে প্লাস্টিক, ত্রিপল। এসব মিলিয়ে বেড়ে যাচ্ছে খরচও। এ প্রসঙ্গে এক শিল্পী বলেন, হঠাৎ বৃষ্টি হলে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। এখনও মাটির কাজ বাকি রয়েছে। অনেক মূর্তি শুকানো বাকি রয়েছে। এর মধ্যে একদিন বৃষ্টির জন্য, আর এই বৃষ্টির জন্য মূর্তি বাইরে বের করা যায়নি। বৃষ্টিতে যাতে না ভেজে সেজন্য পলিথিন দিয়ে মুড়ে রাখা হয়েছে মূর্তি। পুরোনো অর্ডারগুলির কাজ শেষ হয়নি। তার মধ্যেই সমস্যা বাড়িয়েছে বৃষ্টি। তাই নতুন করে আর কোনও অর্ডার নেব না।বায়না মত প্রতিমা বানাতে এখন তাই তুমুল ব্যস্ত শিল্পীরা। বৃষ্টির জেরে কাজ বন্ধ রেখে ঘরের ভিতরে নিয়ে এসে রাখা হয় প্রতিমাগুলি। তাতে সময় লাগছে বেশি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা