জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

Jalpaiguri News: শর্টকাট খুঁজতে জীবন বাজি রেখে এ ভাবেই চলে দাঁড়িয়ে থাকা ট্রেনের নীচে দিয়ে ‌যাতায়াত!

জলপাইগুড়ি: রেলের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে রেল। কিন্তু, এলাকাবাসীদের প্রয়োজন শর্টকাট! বছরের বেশিরভাগ দিন রেলের সেই জায়গা ফাঁকাই থাকে,তাই ঘুর পথে না গিয়ে শর্টকাট বেছে নেন স্থানীয়রা। কিন্তু, সেখানে গত ১৫ দিন ধরে টানা দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিন বিহীন একটি আস্ত মালগাড়ি। চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরাকাটার বাসিন্দাদের, এমনটাই অভিযোগ জানাচ্ছেন বাসিন্দাদের একাংশ। তাই অগত্যা দাঁড়িয়ে থাকা রেলের নীচ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন শয়ে শয়ে জনতা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন তরফে যদিও বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস মিলেছে। নাগরাকাটা স্টেশন লাগোয়া একদম শেষের লাইনে যখন কোনও ট্রেন দাঁড়িয়ে পড়ে সেটির বগি কাঠালতলা পর্যন্ত এসে পৌঁছয়। যদিও সেই জায়গাটি জুড়েই রয়েছে রেল লাইনের পাত,অর্থাৎ জায়গাটি তথ্যগত দিক থেকেই রেলের নিজস্ব। সেখানে দাঁড়িয়ে থাকতেই পারে রেলেগাড়ি।

আরও পড়ুন:বিভিন্ন দেশের টাকা কেমন দেখতে! রঘুবীর বাবুর সংগ্রহ দেখলে চমকে ‌যাবেন

কিন্তু,সেই জায়গার রেল দাঁড়ালেই বাধে সেখানকার মানুষের যাত্রা যন্ত্রণা। রাস্তা থাকলেও তাদের চাই শর্টকাট রাস্তা। যেখানে এই সমস্যা, সেই রেল লাইনের এক পাড়ে নাগরাকাটা বাজার। অন্য পাড়ে কাঠালতলা ও সার্কাস লাইন এলাকা। সেখানে মাছ-মাংসের বাজার। দু ধারেই বিস্তীর্ণ জনবসতি। নিত্য প্রয়োজনেই অগুন্তি বাসিন্দাদের এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করতে হয়। এলাকাবাসীদের দাবি, যাতায়াতের সুবিধের জন্যে ফুট ওভারব্রীজ বা আন্ডারপাস তৈরি করা প্রয়োজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে