রেল স্টেশন

Rail: লক্ষ লক্ষ রেল যাত্রীদের জন্য বিরাট খবর! এসি ওয়েটিং হল, ফ্রি Wifi! বদলে যাচ্ছে রাজ্যের বহু স্টেশন, আপনার স্টেশন রয়েছে তালিকায়?

*খুব শীঘ্রই রূপ বদল করতে চলেছে আসানসোল ডিভিশনের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন। অমৃত ভারত প্রকল্পে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে আসানসোল ডিভিশনের অন্তর্গত কুমারডুবি স্টেশনটিকে। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি। 
*খুব শীঘ্রই রূপ বদল করতে চলেছে আসানসোল ডিভিশনের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন। অমৃত ভারত প্রকল্পে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে আসানসোল ডিভিশনের অন্তর্গত কুমারডুবি স্টেশনটিকে। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি।
*ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। নতুন রূপে সেজে ওটা কুমারডুবি স্টেশনে অত্যাধুনিক বিভিন্ন পরিষেবা পাবেন যাত্রীরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের গুণগতমান আরও উন্নত হবে। সেই লক্ষ্য নিয়েই জোরকদমে কুমারডুবি স্টেশন সাজিয়ে তোলার কাজ চলছে। কুমারডুবি স্টেশনটি ঝাড়খণ্ডের নিরশা ব্লকে অবস্থিত। সংগৃহীত ছবি। 
*ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। নতুন রূপে সেজে ওটা কুমারডুবি স্টেশনে অত্যাধুনিক বিভিন্ন পরিষেবা পাবেন যাত্রীরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের গুণগতমান আরও উন্নত হবে। সেই লক্ষ্য নিয়েই জোরকদমে কুমারডুবি স্টেশন সাজিয়ে তোলার কাজ চলছে। কুমারডুবি স্টেশনটি ঝাড়খণ্ডের নিরশা ব্লকে অবস্থিত। সংগৃহীত ছবি।
*কয়লা অঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি। নিউ দিল্লি হাওড়া কর্ড লাইনে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্টেশনটি সাজিয়ে তোলার কাজ চলছে। স্টেশনটি অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিল্পাঞ্চল এবং কয়লা খনি অঞ্চলে বিশেষভাবে গুরুত্ব রয়েছে কুমারডুবি স্টেশনের। সংগৃহীত ছবি। 
*কয়লা অঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি। নিউ দিল্লি হাওড়া কর্ড লাইনে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্টেশনটি সাজিয়ে তোলার কাজ চলছে। স্টেশনটি অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিল্পাঞ্চল এবং কয়লা খনি অঞ্চলে বিশেষভাবে গুরুত্ব রয়েছে কুমারডুবি স্টেশনের। সংগৃহীত ছবি।
*একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এই স্টেশনে থামে। প্রত্যেকদিন বহু যাত্রী অফিস এবং ব্যবসায়িক প্রয়োজনে কুমারডুবি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন। তাছাড়াও রেল যোগাযোগের মাধ্যমে এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দেন যাত্রীরা। আবার বিভিন্ন কাজে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন এখানে। সংগৃহীত ছবি। 
*একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এই স্টেশনে থামে। প্রত্যেকদিন বহু যাত্রী অফিস এবং ব্যবসায়িক প্রয়োজনে কুমারডুবি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন। তাছাড়াও রেল যোগাযোগের মাধ্যমে এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দেন যাত্রীরা। আবার বিভিন্ন কাজে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন এখানে। সংগৃহীত ছবি।
*অমৃত ভারত প্রকল্পের পূর্ব রেলের অনেকগুলি স্টেশন সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে কুমারডুবি স্টেশন। কাজ সম্পূর্ণ হলে স্টেশন কেমন দেখতে হবে, তারও একটি ছবি প্রকাশ করা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। সংগৃহীত ছবি। 
*অমৃত ভারত প্রকল্পের পূর্ব রেলের অনেকগুলি স্টেশন সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে কুমারডুবি স্টেশন। কাজ সম্পূর্ণ হলে স্টেশন কেমন দেখতে হবে, তারও একটি ছবি প্রকাশ করা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। সংগৃহীত ছবি।
*স্টেশনটিকে সুন্দর করে যেমন সাজিয়ে তোলা হচ্ছে। তেমনভাবেই যাত্রী স্বাচ্ছন্দ্য স্টেশনে আরও বাড়বে। স্টেশনে ঢোকার জন্য তৈরি হবে বিশাল প্রবেশদ্বার। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য থাকছে আলাদা শৌচাগার। সংগৃহীত ছবি। 
*স্টেশনটিকে সুন্দর করে যেমন সাজিয়ে তোলা হচ্ছে। তেমনভাবেই যাত্রী স্বাচ্ছন্দ্য স্টেশনে আরও বাড়বে। স্টেশনে ঢোকার জন্য তৈরি হবে বিশাল প্রবেশদ্বার। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য থাকছে আলাদা শৌচাগার। সংগৃহীত ছবি।
*যাত্রীদের সুবিধার কথা ভেবে কুমারডুবি স্টেশনে তৈরি হবে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। স্টেশনের ভেতরে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা অত্যাধুনিক শৌচাগার গড়ে তোলা হবে। সংগৃহীত ছবি। 
*যাত্রীদের সুবিধার কথা ভেবে কুমারডুবি স্টেশনে তৈরি হবে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। স্টেশনের ভেতরে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা অত্যাধুনিক শৌচাগার গড়ে তোলা হবে। সংগৃহীত ছবি।
*স্টেশন চত্বরে গড়ে তোলা হবে ৪৫৬ স্কোয়ার মিটার এলাকার বিশাল একটি পার্কিং এরিয়া। যাত্রী সুবিধায় থাকবে র‍্যাম্প। প্লাটফর্মগুলিকেও নতুন করে সাজিয়ে তোলা হবে। সেখানে যাত্রীদের বসার জন্য আরও আরামদায়ক ব্যবস্থা করা হবে বলে খবর। সংগৃহীত ছবি। 
*স্টেশন চত্বরে গড়ে তোলা হবে ৪৫৬ স্কোয়ার মিটার এলাকার বিশাল একটি পার্কিং এরিয়া। যাত্রী সুবিধায় থাকবে র‍্যাম্প। প্লাটফর্মগুলিকেও নতুন করে সাজিয়ে তোলা হবে। সেখানে যাত্রীদের বসার জন্য আরও আরামদায়ক ব্যবস্থা করা হবে বলে খবর। সংগৃহীত ছবি।
*স্টেশনের কাজ সম্পূর্ণ হলে আরও নানা ব্যবস্থা থাকবে। যার মধ্যে রয়েছে ফ্রি ওয়াইফাই, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এর কিয়স্ক ইত্যাদি। স্টেশনের পরিছন্নতার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। উন্নত করা হবে স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, এক্সিকিউটিভ লাউঞ্চ। সংগৃহীত ছবি।
*স্টেশনের কাজ সম্পূর্ণ হলে আরও নানা ব্যবস্থা থাকবে। যার মধ্যে রয়েছে ফ্রি ওয়াইফাই, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এর কিয়স্ক ইত্যাদি। স্টেশনের পরিছন্নতার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। উন্নত করা হবে স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, এক্সিকিউটিভ লাউঞ্চ। সংগৃহীত ছবি।