আসরে অভিষেক

Abhishek Banerjee: সরে থাকেননি, কাজেই ছিলেন! আরজি কর কাণ্ডে ফের আসরে অভিষেক! তৃণমূল সূত্রে বড় খবর

কলকাতা: গত ১৪ অগাস্টের পরে ফের আরজি করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার পরে ১০ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কেন কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হল না, তা নিয়ে বৃহস্পতিবারের পোস্টে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ৷ গোটা আরজি কর কাণ্ডে অভিষেকের ‘আড়ালে’ থাকা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল দলের অন্দরেই। এমনকী দলের মধ্যে থেকেই আওয়াজ উঠেছিল, ‘সেনাপতি (পড়ুন অভিষেক) সামনে আসুন, পথ দেখান’ জাতীয় সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকী পোস্টার। এই আবহে ফের নিজের এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য তুলে ধরলেন অভিষেক।

তৃণমূল সূত্রে খবর, রাজ্য প্রশাসনের অংশ না হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে থেকে একাধিক কাজ করেছেন বা আলোচনা করেছেন, যা সামাজিক কাজে লাগে। কারণ তিনি জনপ্রতিনিধি। ওই অংশের দাবি, বর্তমান পরিস্থিতিতে বেশকিছু বিষয় পুনঃগঠন প্রয়োজন। তবে এটা শুধু বাংলার নয়। দেশের অন্যান্য রাজ্যের কাছেও জরুরি। তাই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনতেই হবে। অভিষেক চান পিছিয়ে থাকা প্রশাসনিক সিস্টেম থেকে বেরিয়ে আসুক রাজ্য। না হলে শিকলে বাঁধা এই সিস্টেমের কারণে দল ও প্রশাসন উভয়কেই সমস্যা সহ্য করতে হচ্ছে। বিশেষ করে আইন ও সিস্টেম বদল আনার কথা বলছেন তিনি। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন অভিষেক।

এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, ‘গত ১০ দিন ধরে আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, বিচার চাইছেন৷ কিন্তু, ঠিক যখন বিচারের প্রত্যাশায় মানুষ পথে নামছেন এই নারকীয় ঘটনার বিচার চেয়ে, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটছে৷ দুঃখজনক ভাবে, বৃহত্তর ক্ষেত্রে এর সমাধানের প্রশ্ন থেকে যাচ্ছে আলোচনার বাইরেই৷’

আরও পড়ুন: ‘১৫ দিনে শাস্তি’! আরজি কর-কাণ্ডের মধ্যেই মোদির কাছে বিশেষ আইনের দাবি মমতার, পাঠালেন চিঠি

এরপরে অভিষেক লেখেন, ‘প্রত্যেক দিন ৯০টি করে ধর্ষণের ঘটনা, প্রতি ঘণ্টায় ৪ জন এবং প্রত্যেক ১৫ মিনিটে একজন৷ এই মুহূর্তে কোনও কঠিন পদক্ষেপ যে কতটা জরুরি তা আমাদের কাছে এখন পরিষ্কার৷ আমাদের প্রয়োজন কড়া আইন, যা ঘটনার ৫০ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া এবং দোষীদের শাস্তি প্রক্রিয়া নিশ্চিত করবে৷ কড়া শাস্তির বিধান দেবে৷ শুধু মাত্র ফাঁকা প্রতিশ্রুতি নয়৷ রাজ্য সরকারদের উচিত কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কড়া আইন এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা৷ তার চেয়ে কম কোনও কিছুই মেনে নেওয়া যায় না৷’

প্রসঙ্গত, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এবং সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পরেও কেন দীর্ঘায়িত হচ্ছে বিচারপ্রক্রিয়া, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল৷ আগামী শনিবার ২৪ অগাস্ট আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে রাজ্যজুড়ে পথে নামবে তৃণমূল৷