এই হিরের নয়টি টুকরো করা হয়৷ এই হিরের সবচেয়ে বড় টুকরোটি রয়েছে ইংল্যান্ডের রাজদন্ডে৷ এর দ্বিতীয় বৃহত্তম টুকরোটি ইংল্যান্ডের রাজ পরিবারের ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে রয়েছে৷ বাকি টুকরোগুলোও ইংল্যান্ডের রাজপরিবারের কাছেই রয়েছে৷

Knowledge Story: পৃথিবীর সবচেয়ে বড় হিরে, কোহিনুরের চেয়ে প্রায় ৩১ গুণ বড়, নাম কী বলুন তো?

হিরের প্রতি ভালবাসা পৃথিবীর কম বেশি অনেকেরই থাকে৷ কোহিনুর নিয়ে ভালবাসাও কম নেই৷ আছে কত মিথও৷ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় হিরের নাম কত জন জানে?
হিরের প্রতি ভালবাসা পৃথিবীর কম বেশি অনেকেরই থাকে৷ কোহিনুর নিয়ে ভালবাসাও কম নেই৷ আছে কত মিথও৷ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় হিরের নাম কত জন জানে?
দক্ষিণ আফ্রিকায় হিরের খনিতে ১৯০৫ সালে এই হিরে পাওয়া যায়৷ হিরেটি আবিষ্কার করেছিলেন কুলিনান ডায়মন্ড স্যর টমাস কুলিনান৷ সেই থেকেই এই হিরের নামকরণ হল কুলিনান ডায়মন্ড৷
দক্ষিণ আফ্রিকায় হিরের খনিতে ১৯০৫ সালে এই হিরে পাওয়া যায়৷ পৃথিবীর সবচেয়ে বড় হিরে, কোহিনুরের চেয়ে প্রায় ৩১ গুণ বড়, নাম কী বলুন তো? হিরেটি আবিষ্কার করেছিলেন কুলিনান ডায়মন্ড স্যর টমাস কুলিনান৷ সেই থেকেই এই হিরের নামকরণ হল কুলিনান ডায়মন্ড৷
এই হিরেটি ছিল ৩১৬০ ক্যারেটের৷ যার আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন ডলার৷ এটা ঠিক কতটা বড় ছিল, তার অনুমান মেলে কোহিনুরের সঙ্গে এই হিরের তুলনায়৷ কোহিনুর থেকে এই হিরে প্রায় ৩১ গুণ বড় ছিল৷ কোহিনুর ডায়মন্ড ছিল মাত্র ১০.৬ ক্যারেটের৷
এই হিরেটি ছিল ৩১৬০ ক্যারেটের৷ যার আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন ডলার৷ এটা ঠিক কতটা বড় ছিল, তার অনুমান মেলে কোহিনুরের সঙ্গে এই হিরের তুলনায়৷ কোহিনুর থেকে এই হিরে প্রায় ৩১ গুণ বড় ছিল৷ কোহিনুর ডায়মন্ড ছিল মাত্র ১০.৬ ক্যারেটের৷
স্যার টমাস কুলিনান সেই হিরেটি বিট্রেনের তৎকালীন রাজা সপ্তম এডওয়ার্ডকে উপহার দিয়েছিলেন৷ হিরেটি খনি থেকে তুলে আর্মস্টারডামে নিয়ে যাওয়া হয়৷ এর কাটিং-এর ভার পড়ে বিখ্যাত জুয়োলার্স জোসেফ অ্যাশরক বলে এক ব্যক্তির উপর৷ রয়্যাল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রথম দিনেই তাঁর হিরে কাটার যন্ত্রটি ভেঙে যায়৷
স্যার টমাস কুলিনান সেই হিরেটি বিট্রেনের তৎকালীন রাজা সপ্তম এডওয়ার্ডকে উপহার দিয়েছিলেন৷ হিরেটি খনি থেকে তুলে আর্মস্টারডামে নিয়ে যাওয়া হয়৷ এর কাটিং-এর ভার পড়ে বিখ্যাত জুয়োলার্স জোসেফ অ্যাশরক বলে এক ব্যক্তির উপর৷ রয়্যাল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রথম দিনেই তাঁর হিরে কাটার যন্ত্রটি ভেঙে যায়৷
এই হিরের নয়টি টুকরো করা হয়৷ সবচেয়ে বড় টুকরোটি রয়েছে ইংল্যান্ডের রাজদন্ডে৷ এর দ্বিতীয় বৃহত্তম টুকরোটি ইংল্যান্ডের রাজ পরিবারের ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে রয়েছে৷ বাকি টুকরোগুলোও ইংল্যান্ডের রাজপরিবারের কাছেই রয়েছে৷
এই হিরের নয়টি টুকরো করা হয়৷ সবচেয়ে বড় টুকরোটি রয়েছে ইংল্যান্ডের রাজদন্ডে৷ এর দ্বিতীয় বৃহত্তম টুকরোটি ইংল্যান্ডের রাজ পরিবারের ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে রয়েছে৷ বাকি টুকরোগুলোও ইংল্যান্ডের রাজপরিবারের কাছেই রয়েছে৷