ভগবৎপুর কুমীর প্রকল্প 

South 24 Parganas News: বেহাল দশা  ভগবৎপুর কুমীর প্রকল্পের! হতাশ পর্যটকরা

পাথরপ্রতিমা: ভগবৎপুর কুমীর প্রকল্প, পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। কিন্তু এবার সেই কুমীর প্রকল্পে এসে হতাশ পর্যটকরা। প্রকল্পের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন তাঁরা। অভিযোগ আমফানে ভাঙা পরিকাঠামো সারানো হয়নি এখনও। এছাড়াও রয়েছে একাধিক সমস্যা এ নিয়ে বেহালা থেকে আসা পল্লব পাল নামের এক পর্যটক জানিয়েছেন, অনেক আসা নিয়ে এসেছিলেন। কিন্তু প্রকল্পের এই বেহাল দশা দেখে দ্বিতীয়বার আর আসতে চান না তিনি‌। ১৯৭৬ সাল থেকে এই স্থান কুমিরের কৃত্রিম প্রজনন ও সংরক্ষণের জন‍্য প্রসিদ্ধ। পরে এই স্থানটিতে কুমির দেখার জন‍্য দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে। প্রথম বছর ৩২ টা কুমিরের ডিম সংগ্রহ করা হয়েছিল ডাবরহানা খাল থেকে।

আরও পড়ুন: সুন্দরবনে ঘুরতে গিয়ে যা দেখলেন পর্যটকরা! তাজ্জব বনে গেলেন সবাই

১৯৮২ সালে প্রথম ভগবৎপুর কুমির প্রকল্প থেকে ডিম সংগ্রহ কর হয়। তারপর থেকে এই কুমির প্রকল্প থেকে কুমির উৎপাদন করা হয়। কুমিরের কৃত্রিম প্রজননের জন‍্য রয়েছে হ‍্যাচারিও।সুন্দরবনের নোনা জলের কুমির বিলুপ্তপ্রায় বলে এই কুমিরপ্রকল্পটি করা হয়েছিল। বর্তমানে এখান থেকে কুমির সংগ্রহ করে সুন্দরবনের বিভিন্ন নদীতে ছেড়ে দেওয়া হয়। এই কুমির প্রকল্পটি বর্তমানে পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে। কিন্তু তারপরও পর্যটকরা তাদের আশামত কিছুই পাচ্ছেনা, ফলে মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা। এ নিয়ে এক পর্যটক শিবশংকর মাইতি সমস্যা সমাধানের দাবি তোলেন। তাঁর সঙ্গে একমত স্থানীয়রা। তাঁরাও এই প্রকল্পের উন্নয়নের দাবি তুলেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক