ফাইল ছবি

Rail: বনগাঁ লোকাল হলটা কী? চরম আতঙ্ক, শিয়ালদহ-বনগাঁ লাইনে চরম হয়রানির শিকার যাত্রীরা

জিয়াউল আলম, অশোকনগর: শিয়ালদহ বনগাঁ শাখার সংহতি স্টেশনে বনগাঁ লোকালে ট্রেনের চাকায় ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে আপ লাইনে।

রেল সূত্রের খবর, সংহতি স্টেশন থেকে বনগাঁর দিকে যাওয়ার স্টেশন কিছুটা ছাড়তেই ট্রেনের চাকায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা। যাত্রীদের চিৎকার চেঁচামেচির আওয়াজে চালক ট্রেন দাঁড় করিয়ে দেয়। এই মুহূর্তে মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে। ডাউন লাইনের ট্রেন চলাচল করলেও আপ লাইনে ট্রেন বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।

আরও পড়ুন: বাড়ির বাইরে হঠাৎ এক বিকট আওয়াজ! মুহূর্তে মৃত্যু এক জনের, কী ঘটল জানেন?

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অবশ্য জানান, সংহতি স্টেশনের কাছে একটি সিগন্যালিং-এর সমস্যার জন্য ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেলের আধিকারিকরা কাজ করছেন। ৫.১৫ নাগাদ সমস্যাটি দেখা যায়। তবে, রেল পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে বলা জানান তিনি।

এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। ফলে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর, রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গেল লাইন দিয়েই দু দিকের ট্রেন চালানোর। ফলে তাতেও ট্রেন চলাচল ব্যাহত হয়।