শীতের মরশুমের ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা বেশ জনপ্রিয়। একে ‘শরৎ রানি’ নামেও অভিহিত করা হয়। তবে কেউ যদি আগাম চন্দ্রমল্লিকার স্বাদ নিতে চায়। তাহলে অবশ্যই আপনাকে এখনই চন্দ্রমল্লিকার জন্য প্রস্তুতি সেরে ফেলা দরকার।

Gardening Tips: ‘এই’ ২ মাসই সেরা সময়…! থোকা থোকা চন্দ্রমল্লিকা ফুলে ভরবে গাছ, করুন শুধু ছোট্ট কাজটি…, হাতেনাতে মিলবে ফল

উত্তর দিনাজপুর: শীতকালে জনপ্রিয় ফুল চন্দ্রমল্লিকা। তবে শীতকালে গাছ ভর্তি চন্দ্রমল্লিকা পেতে এখনই শুরু করে দিন চন্দ্রমল্লিকা চারা রোপন। শ্রাবণ ও ভাদ্র এই দুই মাস চন্দ্রমল্লিকার চারা লাগানোর উপযুক্ত সময়। এ চন্দ্রমল্লিকা তুলনামূলক ঠান্ডা আবহাওয়া এবং রোদ উজ্জ্বল আবহাওয়ায় ভাল জন্মায়।

সাধারণত বেলে ও দোয়াশ মাটি হল চন্দ্রমল্লিকা চাষের জন্য উপযোগী। সাধারণত নার্সারিতে দুই ধরনের চন্দ্রমল্লিকার জাত পাওয়া যায় । বারি চন্দ্রমল্লিকা ১- এই জাত যেকোনও সময় চাষ করা যায়। প্রতিটি গাছে ২৫ থেকে ৩০টি ফুল উৎপাদিত হয়। এই ফুলের রং সাধারণত হলুদ হয়।অন্যদিকে বারি চন্দ্রমল্লিকা ২- সেপ্টেম্বর অক্টোবর মাসে এই গাছের চারা রোপনের উপযুক্ত সময়। গাছ প্রতি গড়ে ৩৫ থেকে ৪০ টি ফুল ধরে। এই ফুলের রং সাদা হয়।

আরও পড়ুন- এবার ঘূর্ণিঝড় ‘আসনা’! ফুঁসছে আরব সাগর, শুক্রবারই বিরাট ‘খেলা শুরু’…! বড়সড় আশঙ্কা, কী হবে বাংলায়?

এই সময় চন্দ্রমল্লিকার চারা রোপনের জন্য প্রথমেই একটি ভাল নার্সারি থেকে চন্দ্রমল্লিকার চারা কিনে আনুন। তারপর টবে কিংবা জমিতে মাটির সাথে পাতা পচা সার, গোবর সার, হাড়গুড়া বা সুপার ফসফেট সার মিশিয়ে মাটি ঝুরঝুরে ও নরম করে চারা রোপন করে ফেলুন। তবে চন্দ্রমল্লিকা গাছে বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয়। এই রোগ হলে গাছের পাতা ধূসর রং ধারণ করে।

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

এই চন্দ্রমল্লিকা গাছে জাব পোকা কিংবা শোষক পোকার আক্রমণ দেখা যায়। এই পোকা গাছের নতুন ডগা বা ফুলের রস চুষে খায় ফলে গাছের বৃদ্ধি ও ফলনে মারাত্মক ক্ষতি হয়। তাই এই পোকার আক্রমণ থেকে বাঁচতে গাছে নিম তেল ও সুপার কিলার জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করুন।এই চন্দ্রমল্লিকা গাছে বছরে গড়ে ৩০ থেকে ৪০ টি ফুল পাওয়া যায়। বাজারে ১০ থেকে ১৫ টাকা দামে এক একটি চন্দ্রমল্লিকা ফুল বিক্রি হয়। তাই এই শীতে গাছ ভর্তি চন্দ্রমল্লিকা পেতে আজই শুরু করুন চন্দ্রমল্লিকা চারা রোপন।

পিয়া গুপ্তা