বারুইপুর মহকুমা হাসপাতালের সামনে রাস্তার পাশে এইভাবেই পড়ে থাকে আবর্জনা

South 24 Parganas News: হাসপাতালের সামনেই ফেলা হচ্ছে আবর্জনা! ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের 

দক্ষিণ ২৪ পরগনা: কুলপি রোডে বারুইপুর মহকুমা হাসপাতালের সামনের রাস্তায় দিনের পর দিন আবর্জনা পড়ে থাকছে। এই নিয়ে ক্ষুব্ধ বাসিন্দা থেকে পথচলতি মানুষ। কেন হাসপাতালের সামনে ডাম্পিং গ্রাউন্ড হবে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। দুর্গন্ধে নাজেহাল হতে হচ্ছে মানুষদের। সমস্যায় গাড়িচালকরাও। বহু মানুষ হাসপাতালের সুপারের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি দেখা হবে।

আরও পড়ুন: রাস্তা বা রেল অবরোধ নয়! নদী ঘেরাও করে বিক্ষোভ মৎস্যজীবীদের

কয়েক হাজার মানুষ। সুন্দরবনের কুলতলি, জয়নগর থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে প্রতিদিন ভিড় করেন শুরু করে বারুইপুর, সোনারপুর, বিষ্ণুপুর, মগরাহাট এলাকার লোকজনও আসেন চিকিৎসার কারণে। এই গুরুত্বপূর্ণ হাসপাতালের গেটের সামনেই রাস্তার পাশে বারুইপুর পুরসভার সাফাইকর্মীরা আবর্জনা সংগ্রহ করে নিয়ে এসে ফেলেন। সেই আবর্জনা অফিস টাইমে বড় গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এই সময় হাসপাতালের সামনে যানজট হয়। নাকাল হতে হয় গাড়ি চালকদের। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিসকে। এই আবর্জনা তুলে নিয়ে যাওয়ার পরও অবশিষ্ট অংশ পড়ে থাকে। আবর্জনা ফেলার ফলে রাস্তার বৃষ্টিতে জল জমে আবর্জনায় মিশে যায়। পাচা দুর্গন্ধ হাসপাতালের ভিতর পর্যন্ত পৌঁছয়। রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের লোকজন জেরবার এই সমস্যায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা