ছবি প্রতীকী 

Monsoon Health Care:নখকুনির যন্ত্রনায় প্রাণ ওষ্ঠাগত? নামীদামি লোশন-মলম লাগাতে হবে না, এই ঘরোয়া উপায়েই সারবে নখকুনি

বর্ষা মানেই জল-কাদায় চলাফেরা। এইসময় হাত-পা নোংরা হয় সহজে। বিশেষ করে পায়ের নখে ময়লা ঢুকে যায়,সেই থেকে হয় নখকুনির ব্যথা
বর্ষা মানেই জল-কাদায় চলাফেরা। এইসময় হাত-পা নোংরা হয় সহজে। বিশেষ করে পায়ের নখে ময়লা ঢুকে যায়,সেই থেকে হয় নখকুনির ব্যথা
হাত কিংবা পায়ের নখে নখকুনি হলে হাঁটাচলা বা কাজ করতে বেগ পেতে হয়। মূলত নখের পাশের ত্বকের মধ্যে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে।
হাত কিংবা পায়ের নখে নখকুনি হলে হাঁটাচলা বা কাজ করতে বেগ পেতে হয়। মূলত নখের পাশের ত্বকের মধ্যে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে।
বর্ষাকালে বহুল সংক্রামিত এই যন্ত্রণাদায়ক নখকুনি থেকে মুক্তি পেতে ঘরোয়া কয়েকটি সহজ উপায়ে ভরসা রাখুন।
বর্ষাকালে বহুল সংক্রামিত এই যন্ত্রণাদায়ক নখকুনি থেকে মুক্তি পেতে ঘরোয়া কয়েকটি সহজ উপায়ে ভরসা রাখুন।
নখকুনির অব্যর্থ ওষুধ পাতিলেবু। সংক্রামিত জায়গায় দুই-এক ফোঁটা পাতিলেবুর রস লাগান। ২৫-৩০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।
নখকুনির অব্যর্থ ওষুধ পাতিলেবু। সংক্রামিত জায়গায় দুই-এক ফোঁটা পাতিলেবুর রস লাগান। ২৫-৩০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলু।
একটি পাত্রে উষ্ণ গরম জলে কিছুটা ভিনিগার মিশিয়ে নিয়ে ১০-১৫ মিনিট নখকুনি আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তারপর শুকিয়ে মুছে নিন। দু-এক দিনের মধ্যেই সেরে যাবে নখকুনি।
একটি পাত্রে উষ্ণ গরম জলে কিছুটা ভিনিগার মিশিয়ে নিয়ে ১০-১৫ মিনিট নখকুনি আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তারপর শুকিয়ে মুছে নিন। দু-এক দিনের মধ্যেই সেরে যাবে নখকুনি।
ঘরোয়া উপায়ে নখকুনি সারাতে পারে ভুট্টা পেস্ট৷ ভুট্টার গুঁড়ো গরম জলে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন৷ ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে লাগিয়ে নিন৷
ঘরোয়া উপায়ে নখকুনি সারাতে পারে ভুট্টা পেস্ট৷ ভুট্টার গুঁড়ো গরম জলে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন৷ ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে লাগিয়ে নিন৷