রেড পান্ডা ও স্নো লেপার্ড

Darjelling Zoo: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন কিউট গেস্ট! নীল চোখের স্নো লেপার্ড, আর রেড পান্ডার দুষ্টুমি, মন ভাল করা ফটো

দার্জিলিং: পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানা। চারটি রেড পান্ডা ও দুটি স্নো লেপার্ড এর আগমনে খুশির হাওয়া দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানায়।
দার্জিলিং: পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানা। চারটি রেড পান্ডা ও দুটি স্নো লেপার্ড এর আগমনে খুশির হাওয়া দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানায়।
এই চিড়িয়াখানার অধীনে থাকা তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে এই চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার্ডের জন্ম হয়েছে। গত জুলাই মাসের শেষের দিকে রেড পান্ডা দম্পতি নিক্কি এবং প্রন্ন চার শাবকের জন্ম দিয়েছে ৷ প্রায় একই সময়ে স্নো লেপার্ড রাহানা দুই শাবকের জন্ম দিয়েছে ৷
এই চিড়িয়াখানার অধীনে থাকা তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে এই চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার্ডের জন্ম হয়েছে। গত জুলাই মাসের শেষের দিকে রেড পান্ডা দম্পতি নিক্কি এবং প্রন্ন চার শাবকের জন্ম দিয়েছে ৷ প্রায় একই সময়ে স্নো লেপার্ড রাহানা দুই শাবকের জন্ম দিয়েছে ৷
মায়েদের আদর যত্নেই বেড়ে উঠছে তারা। এ বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার ডাইরেক্টর বাসবরাজ হলেইয়াচি বলেন "ক্যাপটিভ ব্রিডিংয়ে সফলভাবে আরও চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার্ড জন্ম নিয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছে।"
মায়েদের আদর যত্নেই বেড়ে উঠছে তারা। এ বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার ডাইরেক্টর বাসবরাজ হলেইয়াচি বলেন “ক্যাপটিভ ব্রিডিংয়ে সফলভাবে আরও চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার্ড জন্ম নিয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছে।”
মাসখানেক আগে জন্ম হওয়ার পর বিপদ পর্যায় কাটলে ওই ছয়টি শাবকের খবর প্রকাশ্যে আসে। দিনরাত এই নতুন অতিথিদের ওপর নজর রাখছে চিকিৎসক ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
মাসখানেক আগে জন্ম হওয়ার পর বিপদ পর্যায় কাটলে ওই ছয়টি শাবকের খবর প্রকাশ্যে আসে। দিনরাত এই নতুন অতিথিদের ওপর নজর রাখছে চিকিৎসক ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
নতুন অতিথিদের আগমনের পর বর্তমানে চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১৯ টি এবং স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল ১১ টি। এই খবরে খুশির হাওয়া চিড়িয়াখানা জুড়ে। Input- Sujoy Ghosh
নতুন অতিথিদের আগমনের পর বর্তমানে চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১৯ টি এবং স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল ১১ টি। এই খবরে খুশির হাওয়া চিড়িয়াখানা জুড়ে। Input- Sujoy Ghosh