আন্দোলন শ্রমিকদের 

Alipurduar News: তিন জন শ্রমিককে কাজ থেকে কেন বাদ দেওয়া হল! মালঙ্গি চা বাগানে আন্দোলন 

আলিপুরদুয়ার: তিনজন শ্রমিককে বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেন বসানো হয়েছে ওই শ্রমিকদের? এই প্রশ্ন তুলে বাগানে কাজ বন্ধ করে আন্দোলনে সামিল ডুয়ার্সের কালচিনি ব্লকের মালঙ্গী চা বাগানের শ্রমিকরা।

ভার্ণোবাড়ি চা বাগান কোম্পানির আউট ডিভিশন মালঙ্গি চা বাগানের শ্রমিকরা এদিন কাজে যোগদান না করে আন্দোলন করে। তিনজন শ্রমিককে বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের কাজ থেকে কেন বসানো হচ্ছে এজন্য বাগানের কয়েকশো শ্রমিকরা এদিন কাজ না করে আন্দোলন করে।

আরও পড়ুন:মা হাতির মৃত্যুর দিনেই আরও একবার এল দুঃসংবাদ, শিশু হাতির মৃতদেহও পাওয়া গেল সেইদিনেই

এই বিষয়ে ভার্ণোবাড়ি চা বাগানের সহকারি ম্যানেজার বিজয় প্রামাণিক জানান,”বাগানে একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। সে জায়গার আশেপাশে সমাধিস্ত বা সৎকার করতে না বলা হয়েছে, তাও করেছে। সেজন্য তিনজন শ্রমিককে বসানো হয়েছে তাও বলা হয়েছে ওটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey