Bollywood Gossip: কী কেলেঙ্কারি! হেমা মালিনীর প্রেমে পাগল ছিলেন ‘এই’ নায়ক, বিয়েও হচ্ছিল! আচমকা সেই মণ্ডপে মত্ত অবস্থায় পৌঁছন ধর্মেন্দ্র

তিনি স্বপ্নসুন্দরী! পঁচাত্তরের কোঠায় এসেও তাঁর সৌন্দর্য্য হার মানায় আজকালকার অভিনেত্রীদের। তাঁর মোহনীয় রূপ আর হাসির জাদুতে মজে থাকেন ভক্তরা! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বিষয়ে।
তিনি স্বপ্নসুন্দরী! পঁচাত্তরের কোঠায় এসেও তাঁর সৌন্দর্য্য হার মানায় আজকালকার অভিনেত্রীদের। তাঁর মোহনীয় রূপ আর হাসির জাদুতে মজে থাকেন ভক্তরা! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বিষয়ে।
ধর্মেন্দ্র-হেমা মালিনীর প্রেম এবং বিয়ের গল্প প্রায় প্রত্যেকেরই জানা। তবে একটা কথা কিন্তু অনেকেই জানেন না।
ধর্মেন্দ্র-হেমা মালিনীর প্রেম এবং বিয়ের গল্প প্রায় প্রত্যেকেরই জানা। তবে একটা কথা কিন্তু অনেকেই জানেন না।
কিন্তু ধর্মেন্দ্র ছাড়াও হেমা-য় মজেছিলেন আরও অনেক জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, এক সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে পাওয়ার স্বপ্ন দেখতেন।
কিন্তু ধর্মেন্দ্র ছাড়াও হেমা-য় মজেছিলেন আরও অনেক জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, এক সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে পাওয়ার স্বপ্ন দেখতেন।
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
সত্যিটা হল ধর্মেন্দ্রর সঙ্গে তখন গভীর প্রেম ছিল হেমা মালিনীর। হেমার পরিবারের লোকেরা চেয়েছিলেন জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ে দিতে। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমের কথা হেমা কোনওদিনই তাঁর পরিবারে জানাননি।হেমা মালিনীর জীবনী রামকমল মুখোপাধ্যায়ের লেখা 'বেয়ন্ড দ্য ড্রিম গার্ল'-এ তাঁর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে লেখা রয়েছে। জীবনীর একটি বিশেষ অংশে জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ের বর্ণনাও রয়েছে।
সত্যিটা হল ধর্মেন্দ্রর সঙ্গে তখন গভীর প্রেম ছিল হেমা মালিনীর। হেমার পরিবারের লোকেরা চেয়েছিলেন জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ে দিতে। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমের কথা হেমা কোনওদিনই তাঁর পরিবারে জানাননি।হেমা মালিনীর জীবনী রামকমল মুখোপাধ্যায়ের লেখা ‘বেয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ তাঁর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে লেখা রয়েছে। জীবনীর একটি বিশেষ অংশে জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ের বর্ণনাও রয়েছে।
প্রকাশ করের সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র৷
প্রকাশ করের সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র৷