Tag Archives: Dharmendra

Bollywood: অমিতাভ-শাহরুখ-সলমান নয়, সবচেয়ে বেশি হিট সিনেমা দিয়েছেন কোন হিরো? নামটা শুনেই চমকে যাবেন ১০০% গ্যারান্টি

সেই কবে থেকে যাত্রা শুরু করেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এতগুলো বছরের ব্যবধানে বলিউড অনেক স্টার ও সুপারস্টার দেখেছে। কালক্রমে এসব তারকা অভিনেতা অনেক ব্যবসাসফল হিট সিনেমা উপহার দিয়েছেন ও দিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বেশি হিট সিনেমার সঙ্গে কোন অভিনেতার নাম জড়িত?
সেই কবে থেকে যাত্রা শুরু করেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এতগুলো বছরের ব্যবধানে বলিউড অনেক স্টার ও সুপারস্টার দেখেছে। কালক্রমে এসব তারকা অভিনেতা অনেক ব্যবসাসফল হিট সিনেমা উপহার দিয়েছেন ও দিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বেশি হিট সিনেমার সঙ্গে কোন অভিনেতার নাম জড়িত?
এমন প্রশ্নের উত্তরে কারো মাথায় চট করে হয়তো অমিতাভ বচ্চন বা বলিউডের খানদের কোনও একজনের নাম মাথায় আসতে পারে। কিন্তু সত্য হল, তারা কেউই সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দেওয়া অভিনেতা নন। এমনকি বলিউডের কোনও স্টার বা সুপারস্টার ব্যবসাসফল হিট সিনেমার দিক দিয়ে তার ধারেকাছেও নেই!
এমন প্রশ্নের উত্তরে কারো মাথায় চট করে হয়তো অমিতাভ বচ্চন বা বলিউডের খানদের কোনও একজনের নাম মাথায় আসতে পারে। কিন্তু সত্য হল, তারা কেউই সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দেওয়া অভিনেতা নন। এমনকি বলিউডের কোনও স্টার বা সুপারস্টার ব্যবসাসফল হিট সিনেমার দিক দিয়ে তার ধারেকাছেও নেই!
কে সেই অভিনেতা? বলিউডে সবচেয়ে বেশি ব্যবসাসফল হিট সিনেমার সঙ্গে তার নাম জড়িত। সত্তরের দশকে অভিনয় ক্যারিয়ার শুরুর পর থেকে মোট ৭৩টি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বক্স অফিসের এ হিসাবে এখন পর্যন্ত বলিউডের সফলতম অভিনেতা তিনিই। কে জানেন? তিনি ধর্মেন্দ্র।
কে সেই অভিনেতা? বলিউডে সবচেয়ে বেশি ব্যবসাসফল হিট সিনেমার সঙ্গে তার নাম জড়িত। সত্তরের দশকে অভিনয় ক্যারিয়ার শুরুর পর থেকে মোট ৭৩টি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বক্স অফিসের এ হিসাবে এখন পর্যন্ত বলিউডের সফলতম অভিনেতা তিনিই। কে জানেন? তিনি ধর্মেন্দ্র।
যদিও এখানে ছোট একটি কিন্তু আছে। ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা এত বেশি, কারণ তিনি অন্য অনেক অভিনেতার তুলনায় অনেক বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন সূত্র অনুসারে, এ অভিনেতা তার জীবনে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মানে তার সাফল্যের হার প্রায় ৩০ শতাংশ।
যদিও এখানে ছোট একটি কিন্তু আছে। ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা এত বেশি, কারণ তিনি অন্য অনেক অভিনেতার তুলনায় অনেক বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন সূত্র অনুসারে, এ অভিনেতা তার জীবনে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মানে তার সাফল্যের হার প্রায় ৩০ শতাংশ।
বলিউডের হিসেবে ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা ৯৩। এরপর রয়েছে জিতেন্দ্রর নাম। তাঁর হিট ছবির সংখ্যা ৬৯। এরপরই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তাঁর হিট সিনেমার সংখ্যা ৬৩। এরপর আছেন মিঠুন চক্রবর্তী। তাঁর হিটের সংখ্যা ৫৭। রোমান্টিক সিনেমার রাজা রাজেশ খান্নার হিট সিনেমার সংখ্যা ৫৭। খিলাড়ি অক্ষয় কুমারের হিট সিনেমার সংখ্যা ৪২।
বলিউডের হিসেবে ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা ৯৩। এরপর রয়েছে জিতেন্দ্রর নাম। তাঁর হিট ছবির সংখ্যা ৬৯। এরপরই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তাঁর হিট সিনেমার সংখ্যা ৬৩। এরপর আছেন মিঠুন চক্রবর্তী। তাঁর হিটের সংখ্যা ৫৭। রোমান্টিক সিনেমার রাজা রাজেশ খান্নার হিট সিনেমার সংখ্যা ৫৭। খিলাড়ি অক্ষয় কুমারের হিট সিনেমার সংখ্যা ৪২।
সলমান খানের হিট সিনেমার সংখ্যা সেখানে মাত্র ৩৮। ঋষি কাপুর দিয়েছেন ৩৫টি হিট সিনেমা। সেখানে অজয় দেবগনের হিট সিনেমার সংখ্যা ৩৪। গোবিন্দার হিট সিনেমা ৩৩টি। সঞ্জয় দত্তও দিয়েছেন ৩৩টি হিট সিনেমা। অনিল কাপুরের হিট সিনেমা সেখানে ৩২টি।
সলমান খানের হিট সিনেমার সংখ্যা সেখানে মাত্র ৩৮। ঋষি কাপুর দিয়েছেন ৩৫টি হিট সিনেমা। সেখানে অজয় দেবগনের হিট সিনেমার সংখ্যা ৩৪। গোবিন্দার হিট সিনেমা ৩৩টি। সঞ্জয় দত্তও দিয়েছেন ৩৩টি হিট সিনেমা। অনিল কাপুরের হিট সিনেমা সেখানে ৩২টি।
অর্থাৎ, সকলের আগে রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর হিট সিনেমাগুলোর অন্যতম কয়েকটি সিনেমা হল শোলে, চুপকে চুপকে, সীতা আওর গীতা, মেরা গাঁও মেরা দেশ, ধরম বীর, ফুল আওর পাত্থর ও ইয়ামলা পাগলা দিওয়ানা। বর্তমানে রকি আওর রানি কি প্রেম কাহানি সিনেমার মাধ্যমে হিট সিনেমার সংখ্যা আরও বাড়িয়েছেন ধর্মেন্দ্র।
অর্থাৎ, সকলের আগে রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর হিট সিনেমাগুলোর অন্যতম কয়েকটি সিনেমা হল শোলে, চুপকে চুপকে, সীতা আওর গীতা, মেরা গাঁও মেরা দেশ, ধরম বীর, ফুল আওর পাত্থর ও ইয়ামলা পাগলা দিওয়ানা। বর্তমানে রকি আওর রানি কি প্রেম কাহানি সিনেমার মাধ্যমে হিট সিনেমার সংখ্যা আরও বাড়িয়েছেন ধর্মেন্দ্র।
তবে সাফল্যের হারের দিক দিয়ে সবার ওপরে আছে দিলীপ কুমারের নাম। মাত্র ৫৬টি সিনেমায় অভিনয় করে ৩১টি হিট সিনেমা উপহার দেন তিনি। দ্বিতীয় স্থানে আছে শাহরুখ খানের নাম। তার অভিনীত ৬৩টি সিনেমার মধ্যে ৩২টিই হিট। অন্যদিকে আমির খানের ৪৩টি সিনেমার মধ্যে হিট সিনেমার সংখ্যা ২০টি।
তবে সাফল্যের হারের দিক দিয়ে সবার ওপরে আছে দিলীপ কুমারের নাম। মাত্র ৫৬টি সিনেমায় অভিনয় করে ৩১টি হিট সিনেমা উপহার দেন তিনি। দ্বিতীয় স্থানে আছে শাহরুখ খানের নাম। তার অভিনীত ৬৩টি সিনেমার মধ্যে ৩২টিই হিট। অন্যদিকে আমির খানের ৪৩টি সিনেমার মধ্যে হিট সিনেমার সংখ্যা ২০টি।

Dharmendra: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন

বয়স এখন ৮৮। কিন্তু ধর্মেন্দ্রর ফিটনেস দেখে চমকে যেতে হয়। ধর্মেন্দ্রর স্বাস্থ্যের রহস্য কী? কীভাবে নিজেকে সুস্থ রেখেছেন বলিউডের হি-ম‍্যান? নিজেই খোলসা করলেন তাঁর ডায়েট রহস‍্য।
বয়স এখন ৮৮। কিন্তু ধর্মেন্দ্রর ফিটনেস দেখে চমকে যেতে হয়। ধর্মেন্দ্রর স্বাস্থ্যের রহস্য কী? কীভাবে নিজেকে সুস্থ রেখেছেন বলিউডের হি-ম‍্যান?  খোলসা হল তাঁর ডায়েট রহস‍্য।
বয়স আশির কোঠা পেরিয়েছে বহুবছর আগে। তবুও তিনি এখনও কাজ করে চলেছেন পুরোদমে। ধর্মেন্দ্রের এনার্জির কাছে হার মানবে তরুণরাও।
বয়স আশির কোঠা পেরিয়েছে বহুবছর আগে। তবুও তিনি এখনও কাজ করে চলেছেন পুরোদমে। ধর্মেন্দ্রের এনার্জির কাছে হার মানবে তরুণরাও।
'মেরা গাঁও মেরা দেশ'-এর অজিত হোক, বা 'শোলের'-এর বীরু... ধর্মেন্দ্র চলচ্চিত্র জগতে একসময় আলোড়ন ফেলেছেন। তাঁর একাধিক চরিত্র আজও স্মরণীয়।
‘মেরা গাঁও মেরা দেশ’-এর অজিত হোক, বা ‘শোলের’-এর বীরু… ধর্মেন্দ্র চলচ্চিত্র জগতে একসময় আলোড়ন ফেলেছেন। তাঁর একাধিক চরিত্র আজও স্মরণীয়।
৮৮ বছর বয়সেও তিনি রীতিমতো বাজিমাত করছেন পর্দায়। তাঁর সুস্থতা, ফিটনেস যাকে বলে একেবারে ঈর্ষণীয়। সুস্থ থাকতে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন ধর্মেন্দ্র।
৮৮ বছর বয়সেও তিনি রীতিমতো বাজিমাত করছেন পর্দায়। তাঁর সুস্থতা, ফিটনেস যাকে বলে একেবারে ঈর্ষণীয়। সুস্থ থাকতে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন ধর্মেন্দ্র।
কেরিয়ারের শুরু থেকেই ফিটনেস নিয়ে সতর্ক ছিলেন ধরম পাজি। বেশিরভাগ ক্ষেত্রে তারকারা ফিটনেস বজায় রাখতে জিমে যান। তাঁর ফিটনেস রুটিন জানলে মুগ্ধ হতে হয়।
কেরিয়ারের শুরু থেকেই ফিটনেস নিয়ে সতর্ক ছিলেন ধরম পাজি। বেশিরভাগ ক্ষেত্রে তারকারা ফিটনেস বজায় রাখতে জিমে যান। তাঁর ফিটনেস রুটিন জানলে মুগ্ধ হতে হয়।
তিনি নিজেই একবার বলেছিলেন যে তিনি ছোট থেকেই তিনি কৃষিকাজে সক্রিয় ছিলেন। তিনি ক্ষেতে চাষ করতেন এবং কুয়ো থেকে জল তুলতেন। এ কারণে ফিটনেসের জন্য তাকে কখনও জিমে যাওয়ার প্রয়োজন পড়েনি। তাঁর দৈনন্দিন কাজে এত বেশি কাজ ছিল যে ফিটনেসের জন্য আলাদা করে কিছু করার দরকার ছিল না।
তিনি নিজেই একবার বলেছিলেন যে তিনি ছোট থেকেই তিনি কৃষিকাজে সক্রিয় ছিলেন। তিনি ক্ষেতে চাষ করতেন এবং কুয়ো থেকে জল তুলতেন। এ কারণে ফিটনেসের জন্য তাকে কখনও জিমে যাওয়ার প্রয়োজন পড়েনি। তাঁর দৈনন্দিন কাজে এত বেশি কাজ ছিল যে ফিটনেসের জন্য আলাদা করে কিছু করার দরকার ছিল না।
তবে বর্তমানে বয়সের কারণে তিনি খুব বেশি কায়িক শ্রম করতে পারেন না। তবে এখনও নিয়মিত সাইকলিং করেন ধর্মেন্দ্র। জিমে না গেলেও এটি তিনি মোটেই মিস করেন না।
তবে বর্তমানে বয়সের কারণে তিনি খুব বেশি কায়িক শ্রম করতে পারেন না। তবে এখনও নিয়মিত সাইকলিং করেন ধর্মেন্দ্র। জিমে না গেলেও এটি তিনি মোটেই মিস করেন না।
ধর্মেন্দ্রর ডায়েট খুবই সাধারণ। তিনি জিরো সুগার ডায়েট অনুসরণ করেন। জিরো সুগার মানে তাদের কোনও খাবারেই চিনি নেই। তবে ধর্মেন্দ্রর খুব পছন্দের সবজি হল লাউ এবং চালকুমড়ো।

ধর্মেন্দ্রর ডায়েট খুবই সাধারণ। তিনি জিরো সুগার ডায়েট অনুসরণ করেন। জিরো সুগার মানে তাদের কোনও খাবারেই চিনি নেই। তবে ধর্মেন্দ্রর খুব পছন্দের সবজি হল লাউ ,চালকুমড়ো। সানি দেওল এক সাক্ষাত্‍কারে বলেন, ধর্মেন্দ্রর পছন্দের সবজি হল লাউ-চালকুমড়ো। এই সবজিগুলি তাঁকে সুস্থ থাকতে সাহায‍্য করে।

Bollywood Gossip: কী কেলেঙ্কারি! হেমা মালিনীর প্রেমে পাগল ছিলেন ‘এই’ নায়ক, বিয়েও হচ্ছিল! আচমকা সেই মণ্ডপে মত্ত অবস্থায় পৌঁছন ধর্মেন্দ্র

তিনি স্বপ্নসুন্দরী! পঁচাত্তরের কোঠায় এসেও তাঁর সৌন্দর্য্য হার মানায় আজকালকার অভিনেত্রীদের। তাঁর মোহনীয় রূপ আর হাসির জাদুতে মজে থাকেন ভক্তরা! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বিষয়ে।
তিনি স্বপ্নসুন্দরী! পঁচাত্তরের কোঠায় এসেও তাঁর সৌন্দর্য্য হার মানায় আজকালকার অভিনেত্রীদের। তাঁর মোহনীয় রূপ আর হাসির জাদুতে মজে থাকেন ভক্তরা! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বিষয়ে।
ধর্মেন্দ্র-হেমা মালিনীর প্রেম এবং বিয়ের গল্প প্রায় প্রত্যেকেরই জানা। তবে একটা কথা কিন্তু অনেকেই জানেন না।
ধর্মেন্দ্র-হেমা মালিনীর প্রেম এবং বিয়ের গল্প প্রায় প্রত্যেকেরই জানা। তবে একটা কথা কিন্তু অনেকেই জানেন না।
কিন্তু ধর্মেন্দ্র ছাড়াও হেমা-য় মজেছিলেন আরও অনেক জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, এক সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে পাওয়ার স্বপ্ন দেখতেন।
কিন্তু ধর্মেন্দ্র ছাড়াও হেমা-য় মজেছিলেন আরও অনেক জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, এক সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে পাওয়ার স্বপ্ন দেখতেন।
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
সত্যিটা হল ধর্মেন্দ্রর সঙ্গে তখন গভীর প্রেম ছিল হেমা মালিনীর। হেমার পরিবারের লোকেরা চেয়েছিলেন জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ে দিতে। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমের কথা হেমা কোনওদিনই তাঁর পরিবারে জানাননি।হেমা মালিনীর জীবনী রামকমল মুখোপাধ্যায়ের লেখা 'বেয়ন্ড দ্য ড্রিম গার্ল'-এ তাঁর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে লেখা রয়েছে। জীবনীর একটি বিশেষ অংশে জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ের বর্ণনাও রয়েছে।
সত্যিটা হল ধর্মেন্দ্রর সঙ্গে তখন গভীর প্রেম ছিল হেমা মালিনীর। হেমার পরিবারের লোকেরা চেয়েছিলেন জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ে দিতে। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমের কথা হেমা কোনওদিনই তাঁর পরিবারে জানাননি।হেমা মালিনীর জীবনী রামকমল মুখোপাধ্যায়ের লেখা ‘বেয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ তাঁর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে লেখা রয়েছে। জীবনীর একটি বিশেষ অংশে জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ের বর্ণনাও রয়েছে।
প্রকাশ করের সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র৷
প্রকাশ করের সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র৷

Dharmendra Love Story: হেমাকে বিয়ের আগে বিবাহিত আরেক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, নামটা শুনলে চমকে উঠবেন!

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম-বিয়ে বলিউডপ্রেমীদের কাছে স্বপ্নের মতো। আজও পাওয়ার কাপল হিসেবে তাঁদের নাম উঠে আসে ভক্তদের মুখে।
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম-বিয়ে বলিউডপ্রেমীদের কাছে স্বপ্নের মতো। আজও পাওয়ার কাপল হিসেবে তাঁদের নাম উঠে আসে ভক্তদের মুখে।
কিন্তু আপনি কি জানেন হেমার আগেও এক অভিনেত্রীর সঙ্গে তুমুল প্রেম ছিল ধর্মেন্দ্রর?
কিন্তু আপনি কি জানেন হেমার আগেও এক অভিনেত্রীর সঙ্গে তুমুল প্রেম ছিল ধর্মেন্দ্রর?
এবং সেই অভিনেত্রী বিবাহিত ছিলেন ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম করার সময়।
এবং সেই অভিনেত্রী বিবাহিত ছিলেন ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম করার সময়।
ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর নাম প্রকাশ কউর। তার পর ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর নাম প্রকাশ কউর। তার পর ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
কিন্তু শোনা যায়, হেমার আগে ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মীনা কুমারীর।
কিন্তু শোনা যায়, হেমার আগে ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মীনা কুমারীর।
ধর্মেন্দ্র যখন বলিউডে পা রাখেন, মীনা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু পরবর্তী সময়ে, একসঙ্গে ছবির সূত্রেই তিনি অভিনেত্রীর প্রেমে পড়েন। সেই সময় দু'জনের সম্পর্ক নিয়ে বলিউডে প্রচুর চর্চা হয়।
ধর্মেন্দ্র যখন বলিউডে পা রাখেন, মীনা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু পরবর্তী সময়ে, একসঙ্গে ছবির সূত্রেই তিনি অভিনেত্রীর প্রেমে পড়েন। সেই সময় দু’জনের সম্পর্ক নিয়ে বলিউডে প্রচুর চর্চা হয়।
পূর্ণিমা, ফুল অওর পাত্থর-সহ একাধিক ছবিতে দু'জনে অভিনয় করেছেন।
পূর্ণিমা, ফুল অওর পাত্থর-সহ একাধিক ছবিতে দু’জনে অভিনয় করেছেন।
শোনা যায়, স্বামী কমল অমরোহির সঙ্গে মীনার সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকে, তখন ধর্মেন্দ্র তাঁর পাশে দাঁড়ান।
শোনা যায়, স্বামী কমল অমরোহির সঙ্গে মীনার সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকে, তখন ধর্মেন্দ্র তাঁর পাশে দাঁড়ান।
তবে মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র বেশিদিন সম্পর্ক রাখেননি। সুপারস্টার হয়ে ওঠার পর নিজে থেকেই মীনার সঙ্গে দূরত্ব বাড়ান তিনি।
তবে মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র বেশিদিন সম্পর্ক রাখেননি। সুপারস্টার হয়ে ওঠার পর নিজে থেকেই মীনার সঙ্গে দূরত্ব বাড়ান তিনি।
দীর্ঘ দিন পর দু’জনের নাকি একটি পার্টিতে দেখা হয়। কিন্তু সেখানে তাঁরা পরস্পরকে এড়িয়েই চলেন।
দীর্ঘ দিন পর দু’জনের নাকি একটি পার্টিতে দেখা হয়। কিন্তু সেখানে তাঁরা পরস্পরকে এড়িয়েই চলেন।
পরে অভিনেত্রী নার্গিসের মুখে একটি সাক্ষাৎকারে মীনা ও ধর্মেন্দ্রর প্রেমের কথা শোনা যায়। যদিও তাঁরা কেউই কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সরাসরি।
পরে অভিনেত্রী নার্গিসের মুখে একটি সাক্ষাৎকারে মীনা ও ধর্মেন্দ্রর প্রেমের কথা শোনা যায়। যদিও তাঁরা কেউই কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সরাসরি।

Bobby Deol Latest News: বলিউডে পা রাখতে চান ‘লর্ড’ ববির দুই ছেলে আর্যমান ও ধরম, কারণ শুনলে মাথা ঘুরে যাবে!

গত কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর হাত ধরে শুরু। তারপর দেওল পরিবারের ব্যাটন ধরেছেন সানি এবং ববি দেওল।
গত কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর হাত ধরে শুরু। তারপর দেওল পরিবারের ব্যাটন ধরেছেন সানি এবং ববি দেওল।
সানির ছেলে করণ এবং রাজবীরও বলিউডে পা রেখেছেন। এবার ববির ছেলে আর্যমান এবং ধরমের পালা।
সানির ছেলে করণ এবং রাজবীরও বলিউডে পা রেখেছেন। এবার ববির ছেলে আর্যমান এবং ধরমের পালা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, বলিউডেই নিজেদের কেরিয়ার গড়তে চান তাঁর দুই ছেলে আর্যমান এবং ধরম। অভিনয়ে তাঁরা খুবই আগ্রহী। পাশাপাশি তিনি যে ছেলেদের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার পাঠ দিয়েছেন, সে কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, বলিউডেই নিজেদের কেরিয়ার গড়তে চান তাঁর দুই ছেলে আর্যমান এবং ধরম। অভিনয়ে তাঁরা খুবই আগ্রহী।
পাশাপাশি তিনি যে ছেলেদের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার পাঠ দিয়েছেন, সে কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে।
বলিউড হাঙ্গামা-তে ছেলেদের নিয়ে খোলাখুলি কথা বলেছেন ববি। জানিয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁরা প্রায়ই আলোচনা করেন। কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তার একটা ধারণাও ছেলেদের দিয়েছেন তিনি।
বলিউড হাঙ্গামা-তে ছেলেদের নিয়ে খোলাখুলি কথা বলেছেন ববি। জানিয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁরা প্রায়ই আলোচনা করেন। কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তার একটা ধারণাও ছেলেদের দিয়েছেন তিনি।
ববির কথায়, “আমার দুই ছেলেই বলিউডে আসতে চায়, তাই ওঁদের সঙ্গে এই নিয়ে আলোচনা করি।’’
ববির কথায়, “আমার দুই ছেলেই বলিউডে আসতে চায়, তাই ওঁদের সঙ্গে এই নিয়ে আলোচনা করি।’’
ববি বলেন, “নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন হিন্দিতে কথা বলা। আমি সবসময় এটাকে অগ্রাধিকার দিয়েছি। কারণ, হিন্দি সিনেমার অভিনেতা হতে চাইলে হিন্দিতে ভালভাবে কথা বলতে হবে।’’ পাশাপাশি সঠিক উচ্চারণও জরুরি বলে মনে করেন ববি।
ববি বলেন, “নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন হিন্দিতে কথা বলা। আমি সবসময় এটাকে অগ্রাধিকার দিয়েছি। কারণ, হিন্দি সিনেমার অভিনেতা হতে চাইলে হিন্দিতে ভালভাবে কথা বলতে হবে।’’ পাশাপাশি সঠিক উচ্চারণও জরুরি বলে মনে করেন ববি।
তিনি বলেন, “এই জিনিসগুলো একদিনে হয় না। অনুশীলন করতে হয়। নিয়মিত কাজ করে যেতে হয়। এখন অনেক কিছু বদলে গিয়েছে। নিজের কমফোর্ট জোন থেকে বেরতে হবে। আমি সবসময় এই চেষ্টাটা করি। এতে অনেক মজাও হয়।’’
তিনি বলেন, “এই জিনিসগুলো একদিনে হয় না। অনুশীলন করতে হয়। নিয়মিত কাজ করে যেতে হয়। এখন অনেক কিছু বদলে গিয়েছে। নিজের কমফোর্ট জোন থেকে বেরতে হবে। আমি সবসময় এই চেষ্টাটা করি। এতে অনেক মজাও হয়।’’
তাঁর সমর্থন কী ছেলেদের আত্মবিশ্বাস যোগায়? এর উত্তরে ‘অ্যানিমাল’-এর অভিনেতা বলছেন, ববি দেওলের ছেলে হওয়ার কারনেই তাদের কাজটা আরও কঠিন। অভিনেতার কথায়, “ববি দেওল ওঁদের বাবা হওয়ার ফলে বিষয়টা মোটেই সহজ হয়ে যাবে না। আমি শুধু গাইড করতে পারি। কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন। শুধু অভিনেতাদের জন্য নয়, সব ক্ষেত্রেই এই কথাটা খাটে। অনেকেই বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কঠিন ঠাঁই, কিন্তু সর্বত্রই একইরকম চ্যালেঞ্জ থাকে।’’
তাঁর সমর্থন কী ছেলেদের আত্মবিশ্বাস যোগায়? এর উত্তরে ‘অ্যানিমাল’-এর অভিনেতা বলছেন, ববি দেওলের ছেলে হওয়ার কারনেই তাদের কাজটা আরও কঠিন। অভিনেতার কথায়, “ববি দেওল ওঁদের বাবা হওয়ার ফলে বিষয়টা মোটেই সহজ হয়ে যাবে না। আমি শুধু গাইড করতে পারি। কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন। শুধু অভিনেতাদের জন্য নয়, সব ক্ষেত্রেই এই কথাটা খাটে। অনেকেই বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কঠিন ঠাঁই, কিন্তু সর্বত্রই একইরকম চ্যালেঞ্জ থাকে।’’
ববির সাফ কথা, “দেওল পরিবারের ছেলে। তাই সবার নজর ওঁদের উপর থাকবে। অনেক রকম চ্যালেঞ্জ আসবে।''
ববির সাফ কথা, “দেওল পরিবারের ছেলে। তাই সবার নজর ওঁদের উপর থাকবে। অনেক রকম চ্যালেঞ্জ আসবে।”
তিনি আরও বলেন, ''সে সবের মোকাবিলা করার জন্য সংকল্প স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। ফোকাস হারালে চলবে না।’’
তিনি আরও বলেন, ”সে সবের মোকাবিলা করার জন্য সংকল্প স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। ফোকাস হারালে চলবে না।’’

Dharmendra: ‘আহত সিংহ…’ অসুস্থ ধর্মেন্দ্র? কী হল ৮৮ বছরের অভিনেতার?

মুম্বই: বয়সকে তুড়ি মেরে ৮৮ বছরেও পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। ধর্মেন্দ্র সক্রিয় সোশ‍্যাল মিডিয়াতেও। তবে হঠাৎ ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তরা৷ ধর্মেন্দ্রর করা একটি পোস্ট দেখেই বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ‍্য নিয়ে চিন্তায় ভক্তকুল।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন বর্ষীয়ান অভিনেতা৷ ধর্মেন্দ্র যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে তাঁকে ধূসর রঙের সোয়েটশার্ট এবং নীল পাজামা পরা অবস্থায় দেখা যাচ্ছে। ‘শোলে’ তারকা একটি চেয়ারে বসে আছেন এবং তার পায়ে প্লাস্টার দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা ‘আহত সিংহ… আবার ব্যস্ত।

 

View this post on Instagram

 

A post shared by Dharmendra Deol (@aapkadharam)

নিজের খামার বাড়িতেই এখন সময় কাটাচ্ছেন বলিউডের হি-ম্যান৷ তবে তাঁর পায়ে চোট লেগেছে? নেটিজেনদের ধারণা তেমনটাই৷ অভিনেতার ডান পায়ে একটি ফ্র্যাকচার দেখা যাচ্ছে, যা দেখে ভক্তরাও চিন্তিত এবং জিজ্ঞাসা করছেন তার কী হয়েছে এবং কীভাবে তিনি এই চোট পেয়েছেন।

আরও পড়ুন: ‘ওটা কাজের চেয়ে বেশি…’ অমিতাভ-রেখার একসঙ্গে কাজ করা নিয়ে এ কী বলেন জয়া? জানলে চমকে উঠবেন

মুম্বাইয়ে ভোটের দিন শেষবারের মতো পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হয়েছিলেন ধর্মেন্দ্র। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট দিতে এসেছিলেন তিনি। স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওলের সঙ্গে ভোট দিতে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা।

Dharmendra Marriage: ৮৮ বছরে আবার বিয়ে ধর্মেন্দ্রর? পা পর্যন্ত লম্বা মালা গলায় বর্ষীয়ান অভিনেতার ছবি ভাইরাল!

ফের বিয়ে করলেন ধর্মেন্দ্র? ৮৮ বছর বয়সে আবার গলায় মালা দিলেন নাকি বলিউডের এককালীন সুপারস্টার? নতুন ছবি থেকে সেরকমই ইঙ্গিত মিলেছে ভক্তদের। শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। তবে বিয়েটা করলেন কাকে?
ফের বিয়ে করলেন ধর্মেন্দ্র? ৮৮ বছর বয়সে আবার গলায় মালা দিলেন নাকি বলিউডের এককালীন সুপারস্টার? নতুন ছবি থেকে সেরকমই ইঙ্গিত মিলেছে ভক্তদের। শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। তবে বিয়েটা করলেন কাকে?
নতুন পাত্রী নয়, নিজেরই স্ত্রীকে আবার বিয়ে করলেন বলে শোনা যাচ্ছে বলিপাড়ায়। ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সঙ্গে সম্ভবত আবার চারহাত এক হল তাঁর।
নতুন পাত্রী নয়, নিজেরই স্ত্রীকে আবার বিয়ে করলেন বলে শোনা যাচ্ছে বলিপাড়ায়। ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সঙ্গে সম্ভবত আবার চারহাত এক হল তাঁর।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্র বৃহস্পতিবার তাঁদের ৪৪তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এবং সেখান থেকেই যে ছবি প্রকাশ করা হয়েছে, মনে করা হচ্ছে তারকাদম্পতি আবারও বিয়ে করেছেন।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্র বৃহস্পতিবার তাঁদের ৪৪তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এবং সেখান থেকেই যে ছবি প্রকাশ করা হয়েছে, মনে করা হচ্ছে তারকাদম্পতি আবারও বিয়ে করেছেন।
বর্ষীয়ান অভিনেত্রী হেমা তাঁর এবং ধর্মেন্দ্রের ছবি শেয়ার করার পরে এই জল্পনাই উস্কে দিয়েছেন। দ্বিতীয় বিবাহ অনুষ্ঠানের গুঞ্জন চারদিকে।
বর্ষীয়ান অভিনেত্রী হেমা তাঁর এবং ধর্মেন্দ্রের ছবি শেয়ার করার পরে এই জল্পনাই উস্কে দিয়েছেন। দ্বিতীয় বিবাহ অনুষ্ঠানের গুঞ্জন চারদিকে।
সোশ্যাল মিডিয়া এক্স-এ হেমা যে ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি এবং ধর্মেন্দ্র মালা পরে দাঁড়িয়ে আছেন। অভিনেত্রীর পরনে জমকালো শাড়ি এবং সিঁদুর। ধর্মেন্দ্র পরেছেন পীচ রঙের শার্ট।
সোশ্যাল মিডিয়া এক্স-এ হেমা যে ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি এবং ধর্মেন্দ্র মালা পরে দাঁড়িয়ে আছেন। অভিনেত্রীর পরনে জমকালো শাড়ি এবং সিঁদুর। ধর্মেন্দ্র পরেছেন পীচ রঙের শার্ট।
আরও একটি ছবি শেয়ার করেছেন, যাতে ধর্মেন্দ্রকে হেমার গালে একটি চুমু খেতে দেখা গিয়েছে। দম্পতির সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে এষা দেওল। ছবি শেয়ার করে হেমা লিখেছেন, “আজকের ছবি।’’
আরও একটি ছবি শেয়ার করেছেন, যাতে ধর্মেন্দ্রকে হেমার গালে একটি চুমু খেতে দেখা গিয়েছে। দম্পতির সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে এষা দেওল। ছবি শেয়ার করে হেমা লিখেছেন, “আজকের ছবি।’’
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রথম দেখা হয় ১৯৭০ সালে। ‘তুম হাসিন ম্যাঁয় জওয়ান’-এর সেটে। কিন্তু যখন তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন, হেমার বাবা-মাও তাঁদের পক্ষে ছিলেন না, কারণ তখন ধর্মেন্দ্র বিবাহিত।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রথম দেখা হয় ১৯৭০ সালে। ‘তুম হাসিন ম্যাঁয় জওয়ান’-এর সেটে। কিন্তু যখন তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন, হেমার বাবা-মাও তাঁদের পক্ষে ছিলেন না, কারণ তখন ধর্মেন্দ্র বিবাহিত।
অনেক বাধা পেরিয়ে তাঁরা ১৯৮০ সালে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা, এষা দেওল এবং অহনা দেওল।
অনেক বাধা পেরিয়ে তাঁরা ১৯৮০ সালে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা, এষা দেওল এবং অহনা দেওল।
বলিউডের ‘ড্রিম গার্ল’-এর আগে, ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। যাঁদের দুই ছেলে, সানি দেওল এবং ববি দেওল।
বলিউডের ‘ড্রিম গার্ল’-এর আগে, ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। যাঁদের দুই ছেলে, সানি দেওল এবং ববি দেওল।

Bollywood : অতীতে বলিউড কাঁপানো নায়ক আজ সুফী সাধক! দেখুন তো চিনতে পারেন কি না

মুম্বই: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এ বার ধরা দিলেন সেলিম চিস্তীর রূপে। ভারতের মধ্যযুগীয় প্রখ্যাত সুফী সাধকের ভূমিকায় তাঁর ফার্স্ট লুক প্রকাশিত। ধর্মেন্দ্র অভিনয় করবেন “তাজ : ডিভাইডেড বাই ব্লাড” সিরিজে। ইতিহাসনির্ভর এই ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন সেলিম চিস্তীর চরিত্রে।

সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন “তাজ ডিভাইডেড বাই ব্লাড সিরিজে আমি শেখ সেলিম চিস্তীর ভূমিকায় অভিনয় করছি। তিনি একজন সুফী সাধক ছিলেন। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের শুভেচ্ছা কাম্য।” পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন।

আরও পড়ুন :  লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক

 

মূলত সম্রাট আকবরের শাসনকালের উপর নির্ভর করে এই সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। তিনি মুঘল রাজবংশের সার্থক উত্তরসূরী খুঁজে চলেছেন জীবনের এই পর্বে। রোনাল্ড স্ক্যালপেল্লোর পরিচালনায় এই সিরিজে আনারকলি হয়েছেন অদিতি রাও হায়দরি। যুবরাজ সেলিমের ভূমিকায় দেখা যাবে অসীম গুলাটিকে। পাশাপাশি অভিনয় করবেন সন্ধ্যা মৃদুল, রাহুল বোস এবং শুভম কুমার মেহরা। সিরিজটি দেখা যাবে জি ফাইভ-এ।

 

এই সিরিজ ছাড়াও ধর্মেন্দ্র অভিনয় করবেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে। এই ছবিতে করণ জোহরকে আবার পাওয়া যাবে পরিচালক হিসেবে। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২৮ জুলাই।

Dharmendra Health Update: কেমন আছেন ধর্মেন্দ্র? হাসপাতাল থেকে বাড়ি ফিরে নিজেই ভিডিও বার্তায় জানালেন ‘বীরু’

#মুম্বই : পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাড়ি ফেরার পর নেটমাধ্যমে ভক্তকুলের উদ্দেশে ট্যুইট বার্তাও দিয়েছেন সদাহাস্য অভিনেতা। তিনি বলেন, ‘‘বন্ধুরা, আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি। আপনারাও বাড়াবাড়ি কিছু করবেন না। ভুগবেন।’’

আরও পড়ুন : বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল! কী কী সতর্কতা নেবেন জানেন তো?

দিন চারেক আগে পিঠে হ্যাঁচকা টান লেগে অসহ্য যন্ত্রণা শুরু হয় বর্ষীয়ান অভিনেতার। রুটিন পরীক্ষার জন্যই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলে তাঁকে ভর্তি করে নেওয়া হয়। ‘শোলে’-র বীরুকে এরপরে আইসিইউ-তেও ভর্তি করা হয়েছিল বলে সূত্রের খবর। যদিও অভিনেতার ঘনিষ্ঠমহল সেই দাবি খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন : মালাবদলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ! কনেকে বাঁচাতে যা করে বসলেন বর… হার মানাবে বলিউড সিনেমা! দুর্বার গতিতে ভাইরাল

তবে কোনওরকম ভুল বার্তা যাতে না ছড়ায় সেদিকে সতর্ক প্রবীণ অভিনেতা। রবিবার বাড়ি ফিরেই নিজেই দায়িত্ব নেন ট্যুইট করে ভিডিও মেসেজ দেওয়ার। এরপর একটি ভিডিয়োবার্তা পোস্ট করেন। সেখানে তিনি হালকা মেজাজে বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি করেছি এবং ভুগেছি। পিঠে বড্ড যন্ত্রণা হয়েছিল। তা হাসপাতালে ছিলাম কিছু দিন। চার দিন খুবই কষ্ট হয়েছে। যদিও এখন আমি সুস্থই আছি। এ বার থেকে সতর্ক থাকব।’’

অন্যদিকে সূত্রের খবর, ধর্মেন্দ্রর লম্বা সময় ধরে হার্ট ব্লকের সমস্যা রয়েছে৷ এছাড়াও রয়েছে বয়সজনিত নানা ছোট বড় শারীরিক সমস্যা। তবে হাসপাতাল থেকে ফিরে তিনি যে ভালোই আছেন তার ভিডিওবার্তাতে তা এককথায় স্পষ্ট। প্রবীণ অভিনেতার বয়স হয়েছে ৮৬ বছর৷

Dharmendra: করোনার ভয় থেকে বাঁচতে নিয়মিত একটি কাজ করেন ধর্মেন্দ্র! ফাঁস করলেন নিজেই

#মুম্বই: গোটা দেশে যেভাবে করোনা (Coronavirus) সংক্রমণ বাড়ছে তা আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি করোনার বুস্টার ডোজ নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। এই মুহূর্তে যাঁরা করোনা বুস্টার ডোজ নিতে সক্ষম, তাদেরও দেরি না করে, দ্রুত নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেতা। তবে বুস্টার ডোজ (Booster dose) নেওয়ার পরেও করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ধর্মেন্দ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৮৬ বছরের অভিনেতা জানান, করোনা এড়াতে তিনি কতটা সতর্ক থাকছেন।

ধর্মেন্দ্র (Dharmendra) জানান, সুস্থ ও সবল থাকার জন্য তিনি রোজ হাঁটতে বেরোন। এছাড়াও করোনা (Coronavirus) মুক্ত থাকার জন্য় নির্দিষ্ট সময় অন্তর প্রায়ই করোনা পরীক্ষা করান তিনি। ধর্মেন্দ্র কথায়, এতে ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় অনেকটাই দূরে থাকে। দমন-এ ধর্মেন্দ্রর একটি শ্যুটিংও ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সেই শ্য়ুটিংও বাতিল করেছেন তিনি।

আরও পড়ুন- আবেগ দিয়ে শেহনাজ গাইছেন ‘চুপ হ্যায় রাঞ্জা’! নেটিজেন বলছেন, ‘সিদ্ধার্থের জন্যই এই গান’

কিছুদিন আগেই ছেলে সানি দেওল ও পরিবারের সঙ্গে মানালি গিয়েছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। তার পরে ৩৫ সেকে্জের একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে দেখা যায় তিনি নিজের বাড়িতে করোনার (Coronavirus) বুস্টার ডোজ নিচ্ছেন। সেই ভিডিওয় ধর্মেন্দ্র বলেন, “বু্স্টার নিচ্ছি। সবার এটা নেওয়া উচিত। এতে ব্যথা লাগে না। কিন্তু অবশ্যই মাস্ক পরুন। সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ।” ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “বন্ধুরা দয়া করে সবাই বুস্টার ডো়জ নিন।”

আরওপড়ুন- সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর জীবন কী শিক্ষা দিয়েছে? মুখ খুললেন রোহমান শল

প্রসঙ্গত, ২০২১-এর এপ্রিল মাসেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। তাই শীঘ্রই বুস্টার ডোজ (Booster dose) পেয়ে গিয়েছেন তিনি। আগামীতে করণ জোহর পরিচালিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি-তে দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেতাকে। এর পরে তাঁর হাতে রয়েছে ‘আপনে ২’।