Tag Archives: Dharmendra
Dharmendra: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন
Bollywood Gossip: কী কেলেঙ্কারি! হেমা মালিনীর প্রেমে পাগল ছিলেন ‘এই’ নায়ক, বিয়েও হচ্ছিল! আচমকা সেই মণ্ডপে মত্ত অবস্থায় পৌঁছন ধর্মেন্দ্র
Dharmendra Love Story: হেমাকে বিয়ের আগে বিবাহিত আরেক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, নামটা শুনলে চমকে উঠবেন!
Bobby Deol Latest News: বলিউডে পা রাখতে চান ‘লর্ড’ ববির দুই ছেলে আর্যমান ও ধরম, কারণ শুনলে মাথা ঘুরে যাবে!
Dharmendra: ‘আহত সিংহ…’ অসুস্থ ধর্মেন্দ্র? কী হল ৮৮ বছরের অভিনেতার?
মুম্বই: বয়সকে তুড়ি মেরে ৮৮ বছরেও পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। ধর্মেন্দ্র সক্রিয় সোশ্যাল মিডিয়াতেও। তবে হঠাৎ ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তরা৷ ধর্মেন্দ্রর করা একটি পোস্ট দেখেই বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় ভক্তকুল।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন বর্ষীয়ান অভিনেতা৷ ধর্মেন্দ্র যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে তাঁকে ধূসর রঙের সোয়েটশার্ট এবং নীল পাজামা পরা অবস্থায় দেখা যাচ্ছে। ‘শোলে’ তারকা একটি চেয়ারে বসে আছেন এবং তার পায়ে প্লাস্টার দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা ‘আহত সিংহ… আবার ব্যস্ত।
View this post on Instagram
নিজের খামার বাড়িতেই এখন সময় কাটাচ্ছেন বলিউডের হি-ম্যান৷ তবে তাঁর পায়ে চোট লেগেছে? নেটিজেনদের ধারণা তেমনটাই৷ অভিনেতার ডান পায়ে একটি ফ্র্যাকচার দেখা যাচ্ছে, যা দেখে ভক্তরাও চিন্তিত এবং জিজ্ঞাসা করছেন তার কী হয়েছে এবং কীভাবে তিনি এই চোট পেয়েছেন।
আরও পড়ুন: ‘ওটা কাজের চেয়ে বেশি…’ অমিতাভ-রেখার একসঙ্গে কাজ করা নিয়ে এ কী বলেন জয়া? জানলে চমকে উঠবেন
মুম্বাইয়ে ভোটের দিন শেষবারের মতো পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হয়েছিলেন ধর্মেন্দ্র। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট দিতে এসেছিলেন তিনি। স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওলের সঙ্গে ভোট দিতে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা।
Dharmendra Marriage: ৮৮ বছরে আবার বিয়ে ধর্মেন্দ্রর? পা পর্যন্ত লম্বা মালা গলায় বর্ষীয়ান অভিনেতার ছবি ভাইরাল!
Bollywood : অতীতে বলিউড কাঁপানো নায়ক আজ সুফী সাধক! দেখুন তো চিনতে পারেন কি না
মুম্বই: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এ বার ধরা দিলেন সেলিম চিস্তীর রূপে। ভারতের মধ্যযুগীয় প্রখ্যাত সুফী সাধকের ভূমিকায় তাঁর ফার্স্ট লুক প্রকাশিত। ধর্মেন্দ্র অভিনয় করবেন “তাজ : ডিভাইডেড বাই ব্লাড” সিরিজে। ইতিহাসনির্ভর এই ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন সেলিম চিস্তীর চরিত্রে।
সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন “তাজ ডিভাইডেড বাই ব্লাড সিরিজে আমি শেখ সেলিম চিস্তীর ভূমিকায় অভিনয় করছি। তিনি একজন সুফী সাধক ছিলেন। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের শুভেচ্ছা কাম্য।” পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন।
আরও পড়ুন : লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক
Friends, i am playing Shaikh Slim Chishti ….a sufi saint, in film Taaj. A small but an important role………need your good wishes ? pic.twitter.com/IQpAoaS67y
— Dharmendra Deol (@aapkadharam) February 15, 2023
মূলত সম্রাট আকবরের শাসনকালের উপর নির্ভর করে এই সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। তিনি মুঘল রাজবংশের সার্থক উত্তরসূরী খুঁজে চলেছেন জীবনের এই পর্বে। রোনাল্ড স্ক্যালপেল্লোর পরিচালনায় এই সিরিজে আনারকলি হয়েছেন অদিতি রাও হায়দরি। যুবরাজ সেলিমের ভূমিকায় দেখা যাবে অসীম গুলাটিকে। পাশাপাশি অভিনয় করবেন সন্ধ্যা মৃদুল, রাহুল বোস এবং শুভম কুমার মেহরা। সিরিজটি দেখা যাবে জি ফাইভ-এ।
an other look…… hope you like it. pic.twitter.com/TsYlHBKXXt
— Dharmendra Deol (@aapkadharam) February 15, 2023
এই সিরিজ ছাড়াও ধর্মেন্দ্র অভিনয় করবেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে। এই ছবিতে করণ জোহরকে আবার পাওয়া যাবে পরিচালক হিসেবে। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২৮ জুলাই।
Dharmendra Health Update: কেমন আছেন ধর্মেন্দ্র? হাসপাতাল থেকে বাড়ি ফিরে নিজেই ভিডিও বার্তায় জানালেন ‘বীরু’
#মুম্বই : পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাড়ি ফেরার পর নেটমাধ্যমে ভক্তকুলের উদ্দেশে ট্যুইট বার্তাও দিয়েছেন সদাহাস্য অভিনেতা। তিনি বলেন, ‘‘বন্ধুরা, আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি। আপনারাও বাড়াবাড়ি কিছু করবেন না। ভুগবেন।’’
আরও পড়ুন : বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল! কী কী সতর্কতা নেবেন জানেন তো?
দিন চারেক আগে পিঠে হ্যাঁচকা টান লেগে অসহ্য যন্ত্রণা শুরু হয় বর্ষীয়ান অভিনেতার। রুটিন পরীক্ষার জন্যই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলে তাঁকে ভর্তি করে নেওয়া হয়। ‘শোলে’-র বীরুকে এরপরে আইসিইউ-তেও ভর্তি করা হয়েছিল বলে সূত্রের খবর। যদিও অভিনেতার ঘনিষ্ঠমহল সেই দাবি খারিজ করে দিয়েছে।
তবে কোনওরকম ভুল বার্তা যাতে না ছড়ায় সেদিকে সতর্ক প্রবীণ অভিনেতা। রবিবার বাড়ি ফিরেই নিজেই দায়িত্ব নেন ট্যুইট করে ভিডিও মেসেজ দেওয়ার। এরপর একটি ভিডিয়োবার্তা পোস্ট করেন। সেখানে তিনি হালকা মেজাজে বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি করেছি এবং ভুগেছি। পিঠে বড্ড যন্ত্রণা হয়েছিল। তা হাসপাতালে ছিলাম কিছু দিন। চার দিন খুবই কষ্ট হয়েছে। যদিও এখন আমি সুস্থই আছি। এ বার থেকে সতর্ক থাকব।’’
Friends, i have learnt the lesson ? pic.twitter.com/F6u8mtnTUl
— Dharmendra Deol (@aapkadharam) May 1, 2022
অন্যদিকে সূত্রের খবর, ধর্মেন্দ্রর লম্বা সময় ধরে হার্ট ব্লকের সমস্যা রয়েছে৷ এছাড়াও রয়েছে বয়সজনিত নানা ছোট বড় শারীরিক সমস্যা। তবে হাসপাতাল থেকে ফিরে তিনি যে ভালোই আছেন তার ভিডিওবার্তাতে তা এককথায় স্পষ্ট। প্রবীণ অভিনেতার বয়স হয়েছে ৮৬ বছর৷
Dharmendra: করোনার ভয় থেকে বাঁচতে নিয়মিত একটি কাজ করেন ধর্মেন্দ্র! ফাঁস করলেন নিজেই
#মুম্বই: গোটা দেশে যেভাবে করোনা (Coronavirus) সংক্রমণ বাড়ছে তা আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি করোনার বুস্টার ডোজ নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। এই মুহূর্তে যাঁরা করোনা বুস্টার ডোজ নিতে সক্ষম, তাদেরও দেরি না করে, দ্রুত নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেতা। তবে বুস্টার ডোজ (Booster dose) নেওয়ার পরেও করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ধর্মেন্দ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৮৬ বছরের অভিনেতা জানান, করোনা এড়াতে তিনি কতটা সতর্ক থাকছেন।
ধর্মেন্দ্র (Dharmendra) জানান, সুস্থ ও সবল থাকার জন্য তিনি রোজ হাঁটতে বেরোন। এছাড়াও করোনা (Coronavirus) মুক্ত থাকার জন্য় নির্দিষ্ট সময় অন্তর প্রায়ই করোনা পরীক্ষা করান তিনি। ধর্মেন্দ্র কথায়, এতে ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় অনেকটাই দূরে থাকে। দমন-এ ধর্মেন্দ্রর একটি শ্যুটিংও ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সেই শ্য়ুটিংও বাতিল করেছেন তিনি।
Friends, humble request ? please take the booster dose. pic.twitter.com/ES0vcJtQww
— Dharmendra Deol (@aapkadharam) January 12, 2022
আরও পড়ুন- আবেগ দিয়ে শেহনাজ গাইছেন ‘চুপ হ্যায় রাঞ্জা’! নেটিজেন বলছেন, ‘সিদ্ধার্থের জন্যই এই গান’
কিছুদিন আগেই ছেলে সানি দেওল ও পরিবারের সঙ্গে মানালি গিয়েছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। তার পরে ৩৫ সেকে্জের একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে দেখা যায় তিনি নিজের বাড়িতে করোনার (Coronavirus) বুস্টার ডোজ নিচ্ছেন। সেই ভিডিওয় ধর্মেন্দ্র বলেন, “বু্স্টার নিচ্ছি। সবার এটা নেওয়া উচিত। এতে ব্যথা লাগে না। কিন্তু অবশ্যই মাস্ক পরুন। সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ।” ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “বন্ধুরা দয়া করে সবাই বুস্টার ডো়জ নিন।”
আরওপড়ুন- সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর জীবন কী শিক্ষা দিয়েছে? মুখ খুললেন রোহমান শল
প্রসঙ্গত, ২০২১-এর এপ্রিল মাসেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। তাই শীঘ্রই বুস্টার ডোজ (Booster dose) পেয়ে গিয়েছেন তিনি। আগামীতে করণ জোহর পরিচালিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি-তে দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেতাকে। এর পরে তাঁর হাতে রয়েছে ‘আপনে ২’।