Tag Archives: Hema malini

Pregnant Hema Malini: ৪১ বছর আগের সিনেমা, শ্যুটিং-এ প্রেগন্যান্ট হেমা, পাশে অমিতাভ, ফিল্ম ব্লকবাস্টার হিট

'ড্রিম গার্ল' হেমা মালিনী বরাবরই দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন। শোলে থেকে শুরু করে সীতা অউর গীতা, বাগওয়ান, ড্রিম গার্ল, হেমার অভিনীত ছবির সংখ্যা প্রচুর৷ ইন্ডাস্ট্রিতেও হেমার কাজের প্রতি ভালবাসার কথা সবাই জানেন।
‘ড্রিম গার্ল’ হেমা মালিনী বরাবরই দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন। শোলে থেকে শুরু করে সীতা অউর গীতা, বাগওয়ান, ড্রিম গার্ল, হেমার অভিনীত ছবির সংখ্যা প্রচুর৷ ইন্ডাস্ট্রিতেও হেমার কাজের প্রতি ভালবাসার কথা সবাই জানেন।
গর্ভাবস্থায় একটি ছবির শুটিং করেছিলেন হেমা মালিনী। এই ছবিতে তাঁকে অভিনয়ের জন্য রাজি করান অমিতাভ বচ্চন। যদিও এই ছবির জন্য হেমা মালিনীকে চাননি প্রযোজক-পরিচালকেরা৷
গর্ভাবস্থায় একটি ছবির শুটিং করেছিলেন হেমা মালিনী। এই ছবিতে তাঁকে অভিনয়ের জন্য রাজি করান অমিতাভ বচ্চন। যদিও এই ছবির জন্য হেমা মালিনীকে চাননি প্রযোজক-পরিচালকেরা৷
হেমা মালিনীর আগে রেখা এবং তার পর পারভিন বাবিকে এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু, পরবর্তীতে এই ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেন হেমা মালিনী।
হেমা মালিনীর আগে রেখা এবং তার পর পারভিন বাবিকে এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু, পরবর্তীতে এই ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেন হেমা মালিনী।
হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন অভিনীত ছবি 'সত্তে পে সাত্তা' নিয়ে কথা হচ্ছে৷ সত্তে পে সাত্তা হল বলিউডের অন্যতম সেরা সিনেমা এবং ৮ এর দশকের বক্স অফিসে অন্যতম সফল ছবি।
হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘সত্তে পে সাত্তা’ নিয়ে কথা হচ্ছে৷ সত্তে পে সাত্তা হল বলিউডের অন্যতম সেরা সিনেমা এবং ৮ এর দশকের বক্স অফিসে অন্যতম সফল ছবি।
ছবিটি সাত ভাইয়ের গল্প, যেখানে হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আমজাদ খান, রঞ্জিতা কৌর, সুধীর, শক্তি কাপুর, শচীন পিলগাঁওকর, কানওয়ালজিৎ সিং, কানওয়ারজিৎ পেন্টাল এবং বিক্রম সাহু। আজও, যখনই এই ছবিটি যখনই টিভিতে দেখানো হয়, তখনই সকলে হাসিতে ফেটে পড়েন৷
ছবিটি সাত ভাইয়ের গল্প, যেখানে হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আমজাদ খান, রঞ্জিতা কৌর, সুধীর, শক্তি কাপুর, শচীন পিলগাঁওকর, কানওয়ালজিৎ সিং, কানওয়ারজিৎ পেন্টাল এবং বিক্রম সাহু। আজও, যখনই এই ছবিটি যখনই টিভিতে দেখানো হয়, তখনই সকলে হাসিতে ফেটে পড়েন৷
রেখা চলে যাওয়ার পর পারভিন বাবিকে তাঁর জায়গায় আনা হয়৷ কিন্তু এর মধ্যেই পারভিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পারভিন বাবিকেও রাখা যায়নি৷
রেখা চলে যাওয়ার পর পারভিন বাবিকে তাঁর জায়গায় আনা হয়৷ কিন্তু এর মধ্যেই পারভিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পারভিন বাবিকেও রাখা যায়নি৷
এরপর হেমা মালিনীর নাম প্রস্তাব করেন নির্মাতাদের কাছে বলেন অমিতাভ বচ্চন। অমিতাভ হেমাকে ছবিটি করার জন্য অনুরোধ করেছিলেন৷ তখন গর্ভাবস্থার কারণে অভিনেত্রী কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। যদিও অমিতাভের অনুরোধ ফেরাতে পারেননি হেমা৷
এরপর হেমা মালিনীর নাম প্রস্তাব করেন নির্মাতাদের কাছে বলেন অমিতাভ বচ্চন। অমিতাভ হেমাকে ছবিটি করার জন্য অনুরোধ করেছিলেন৷ তখন গর্ভাবস্থার কারণে অভিনেত্রী কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। যদিও অমিতাভের অনুরোধ ফেরাতে পারেননি হেমা৷
ছবিটি বক্স অফিসে হিট হয়। প্রায় ২কোটির বাজেটে নির্মিত ছবিটি ৪কোটির বেশি আয় করেছিল।
ছবিটি বক্স অফিসে হিট হয়। প্রায় ২কোটির বাজেটে নির্মিত ছবিটি ৪কোটির বেশি আয় করেছিল।

Bollywood Gossip: কী কেলেঙ্কারি! হেমা মালিনীর প্রেমে পাগল ছিলেন ‘এই’ নায়ক, বিয়েও হচ্ছিল! আচমকা সেই মণ্ডপে মত্ত অবস্থায় পৌঁছন ধর্মেন্দ্র

তিনি স্বপ্নসুন্দরী! পঁচাত্তরের কোঠায় এসেও তাঁর সৌন্দর্য্য হার মানায় আজকালকার অভিনেত্রীদের। তাঁর মোহনীয় রূপ আর হাসির জাদুতে মজে থাকেন ভক্তরা! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বিষয়ে।
তিনি স্বপ্নসুন্দরী! পঁচাত্তরের কোঠায় এসেও তাঁর সৌন্দর্য্য হার মানায় আজকালকার অভিনেত্রীদের। তাঁর মোহনীয় রূপ আর হাসির জাদুতে মজে থাকেন ভক্তরা! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বিষয়ে।
ধর্মেন্দ্র-হেমা মালিনীর প্রেম এবং বিয়ের গল্প প্রায় প্রত্যেকেরই জানা। তবে একটা কথা কিন্তু অনেকেই জানেন না।
ধর্মেন্দ্র-হেমা মালিনীর প্রেম এবং বিয়ের গল্প প্রায় প্রত্যেকেরই জানা। তবে একটা কথা কিন্তু অনেকেই জানেন না।
কিন্তু ধর্মেন্দ্র ছাড়াও হেমা-য় মজেছিলেন আরও অনেক জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, এক সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে পাওয়ার স্বপ্ন দেখতেন।
কিন্তু ধর্মেন্দ্র ছাড়াও হেমা-য় মজেছিলেন আরও অনেক জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, এক সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে পাওয়ার স্বপ্ন দেখতেন।
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
সত্যিটা হল ধর্মেন্দ্রর সঙ্গে তখন গভীর প্রেম ছিল হেমা মালিনীর। হেমার পরিবারের লোকেরা চেয়েছিলেন জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ে দিতে। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমের কথা হেমা কোনওদিনই তাঁর পরিবারে জানাননি।হেমা মালিনীর জীবনী রামকমল মুখোপাধ্যায়ের লেখা 'বেয়ন্ড দ্য ড্রিম গার্ল'-এ তাঁর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে লেখা রয়েছে। জীবনীর একটি বিশেষ অংশে জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ের বর্ণনাও রয়েছে।
সত্যিটা হল ধর্মেন্দ্রর সঙ্গে তখন গভীর প্রেম ছিল হেমা মালিনীর। হেমার পরিবারের লোকেরা চেয়েছিলেন জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ে দিতে। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমের কথা হেমা কোনওদিনই তাঁর পরিবারে জানাননি।হেমা মালিনীর জীবনী রামকমল মুখোপাধ্যায়ের লেখা ‘বেয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ তাঁর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে লেখা রয়েছে। জীবনীর একটি বিশেষ অংশে জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ের বর্ণনাও রয়েছে।
প্রকাশ করের সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র৷
প্রকাশ করের সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র৷

Dharmendra Love Story: হেমাকে বিয়ের আগে বিবাহিত আরেক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, নামটা শুনলে চমকে উঠবেন!

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম-বিয়ে বলিউডপ্রেমীদের কাছে স্বপ্নের মতো। আজও পাওয়ার কাপল হিসেবে তাঁদের নাম উঠে আসে ভক্তদের মুখে।
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম-বিয়ে বলিউডপ্রেমীদের কাছে স্বপ্নের মতো। আজও পাওয়ার কাপল হিসেবে তাঁদের নাম উঠে আসে ভক্তদের মুখে।
কিন্তু আপনি কি জানেন হেমার আগেও এক অভিনেত্রীর সঙ্গে তুমুল প্রেম ছিল ধর্মেন্দ্রর?
কিন্তু আপনি কি জানেন হেমার আগেও এক অভিনেত্রীর সঙ্গে তুমুল প্রেম ছিল ধর্মেন্দ্রর?
এবং সেই অভিনেত্রী বিবাহিত ছিলেন ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম করার সময়।
এবং সেই অভিনেত্রী বিবাহিত ছিলেন ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম করার সময়।
ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর নাম প্রকাশ কউর। তার পর ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর নাম প্রকাশ কউর। তার পর ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
কিন্তু শোনা যায়, হেমার আগে ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মীনা কুমারীর।
কিন্তু শোনা যায়, হেমার আগে ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মীনা কুমারীর।
ধর্মেন্দ্র যখন বলিউডে পা রাখেন, মীনা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু পরবর্তী সময়ে, একসঙ্গে ছবির সূত্রেই তিনি অভিনেত্রীর প্রেমে পড়েন। সেই সময় দু'জনের সম্পর্ক নিয়ে বলিউডে প্রচুর চর্চা হয়।
ধর্মেন্দ্র যখন বলিউডে পা রাখেন, মীনা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু পরবর্তী সময়ে, একসঙ্গে ছবির সূত্রেই তিনি অভিনেত্রীর প্রেমে পড়েন। সেই সময় দু’জনের সম্পর্ক নিয়ে বলিউডে প্রচুর চর্চা হয়।
পূর্ণিমা, ফুল অওর পাত্থর-সহ একাধিক ছবিতে দু'জনে অভিনয় করেছেন।
পূর্ণিমা, ফুল অওর পাত্থর-সহ একাধিক ছবিতে দু’জনে অভিনয় করেছেন।
শোনা যায়, স্বামী কমল অমরোহির সঙ্গে মীনার সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকে, তখন ধর্মেন্দ্র তাঁর পাশে দাঁড়ান।
শোনা যায়, স্বামী কমল অমরোহির সঙ্গে মীনার সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকে, তখন ধর্মেন্দ্র তাঁর পাশে দাঁড়ান।
তবে মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র বেশিদিন সম্পর্ক রাখেননি। সুপারস্টার হয়ে ওঠার পর নিজে থেকেই মীনার সঙ্গে দূরত্ব বাড়ান তিনি।
তবে মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র বেশিদিন সম্পর্ক রাখেননি। সুপারস্টার হয়ে ওঠার পর নিজে থেকেই মীনার সঙ্গে দূরত্ব বাড়ান তিনি।
দীর্ঘ দিন পর দু’জনের নাকি একটি পার্টিতে দেখা হয়। কিন্তু সেখানে তাঁরা পরস্পরকে এড়িয়েই চলেন।
দীর্ঘ দিন পর দু’জনের নাকি একটি পার্টিতে দেখা হয়। কিন্তু সেখানে তাঁরা পরস্পরকে এড়িয়েই চলেন।
পরে অভিনেত্রী নার্গিসের মুখে একটি সাক্ষাৎকারে মীনা ও ধর্মেন্দ্রর প্রেমের কথা শোনা যায়। যদিও তাঁরা কেউই কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সরাসরি।
পরে অভিনেত্রী নার্গিসের মুখে একটি সাক্ষাৎকারে মীনা ও ধর্মেন্দ্রর প্রেমের কথা শোনা যায়। যদিও তাঁরা কেউই কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সরাসরি।

Hema Malini Baghban Role: চারটে বড় বড় ছেলের মায়ের ভূমিকা পছন্দ ছিল না, প্রথমে নাকচ করে দেন হেমা! পরে কার কথায় রাজি হলেন?

মুম্বই: বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভক্তদের একাধিক কিংবদন্তি ছবি উপহার দিয়েছে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি। এর মধ্যে কিছু কিছু ছবি তো কাল্ট বা কালজয়ী-র তকমা লাভ করেছে। এর মধ্যে অন্যতম হল ‘বাগবান’। এটা সাধারণত একটি পারিবারিক ছবি। আর রবি চোপড়া পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ভক্তদের মনে এক দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছে। যদিও সাম্প্রতিক অতীতে হেমা মালিনী জানান যে, প্রথমে এই ছবির অফার নাকচ করার কথা ভেবেছিলেন তিনি।

ভারতী এস প্রধানের সঙ্গে এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন যে, মায়ের জেদের কারণেই ‘বাগবান’ ছবিটি করতে রাজি হয়েছিলেন। তাঁর কথায়, “বাগবান ছবির মহরতের আগে বিআর চোপড়া আমার সঙ্গে দেখা করে জানান যে, তিনি যেভাবে চান, ঠিক সেভাবেই চরিত্রটি করতে পারব আমি। আমাকে গল্পটি বলেন এবং আর তাঁর আশীর্বাদেই ছবিটি ভাল চলেছে। আজও ওই ছবির বিষয়ে মানুষ কথা বলেন। আমার মনে আছে, রবি চোপড়ার কাছে যখন গল্পটা শুনছিলাম, তখন আমার মা-ও সেখানে ছিলেন। তিনি চলে যাওয়ার পরে আমি বলেছিলাম যে, এত বড় বড় চারটে ছেলের মায়ের চরিত্রে অভিনয় করার কথা বলছেন! আমি কীভাবে এসব করব? আমার মা তখন বলেছিলেন, না না। এটা তোমায় করতেই হবে। কারণ গল্পটা ভাল।”

আরও পড়ুন:   হাড় থেকে কিডনি, হাজার সমস‍্যার সমাধান, তবুও বারণ! কাদের খাওয়া উচিত নয় ভুট্টা? জেনে নিন

প্রসঙ্গত ‘বাগবান’ আসলে এক বৃদ্ধ দম্পতির গল্প। যে দম্পতির ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী। তাঁদের প্রায় চল্লিশ বছরের বিবাহিত জীবন। অমিতাভ বচ্চনের চরিত্রটি অবসর নেওয়ার পরেই ওই বৃদ্ধ দম্পতি চার পুত্রকে এক জায়গায় আনেন। মা-বাবাকে কে সাহায্য করবেন, সেই বিষয়ে আলোচনা হয়। কিন্তু কোনও পুত্রই একসঙ্গে মা-বাবার দায়িত্ব পালন করতে চান না। যার ফলে আলাদা থাকতে হয় ওই দম্পতিকে। এই ছবিটি দর্শকদের মনে রীতিমতো ঝড় তুলে দেয়। বহু মানুষের উপর এর প্রভাব ছিল।

অমিতাভ বচ্চন এবং হেমা মালিনীর পাশাপাশি এই ছবিতে তাঁদের পুত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন আমন ভার্মা, সমীর সোনি, সাহিল চাড্ডা এবং নাসির খান। এখানেই শেষ নয়, ক্যামিও রোলে দেখা গিয়েছিল সলমন খানকেও। ছবির বাজেট ছিল ১০ কোটি টাকা। তবে বক্স অফিসে ‘বাগবান’-এর সংগ্রহ ছিল ৪১ কোটি টাকা।

হেমা মালিনী এবার বাংলা ছবিতে! রয়েছেন ধর্মেন্দ্রও, জেনে নিন আসল চমক

হেমামালিনী ও ধর্মেন্দ্রের জুটি অত্যন্ত জনপ্রিয় ৷ বড় পর্দা থেকে তাঁদের প্রেম, বাস্তবে বিয়ে করেন দুই তারকা৷ এবার সেই কেমিস্ট্রি টলিউডে৷ সাধারণ ভাবে আগ্রহ জাগবে৷ পরিচালক পারমিতা মুন্সির তত্বাবধানে আসছে ছবি ৷ 'গুহমানব'-এর পর এবার তাঁর পরিচালনায় আসছে 'হেমামালিনী' ৷
হেমামালিনী ও ধর্মেন্দ্রের জুটি অত্যন্ত জনপ্রিয় ৷ বড় পর্দা থেকে তাঁদের প্রেম, বাস্তবে বিয়ে করেন দুই তারকা৷ এবার সেই কেমিস্ট্রি টলিউডে৷ সাধারণ ভাবে আগ্রহ জাগবে৷ পরিচালক পারমিতা মুন্সির তত্বাবধানে আসছে ছবি ৷ ‘গুহমানব’-এর পর এবার তাঁর পরিচালনায় আসছে ‘হেমামালিনী’ ৷
সিনেমার নাম হেমামালিনী। পারমিতা মুন্সী পরিচালিত এই সিনেমায় আসছে নতুন চমক। এই প্রথমবার সিনেমার পরিচালক "মানিকদা" ভূমিকায় অনস্ক্রিন অভিনয় করছেন বাংলা সিনেমার নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই গল্পে তার সহ অভিনেত্রী নিউ এজ এস্ট্রোলজার রোশনির ভূমিকায় অভিনয় করছেন প্রবাসী বাঙালি অভিনেত্রী রোশনি দত্ত।
সিনেমার নাম হেমামালিনী। পারমিতা মুন্সী পরিচালিত এই সিনেমায় আসছে নতুন চমক। এই প্রথমবার সিনেমার পরিচালক “মানিকদা” ভূমিকায় অনস্ক্রিন অভিনয় করছেন বাংলা সিনেমার নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই গল্পে তার সহ অভিনেত্রী নিউ এজ এস্ট্রোলজার রোশনির ভূমিকায় অভিনয় করছেন প্রবাসী বাঙালি অভিনেত্রী রোশনি দত্ত।
ধর্মেন্দ্র ডক্টর আর ভুয়ো হেমামালিনীর অন্যরকম ভালবাসার গল্পের পাশাপাশি, একটা প্যারালাল ট্র‍্যাকে মানিক মুখার্জি নামের এক ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার "হেমামালিনী " নামের এক ফিচার ফিল্ম করতে চাইছেন। একটু কনফিউজড এই পরিচালক সিনেমা তৈরির নানা অধ্যায়ে, নিউ এজ এস্ট্রোলজার রোশনির পরামর্শ নিতে যায়। এই এস্ট্রোলজার ও পরিচালকের গল্পের রসায়ন অম্লমধুর।
ধর্মেন্দ্র ডক্টর আর ভুয়ো হেমামালিনীর অন্যরকম ভালবাসার গল্পের পাশাপাশি, একটা প্যারালাল ট্র‍্যাকে মানিক মুখার্জি নামের এক ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার “হেমামালিনী ” নামের এক ফিচার ফিল্ম করতে চাইছেন। একটু কনফিউজড এই পরিচালক সিনেমা তৈরির নানা অধ্যায়ে, নিউ এজ এস্ট্রোলজার রোশনির পরামর্শ নিতে যায়। এই এস্ট্রোলজার ও পরিচালকের গল্পের রসায়ন অম্লমধুর।
"হেমামালিনী" বায়োপিক না হলেও, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনীত সিনেমা পরিচালক মানিক মুখার্জির গল্পের সঙ্গে, পরিচালক পারমিতা মুন্সীর জীবনের গল্পের একটা মিল রয়েছে, একথা পরিচালক স্বয়ং জানিয়েছেন।

“হেমামালিনী” বায়োপিক না হলেও, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনীত সিনেমা পরিচালক মানিক মুখার্জির গল্পের সঙ্গে, পরিচালক পারমিতা মুন্সীর জীবনের গল্পের একটা মিল রয়েছে, একথা পরিচালক স্বয়ং জানিয়েছেন।
ড: ধর্মেন্দ্রর ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চৈতী ঘোষাল।
ড: ধর্মেন্দ্রর ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চৈতী ঘোষাল।
পরিচালক চরিত্রটি রহস্যের মোড়কে রাখতে চাইছেন।একজন বার সিঙ্গার ও ডান্সার এর চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত। অন্যান্য চরিত্রে আছেন কাঞ্চনা মৈত্র, পাপিয়া অধিকারী,  পাপিয়া রাও, ভাস্বর চট্টোপাধ্যায়, ও পিয়ালী মুন্সী।
পরিচালক চরিত্রটি রহস্যের মোড়কে রাখতে চাইছেন।একজন বার সিঙ্গার ও ডান্সার এর চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত। অন্যান্য চরিত্রে আছেন কাঞ্চনা মৈত্র, পাপিয়া অধিকারী, পাপিয়া রাও, ভাস্বর চট্টোপাধ্যায়, ও পিয়ালী মুন্সী।

Dharmendra Marriage: ৮৮ বছরে আবার বিয়ে ধর্মেন্দ্রর? পা পর্যন্ত লম্বা মালা গলায় বর্ষীয়ান অভিনেতার ছবি ভাইরাল!

ফের বিয়ে করলেন ধর্মেন্দ্র? ৮৮ বছর বয়সে আবার গলায় মালা দিলেন নাকি বলিউডের এককালীন সুপারস্টার? নতুন ছবি থেকে সেরকমই ইঙ্গিত মিলেছে ভক্তদের। শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। তবে বিয়েটা করলেন কাকে?
ফের বিয়ে করলেন ধর্মেন্দ্র? ৮৮ বছর বয়সে আবার গলায় মালা দিলেন নাকি বলিউডের এককালীন সুপারস্টার? নতুন ছবি থেকে সেরকমই ইঙ্গিত মিলেছে ভক্তদের। শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। তবে বিয়েটা করলেন কাকে?
নতুন পাত্রী নয়, নিজেরই স্ত্রীকে আবার বিয়ে করলেন বলে শোনা যাচ্ছে বলিপাড়ায়। ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সঙ্গে সম্ভবত আবার চারহাত এক হল তাঁর।
নতুন পাত্রী নয়, নিজেরই স্ত্রীকে আবার বিয়ে করলেন বলে শোনা যাচ্ছে বলিপাড়ায়। ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সঙ্গে সম্ভবত আবার চারহাত এক হল তাঁর।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্র বৃহস্পতিবার তাঁদের ৪৪তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এবং সেখান থেকেই যে ছবি প্রকাশ করা হয়েছে, মনে করা হচ্ছে তারকাদম্পতি আবারও বিয়ে করেছেন।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্র বৃহস্পতিবার তাঁদের ৪৪তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এবং সেখান থেকেই যে ছবি প্রকাশ করা হয়েছে, মনে করা হচ্ছে তারকাদম্পতি আবারও বিয়ে করেছেন।
বর্ষীয়ান অভিনেত্রী হেমা তাঁর এবং ধর্মেন্দ্রের ছবি শেয়ার করার পরে এই জল্পনাই উস্কে দিয়েছেন। দ্বিতীয় বিবাহ অনুষ্ঠানের গুঞ্জন চারদিকে।
বর্ষীয়ান অভিনেত্রী হেমা তাঁর এবং ধর্মেন্দ্রের ছবি শেয়ার করার পরে এই জল্পনাই উস্কে দিয়েছেন। দ্বিতীয় বিবাহ অনুষ্ঠানের গুঞ্জন চারদিকে।
সোশ্যাল মিডিয়া এক্স-এ হেমা যে ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি এবং ধর্মেন্দ্র মালা পরে দাঁড়িয়ে আছেন। অভিনেত্রীর পরনে জমকালো শাড়ি এবং সিঁদুর। ধর্মেন্দ্র পরেছেন পীচ রঙের শার্ট।
সোশ্যাল মিডিয়া এক্স-এ হেমা যে ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি এবং ধর্মেন্দ্র মালা পরে দাঁড়িয়ে আছেন। অভিনেত্রীর পরনে জমকালো শাড়ি এবং সিঁদুর। ধর্মেন্দ্র পরেছেন পীচ রঙের শার্ট।
আরও একটি ছবি শেয়ার করেছেন, যাতে ধর্মেন্দ্রকে হেমার গালে একটি চুমু খেতে দেখা গিয়েছে। দম্পতির সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে এষা দেওল। ছবি শেয়ার করে হেমা লিখেছেন, “আজকের ছবি।’’
আরও একটি ছবি শেয়ার করেছেন, যাতে ধর্মেন্দ্রকে হেমার গালে একটি চুমু খেতে দেখা গিয়েছে। দম্পতির সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে এষা দেওল। ছবি শেয়ার করে হেমা লিখেছেন, “আজকের ছবি।’’
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রথম দেখা হয় ১৯৭০ সালে। ‘তুম হাসিন ম্যাঁয় জওয়ান’-এর সেটে। কিন্তু যখন তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন, হেমার বাবা-মাও তাঁদের পক্ষে ছিলেন না, কারণ তখন ধর্মেন্দ্র বিবাহিত।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রথম দেখা হয় ১৯৭০ সালে। ‘তুম হাসিন ম্যাঁয় জওয়ান’-এর সেটে। কিন্তু যখন তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন, হেমার বাবা-মাও তাঁদের পক্ষে ছিলেন না, কারণ তখন ধর্মেন্দ্র বিবাহিত।
অনেক বাধা পেরিয়ে তাঁরা ১৯৮০ সালে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা, এষা দেওল এবং অহনা দেওল।
অনেক বাধা পেরিয়ে তাঁরা ১৯৮০ সালে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা, এষা দেওল এবং অহনা দেওল।
বলিউডের ‘ড্রিম গার্ল’-এর আগে, ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। যাঁদের দুই ছেলে, সানি দেওল এবং ববি দেওল।
বলিউডের ‘ড্রিম গার্ল’-এর আগে, ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। যাঁদের দুই ছেলে, সানি দেওল এবং ববি দেওল।

Hema Malini in Metro: অসহ্য গরমে হেমা মালিনীকে যাতায়াত করতে হচ্ছে মেট্রো এবং অটোতে ! কারণ জানলে চমকে যাবেন

মুম্বই : মঙ্গলবার ব্যস্ততার মাঝে বড় চমক মুম্বইয়ের মেট্রোযাত্রীদের। সেখানে তাঁদের সহযাত্রী কিনা হেমা মালিনী। বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। বিগত দশকের সুপারস্টার সাধারণ মুম্বইকরের মতো মেট্রোতে যাতায়াত করছেন এই গরমে-বিশ্বাসই করতে পারছেন না যাত্রীরা। কিন্তু কেন আচমকা গণপরিবহণে যাতায়াত করার দরকার পড়ল অভিনেত্রীর? সেটাও ট্যুইট করেছেন অভিনেত্রী তথা রাজনীতিক হেমা।

সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন গাড়িতে মুম্বইয়ের শহরতলিতে দহিসরে পৌঁছতে তাঁর সময় লেগেছিল ২ ঘণ্টা। ক্লান্তিকর এই যাত্রা থেকে মুক্তি পেতে তিনি গাড়ি ছেড়ে মেট্রোতে ওঠেন। বাকি মাত্র আধঘণ্টায় পাড়ি দিয়ে পৌঁছে যান গন্তব্যে।

তাঁর মেট্রো সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হেমা। লিখেছেন ‘‘আমার অভিনব এবং অসাধারণ অভিজ্ঞতার কথা জানাতে চাই। ২ ঘণ্টা ড্রাইভ করে পৌঁছেছিলাম দহিসরে। কী ক্লান্তিকর! তার পরই ঠিক করলাম মেট্রোয় যাব। এবং দুর্দান্ত! খুব আনন্দ পেলাম।’’ তিনি জানান পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো সফরে তিনি আধঘণ্টায় পৌঁছে যান জুহুতে।

 

আরও পড়ুন :  বেবিফুড নয়, প্রিয়ঙ্কা চোপড়ার খুদে মেয়ের পছন্দ এই খাবার

মেট্রোতেই শেষ নয়। ডিএন নগরে মেট্রো থেকে নেমে তিনি জুহুতে পৌঁছন অটোয়। ড্রিমগার্ল জানিয়েছেন তাঁকে বাড়ির সামনে অটো থেকে নামতে দেখে চমকে গিয়েছেন নিরাপত্তাকর্মীরাই। আমজনতার সঙ্গে মেট্রোসফরে তাঁর যে খুবই ভাল লেগেছে, সেকথা জানাতে আরও একটি পোস্ট করেন হেমা।

 

প্রসঙ্গত নামী অভিনেত্রী, দক্ষ নৃত্যশিল্পীর পাশাপাশি হেমা মালিনী মথুরার বিজেপি সাংসদও। তাঁকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০২০ সালে, ‘শিমলা মির্চি’ ছবিতে। তাঁর ফিল্মোগ্রাফিতে জ্বলজ্বল করছে ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘রাজা জানি’, ‘জুগনু’, ‘ড্রিম গার্ল’-সহ আরও অসংখ্য বক্সঅফিস সফল ছবি।