India Bangladesh Relation: ভারতের সঙ্গে শেখ হাসিনার করা মউ বাতিল করতে চায় বাংলাদেশ? নতুন সরকারের নতুন সিদ্ধান্ত ঘিরে জোর জল্পনা

বাংলাদেশ: ভারতের সঙ্গে করা একাধিক মউ (Memorandum of Understandings, MoU) পুনর্বিবেচনা এবং বাতিলের কথা ভাবছে বাংলাদেশের নতুন সরকার৷ সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে করা মন্তব্যে এমনই জল্পনা উস্কে দিলেন সে দেশের নতুন বিদেশমন্ত্রী তৌহিদ হোসেইন৷

যদিও সূত্রের খবর, এখনও এ বিষয়ে বাংলাদেশের সরকারি স্তরে আনুষ্ঠানিক ভাবে কোনও কথা বলেননি সেদেশের বর্তমান প্রশাসনিক প্রধান মহম্মদ ইউনুস৷ তবে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে, সে আভাস দেওয়া একপ্রকার শুরুই করে দিয়েছে তারা৷

সূত্রের খবর, সদ্য প্রাক্তন তথা পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে ঠিক যতটা ঘনিষ্ঠ ছিলেন, সেই বিষয়টি নিয়েই এবার পুনর্বিবেচনা করতে উদ্যোগী বাংলাদেশের নতুন সরকার৷ সেক্ষেত্রে, ভারতের সঙ্গে যদি বাংলাদেশ এমন কোনও মউ সাক্ষর করে থাকে, যেখানে বাংলাদেশের তুলনায় ভারতের লাব বেশি, তবে তা পুনর্বিবেচনা করতে চাইবে নতুন সরকার৷

আরও পড়ুন: গভীর নিম্নচাপে আকাশে ঘন কালো মেঘ! টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্র-তেলঙ্গানা, দুর্যোগের বলি কমপক্ষে ২০ জন

গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা৷ আশ্রয় নিয়েছেন ভারতে৷ শেখ হাসিনাকে নতুন সরকার ভারতের কাছ থেকে ফেরত চাইবে কি না, সে বিষয়ে সে দেশের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রয়োজন হলে সেই পদক্ষেপও করতে প্রস্তুত তাঁরা৷

ভারতের প্রশাসনিক সূত্র অবশ্য আগেই জানিয়েছিল, বাংলাদেশ যখন শেখ হাসিনা ফেরত চাইবে, তখনই এ বিষয়ে ভাবনাচিন্তা করবে তারা, তার আগে নয়৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক…তারপর

২০২৪ সালের জুন মাসে শেখ হাসিনার ২ দিনের ভারত সফরকালে নয়াদিল্লির হায়দরাবাদ ভবনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১০টি মউ সাক্ষরিত হয়৷ যার মধ্যে ৭টি ছিল নতুন এবং ৩টি মেয়াদ বর্ধক৷