বড়া পাও

Bankura News: পুজোর আগে বাঁকুড়ায় খান এই খাবার,লেগে থাকবে মুখে স্বাদ

পুজোর আগে মহারাষ্ট্রের খাবার বাঁকুড়ায়। দাম শুরু মাত্র ২৫ টাকা থেকে।
পুজোর আগে মহারাষ্ট্রের খাবার বাঁকুড়ায়। দাম শুধু মাত্র ২৫ টাকা থেকে।
চপ মুড়ির সঙ্গে তাল মিলিয়ে বিক্রি হচ্ছে বড়া পাও। বাঁকুড়ার যুব সমাজ গ্রহণ করেছে উৎসাহের সঙ্গে।।
চপ মুড়ির সঙ্গে তাল মিলিয়ে বিক্রি হচ্ছে বড়া পাও। বাঁকুড়ার যুব সমাজ গ্রহণ করেছে উৎসাহের সঙ্গে।।
পাওয়া যাচ্ছে নরমাল বড়া পাও, চিজ বড় পাও, চিজ বাটার বড়া পাও, চিজ মেয়োনিজ বড়া পাও। একটি খেলে পেটে ভরে যাচ্ছে।
পাওয়া যাচ্ছে নরমাল বড়া পাও, চিজ বড় পাও, চিজ বাটার বড়া পাও, চিজ মেয়োনিজ বড়া পাও। একটি খেলে পেটে ভরে যাচ্ছে।
জনপ্রিয় ফাস্টফুড
জনপ্রিয় ফাস্টফুড “বড়া পাও” যা দেখতে অনেকটা বার্গারের মতো। এই জনপ্রিয় খাবার গোটা ভারতবর্ষে তথা পৃথিবীতে ভারতীয়দের হাত ধরে ছড়িয়েছে দ্রুত গতিতে
“পকেট ফ্রেন্ডলি” দামে, মাত্র ২৫ টাকায় “বড়া পাও” বিক্রি করছেন দুই বোন খুশবু কানোই এবং মুশকান কানোই।
বড়া পাও কে এক কথায় দেশী বার্গার বলা চলে। যা মহারাষ্ট্র থেকে ইতিমধ্যেই ছড়িয়েছে দেশ-বিদেশে।
বড়া পাও কে এক কথায় দেশী বার্গার বলা চলে। যা মহারাষ্ট্র থেকে ইতিমধ্যেই ছড়িয়েছে দেশ-বিদেশে।