KKR News: গম্ভীরের জায়গায় কেকেআরে আসছেন বিশ্বকাপ জয়ী তারকা! মেন্টরে মহাচমক দেবেন কিং খান

আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই হবে নিলাম। তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিাই।
আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই হবে নিলাম। তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিাই।
এবার মেগা নিলামের আগে একটু চাপে কেকেআর। কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয়, খুঁজতে হবে নতুন মেন্টরও। গতবার আইপিএলের আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করে দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর।
এবার মেগা নিলামের আগে একটু চাপে কেকেআর। কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয়, খুঁজতে হবে নতুন মেন্টরও। গতবার আইপিএলের আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করে দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর।
কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে। প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কেকেআর। শোনা গিয়েছিল জ্যাক ক্যালিসের নামও। তবে গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোর জল্পনা।
কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে। প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কেকেআর। শোনা গিয়েছিল জ্যাক ক্যালিসের নামও। তবে গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোর জল্পনা।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে আরও একটি নাম। কেকেআরের গৌতম গম্ভীরের পর নতুন মেন্টর হিসেবে যোগাযোগ করছে টি-২০ বিশ্বকাপ জয়ী তথা বর্তমানে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে আরও একটি নাম। কেকেআরের গৌতম গম্ভীরের পর নতুন মেন্টর হিসেবে যোগাযোগ করছে টি-২০ বিশ্বকাপ জয়ী তথা বর্তমানে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে।
রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। শোনা যাচ্ছে কুমার সাঙ্গাকারা আর রাজস্থানে থাকতে রাজি নন। সেই সুযোগেই সঙ্গাকারার মত অভিজ্ঞ কাওকে দলের মেন্টর করার কথা ভাবছে নাইট ম্যানেজমেন্ট।
রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। শোনা যাচ্ছে কুমার সাঙ্গাকারা আর রাজস্থানে থাকতে রাজি নন। সেই সুযোগেই সঙ্গাকারার মত অভিজ্ঞ কাওকে দলের মেন্টর করার কথা ভাবছে নাইট ম্যানেজমেন্ট।
তবে শুধু মেন্টর নয়, কেকেআরের খোঁজ করতে হবে সহকারী কোচও। কারণ সহকারী কোচ ও ফিল্ডিং কোচও গম্ভীরের সঙ্গে ভারতীয় দলে যোগ দিয়েছে। ফলে নিলামের টেবিলে বসার আগে কোচিং স্টাফ খুঁকে নিতে ততপর কেকেআর।
তবে শুধু মেন্টর নয়, কেকেআরের খোঁজ করতে হবে সহকারী কোচও। কারণ সহকারী কোচ ও ফিল্ডিং কোচও গম্ভীরের সঙ্গে ভারতীয় দলে যোগ দিয়েছে। ফলে নিলামের টেবিলে বসার আগে কোচিং স্টাফ খুঁকে নিতে ততপর কেকেআর।