নিজের পদক তুলে দিলেন আরজি কর কান্ডে মৃত্য চিকিৎসকের মা-বাবার হাতে

R G Kar Protest: চোখের জলে ভাসছেন আরজি করের চিকিৎসকের মা-বাবা, বিচার চেয়ে নিজের জয় করা পদক ‘দিদি’-র ফটোতে পরিয়ে দিলে তাঁদের ‘আরেক মেয়ে’

নিজের স্বর্ণপদক উৎসর্গ করে দাবি ' দিদির বিচার চাই' । এশিয়া প্যাসিফিক মেডেল উৎসর্গ করলেন খেলোয়াড় সুস্মিতা দেবনাথ।
নিজের স্বর্ণপদক উৎসর্গ করে দাবি ‘ দিদির বিচার চাই’ । এশিয়া প্যাসিফিক মেডেল উৎসর্গ করলেন খেলোয়াড় সুস্মিতা দেবনাথ।
একজন বাবা মা তার একমাত্র কন্যাকে হারালেন, কিছু অসহায় মানুষ একজন ভাল মনের ডাক্তার কে হারালেন। যা হারিয়ে গেল তা হয়তো ফেরানো সম্ভব নয়। তবে একজন খেলোয়াড়ের জীবনের সর্বোচ্চ হলো তার পুরস্কার। খেলোয়ার হিসাবে আমি তাই আমার এবারের স্বর্ণ ও রৌপ্য পদক উৎসর্গ করলাম বিচারের আশায়।
একজন বাবা মা তার একমাত্র কন্যাকে হারালেন, কিছু অসহায় মানুষ একজন ভাল মনের ডাক্তার কে হারালেন। যা হারিয়ে গেল তা হয়তো ফেরানো সম্ভব নয়। তবে একজন খেলোয়াড়ের জীবনের সর্বোচ্চ হলো তার পুরস্কার। খেলোয়ার হিসাবে আমি তাই আমার এবারের স্বর্ণ ও রৌপ্য পদক উৎসর্গ করলাম বিচারের আশায়।
শ্রীলঙ্কায় খেলতে যাবার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম পদক জয় করলে ডাক্তার দিদিকে উৎসর্গ করব। সেই মতই। ডাক্তার দিদির বাড়িতে বুধবার পৌঁছে যাওয়া। সদ্য মেয়েকে হারানো বাবা মায়ের দিকে তাকানো সত্যিই কঠিন। কথায় কথায় কেঁদে বুক ভাসাচ্ছেন বাবা-মা।
শ্রীলঙ্কায় খেলতে যাবার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম পদক জয় করলে ডাক্তার দিদিকে উৎসর্গ করব। সেই মতই। ডাক্তার দিদির বাড়িতে বুধবার পৌঁছে যাওয়া। সদ্য মেয়েকে হারানো বাবা মায়ের দিকে তাকানো সত্যিই কঠিন। কথায় কথায় কেঁদে বুক ভাসাচ্ছেন বাবা-মা।
এশিয়া প্যাসিফিক যোগা প্রতিযোগিতায় দুইটি পদক একটি সোনা এবং অন্যটি রূপো। পদক দুটি ডাক্তার দিদির ছবিতে পড়িয়ে দিলাম। সদ্য মেয়েকে হারানো ডাক্তার দিদির বাবা এখান থেকে একটি মেডেল আমার গলায় দিলেন,বললেন আমার আরেক মেয়ে।
এশিয়া প্যাসিফিক যোগা প্রতিযোগিতায় দুইটি পদক একটি সোনা এবং অন্যটি রূপো। পদক দুটি ডাক্তার দিদির ছবিতে পড়িয়ে দিলাম। সদ্য মেয়েকে হারানো ডাক্তার দিদির বাবা এখান থেকে একটি মেডেল আমার গলায় দিলেন, বললেন আমার আরেক মেয়ে।
বাবা-মা ও মেয়ের সম্পর্ক তৈরি। কথা দিলাম যতদিন বাঁচবো পাশে রয়েছি। একদম নিজের মেয়ের মতই।
বাবা-মা ও মেয়ের সম্পর্ক তৈরি। কথা দিলাম যতদিন বাঁচবো পাশে রয়েছি। একদম নিজের মেয়ের মতই।