শরীর থেকে ইউরিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে না গেলে তা জমতে থাকে জয়েন্টে বা গাঁটে৷ তার থেকে শুরু হয় যন্ত্রণা৷ দেখা দিতে পারে কিডনি স্টোন এবং অন্যান্য শারীরিক জটিলতাও৷

Uric Acid Control Tips: সবুজ রঙের ২ ফল! খেলেই জব্দ ইউরিক অ্যাসিড! গাঁটের ব্যথা কমানোর সুপারহিট ফর্মুলা

শরীর থেকে ইউরিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে না গেলে তা জমতে থাকে জয়েন্টে বা গাঁটে৷ তার থেকে শুরু হয় যন্ত্রণা৷ দেখা দিতে পারে কিডনি স্টোন এবং অন্যান্য শারীরিক জটিলতাও৷
শরীর থেকে ইউরিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে না গেলে তা জমতে থাকে জয়েন্টে বা গাঁটে৷ তার থেকে শুরু হয় যন্ত্রণা৷ দেখা দিতে পারে কিডনি স্টোন এবং অন্যান্য শারীরিক জটিলতাও৷

 

জীবনযাপন এবং ডায়েটের উপর নির্ভর করে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ৷ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে কী কী খেতে হবে, বলেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ কিরণ গুপ্তা৷
জীবনযাপন এবং ডায়েটের উপর নির্ভর করে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ৷ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে কী কী খেতে হবে, বলেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ কিরণ গুপ্তা৷

 

ইউরিক অ্যাসিড থাকলে খান কমলালেবু-সহ যে কোনও সাইট্রাসজাতীয় ফল৷
ইউরিক অ্যাসিড থাকলে খান কমলালেবু-সহ যে কোনও সাইট্রাসজাতীয় ফল৷

 

ইউরিক অ্যাসিড কমাতে খুবই উপকারী আমলকি বা আমলা৷ পরিমিত পরিমাণে খেলে বশে থাকে ইউরিক অ্যাসিড৷
ইউরিক অ্যাসিড কমাতে খুবই উপকারী আমলকি বা আমলা৷ পরিমিত পরিমাণে খেলে বশে থাকে ইউরিক অ্যাসিড৷

 

বিশেষজ্ঞদের মতে, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে খুবই উপকারী লেবুর জল৷ রোজ সকালে খালি পেটে ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে রক্তে ইউরিক অ্যাসিড বাড়বে না৷
বিশেষজ্ঞদের মতে, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে খুবই উপকারী লেবুর জল৷ রোজ সকালে খালি পেটে ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে রক্তে ইউরিক অ্যাসিড বাড়বে না৷

 

ফাইবার বেশি এমন সবজি ও ফল বেশি করে খেতে হবে ইউরিক অ্যাসিডের রোগীদের৷ পাশাপাশি খাওয়া যাবে আলু এবং লো ফ্যাট সমৃদ্ধ দুধ৷
ফাইবার বেশি এমন সবজি ও ফল বেশি করে খেতে হবে ইউরিক অ্যাসিডের রোগীদের৷ পাশাপাশি খাওয়া যাবে আলু এবং লো ফ্যাট সমৃদ্ধ দুধ৷