বন্ধ গোডাউন

 Corruption Allegation: দুর্নীতির অভিযোগে বন্ধ চালের গোডাউন, তারপর যা হল…

 দক্ষিণ ২৪ পরগনা: দূর্নীতির অভিযোগে মথুরাপুর ২ নং ব্লকের খাড়ি অঞ্চলের খাড়াঁপাড়ার লার্জ সাইজড কো-অপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং সোসাইটি লিমিটেডের গোডাউন সরানো হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: ২০ শতাংশ বোনাসের দাবিতে সরব চা শ্রমিকরা, পুজোর আগেই বড় দাবি তাদের

এই গোডাউনের ক্যাপাসিটি ছিল পাঁচশো মেট্রিক টন। এখান থেকে খাদ্য দফতরের এম আর ডিস্ট্রিবিউটারদের চাল দেওয়া হত। কিন্তু এই গোডাউনে দূর্নীতির অভিযোগ ওঠে। এরপর বিষয়টি খতিয়ে দেখে খাদ্য দফতরের কন্ট্রোলারের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল ৬৭০০ কুইন্টাল চাল কিনে সেখানে রেখে দিতে। কিন্তু তাতে কর্ণপাত করেনি কেউ।এরপর বাধ্য হয়ে খাদ্য দফতরের আধিকারিকরা এসে এই গোডাউন বন্ধ করে দেয়। ফলে বিপাকে পড়েন গোডাউনের মাল বহনকারী ভ্যান চালক ও মজদুররা। তারা হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বর্তমানে এই গোডাউনের রেশনের সামগ্রী মথুরাপুরে বাপুলি বাজার গোডাউনে সরানো হয়েছে। এই মার্কেটিং সোসাইটিকে শোকজ ও বন্ধ করা হয়েছে ইতিমধ্যে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে এই দূর্নীতি হল তা খতিয়ে দেখছে খাদ্য দফতর।

নবাব মল্লিক