পুজোর আগেই রাস্তা সারাই।

Road construction: আরজি কর কাণ্ডের আবহেই রাস্তা মেরামতির প্রস্তুতি! কাজ শুরুর ভাবনা রাজ্যের

কলকাতা: রাস্তা মেরামতি দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হতে চলেছে রাজ্যে।  পুজো আর মাত্র এক মাস। আরজি কর কাণ্ডের আবহে শহর জুড়ে চলছে প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবিতে এখনও জোট বাঁধছে সাধারণ মানুষ। এর মধ্যে শহরের রাস্তা সারাই নিয়ে প্রস্তুতি শুরু হতে চলেছে।

আরও পড়ুন ফল নয় যেন ‘মিরাকল’! এই ফল খেয়ে টক-মিষ্টি-তেতো যা-ই খাবেন মিষ্টি লাগবে, কোন ফল?

প্রতি বছরই পুজোর আগে রাস্তার মেরামতির কাজ হয়। এই বছর শহর জুড়ে প্রতিবাদ চললেও রাস্তা মেরামতির কাজ করতেই হবে। মেরামতির কাজ করবে পূর্ত দফতর। তার আগে রাস্তার বিভিন্ন এলাকা চিহ্নিত করতে রিপোর্ট তলব করা হল রাজ্য পূর্ত দফতরের তরফে। জেলার পূর্ত দফতরের আধিকারিকদের কাছে রিপোর্ট চাওয়া হল।

আরও পড়ুন: হাজার টাকা নিয়ে গেলেই এই দেশে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে চলুন

জেলার পূর্ত দফতরের আধিকারিকরা যেমন রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের উপর ভিত্তি করেই মেরামতির কাজ হবে বলে জানা গিয়েছে। পুজোয় দেশের নানা প্রান্তের প্রচুর মানুষ রাজ্যে আসবেন। তাই রাস্তা ঝকঝকে করে তুলতে মরিয়া রাজ্য সরকার। পুজোর আগেই সব রাস্তা মেরামতের কাজ করে ফেলতে চায় রাজ্যের পূর্ত দফতর।