বাতের ব‍্যথা থেকে কফ, কাশি, বহু সমস‍্যার সমাধান শিউলি পাতা! সঠিক নিয়ম মেনে খেলেই মিলবে উপকার

Shiuli flowers: বাতের ব‍্যথা থেকে কফ, কাশি, বহু সমস‍্যার সমাধান শিউলি পাতা! সঠিক নিয়ম মেনে খেলেই মিলবে উপকার

শিউলি ফুল জানান দেয় উমা আসছে।শিউলি ফুল প্রত্যেক মানুষের কাছে খুব প্রিয়।ছোটো আকারের কমলা সাদার মিশ্রণে এই ফুলের মিষ্টি গন্ধে চারিদিক মহ মহ করে ওঠে।কেবল মিষ্টি গন্ধ আর মন ভালো করে দেওয়া রঙের জন্যই শিউলি সবার প্রিয় তা কিন্তু নয়।বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল।এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার দেবাশীষ বিশ্বাস।
শিউলি ফুল জানান দেয় উমা আসছে। শিউলি ফুল প্রত্যেক মানুষের কাছে খুব প্রিয়।ছোটো আকারের কমলা সাদার মিশ্রণে এই ফুলের মিষ্টি গন্ধে চারিদিক ম ম করে ওঠে। কেবল মিষ্টি গন্ধ আর মন ভাল করে দেওয়া রঙের জন্যই শিউলি সবার প্রিয় তা কিন্তু নয়। বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল। এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার দেবাশীষ বিশ্বাস।
খালি পেটে শিউলি গাছের পাতার রস খেলে কফের সমস্যা দূর হয়। যদিও এর রস অত্যন্ত তেতো কিন্তু এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে।তেতো ভাব কাটানোর জন্য আপনি চাইলে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।
খালি পেটে শিউলি গাছের পাতার রস খেলে কফের সমস্যা দূর হয়। যদিও এর রস অত্যন্ত তেতো কিন্তু এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে।তেতো ভাব কাটানোর জন্য আপনি চাইলে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।
বাতের ব্যথা বা কোমরের ব্যাথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই পাতা বেটে তার রস দিয়ে খালি পেটে চা পান করতে পারেন।নিমেষে দূর হবে রোগ ব্যাধি।
বাতের ব্যথা বা কোমরের ব্যাথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই পাতা বেটে তার রস দিয়ে খালি পেটে চা পান করতে পারেন। নিমেষে দূর হবে রোগ ব্যাধি।
বাড়ির উত্তর বা পূর্ব দিকে পারিজাত তথা শিউলি গাছ লাগানো ভাল।এতে ঘরের নেতিবাচকতা দূর হয়।সেই সঙ্গে গৃহে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। শিউলিরগাছ ঘরে লাগালে মানসিক চাপ দূর হয় এবং গৃহশান্তি বজায় থাকে।
বাড়ির উত্তর বা পূর্ব দিকে পারিজাত তথা শিউলি গাছ লাগানো ভাল। এতে ঘরের নেতিবাচকতা দূর হয়। সেই সঙ্গে গৃহে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। শিউলি গাছ ঘরে লাগালে মানসিক চাপ দূর হয় এবং গৃহশান্তি বজায় থাকে।
মেদ কমাতে বৈদ্যরা শিঊলি ডালের চূর্ণ দেড় গ্রাম মাত্রায় সকালে বিকালে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।এই ব্যবস্থা অবলম্বনে কিছু দিনের মধ্যে মেদের হ্রাস লক্ষ্য করা যায়।
মেদ কমাতে বৈদ্যরা শিঊলি ডালের চূর্ণ দেড় গ্রাম মাত্রায় সকালে বিকালে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।এই ব্যবস্থা অবলম্বনে কিছু দিনের মধ্যে মেদের হ্রাস লক্ষ্য করা যায়।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)