জঙ্গলমহলে ১০ ফুটের গণেশ

Ganesh Chaturthi 2024: জঙ্গলমহলের ১০ ফুটের গণেশ পাড়ি দিচ্ছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি 

জঙ্গলমহলের ১০ ফুটের গনেশ পাড়ি দিতে চলেছে বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড রাজ্যে। রাত পোহালেই গণেশ পূজা চলছে কাজ শেষ মুহূর্তের প্রস্তুতি।
জঙ্গলমহলের ১০ ফুটের গণেশ পাড়ি দিতে চলেছে বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। রাত পোহালেই গণেশপূজো, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ঝাড়গ্রাম শহরের নতুন এলাকায় রয়েছে জয় কালী মৃৎশিল্পালয়। শুক্রবার সকাল থেকেই জোর কদমে চলছে গণেশ ঠাকুরের সাজগোজের শেষ মুহূর্তের কাজ।
ঝাড়গ্রাম শহরের নতুন এলাকায় রয়েছে জয় কালী মৃৎশিল্পালয়। শুক্রবার সকাল থেকেই জোর কদমে চলছে গণেশ ঠাকুরের সাজগোজের শেষ মুহূর্তের কাজ।
জয় কালী মৃৎশিল্পালয়ের প্রধান শিল্পী সঞ্জিত দাস ওরফে বুবাই জানিয়েছেন প্রায় ৪৫ দিন আগে থেকে গণেশ ঠাকুর গড়ার কাজ চলছে। এই বছর ১৮টি গণেশ তৈরি করা হয়েছে তাদের মৃৎশিল্পালয়ে।
জয় কালী মৃৎশিল্পালয়ের প্রধান শিল্পী সঞ্জিত দাস ওরফে বুবাই জানিয়েছেন প্রায় ৪৫ দিন আগে থেকে গণেশ ঠাকুর গড়ার কাজ চলছে। এই বছর 18 টি গণেশ তৈরি করা হয়েছে তাদের মৃৎশিল্পালয়ে।
জয় কালী মৃৎশিল্পালয়ে সর্বোচ্চ ১০ ফুট উচ্চতার গণেশ তৈরি করা হয়েছে এই বছর। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, বিনপুর, শিলদা, মানিকপাড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন পূজা মন্ডপে এখন থেকে ঠাকুর নিয়ে যাওয়া হয়।
জয় কালী মৃৎশিল্পালয়ে সর্বোচ্চ ১০ ফুট উচ্চতর গণেশ তৈরি করা হয়েছে এই বছর। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, বিনপুর, শিলদা, মানিকপাড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন পূজা মন্ডপে এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হয়।
মৃৎশিল্পী সঞ্জীব দাস জানিয়েছেন, ঝাড়গ্রাম শহরের নতুনডিহিতে অবস্থিত জয় কালী মৃৎশিল্পালয়ের গণেশ ঠাকুর ঝাড়গ্রাম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের চাকুলিয়া এবং ধলভূঙ্গগড়ে যেতে চলেছে।
মৃৎশিল্পী সঞ্জীব দাস জানিয়েছেন, ঝাড়গ্রাম শহরের নতুনডিহিতে অবস্থিত জয় কালী মৃৎশিল্পালয়ের গণেশ ঠাকুর ঝাড়গ্রাম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের চাকুলিয়া এবং ধলভূঙ্গগড়ে যেতে চলেছে ।
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই মৃৎশিল্পালয় খালি করে মন্ডপে মন্ডপে চলে যাবে গণেশ ঠাকুর গুলি। মূর্তি গড়া থেকে শুরু করে আজ প্রায় দীর্ঘ ৪৫ দিন পর শূন্য হয়ে যেতে চলেছে মৃৎশিল্পালয়। মুখে হাসি নিয়েই গণেশ গুলিকে বিদায় জানাচ্ছে জয় কালী মৃৎশিল্পালয়ের মৃৎশিল্পীরা।
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই মৃৎশিল্পালয় খালি করে মন্ডপে চলে যাবে গণেশ ঠাকুর গুলি। মূর্তি গড়া থেকে শুরু করে ৪৫ দিন পর শূন্য হয়ে যেতে চলেছে মৃৎশিল্পালয় । মুখে হাসি নিয়ে গণেশগুলিকে বিদায় জানাচ্ছে জয় কালী মৃৎশিল্পালয়ের মৃৎশিল্পীরা।