রিনচেন ও মুস্কান

Alipurduar News: প্রথমবারের চেষ্টায় ‘নিট’ পরীক্ষায় সফল! বাংলার দুই ‘গর্ব’ চললেন ডাক্তারি পড়তে…

আলিপুরদুয়ার: প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়েছেন দুই পড়ুয়া। তাঁদের নিয়ে আনন্দে ভাসছে কালচিনির মানুষ। রিনচেন লামা ও মুস্কান লামা খুব শীঘ্রই বেরিয়ে যাবেন ডাক্তারি পড়তে।

আরও পড়ুন- মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

রিনচেন লামা কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুকিনবাড়ির বাসিন্দা। তাঁর বাবা এসএসবি জওয়ান। মা গৃহবধূ। রিনচেন লামার র‍্যাঙ্ক ২০ হাজারের মধ্যে রয়েছে। অন্য দিকে লতাবাড়ি এলাকার বাসিন্দা মুস্কান লামা সফল হয়েছেন নিট পরীক্ষায়। তাঁর র‍্যাঙ্ক ২০ হাজারের মধ্যে রয়েছে। দু’জনেই সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করবেন বলে জানা যায়।

রিনচেন ও মুস্কান দু’জনেই নিট পড়াশোনার জন্য অনলাইন কোচিং-এর ওপর ভরসা রেখেছিলেন। কারণ প্রত্যন্ত এলাকায় নেই কোনও স্টাডি সেন্টার। জানা যায়, দু’জনেই প্রথমবারেই সফল হয়েছেন এই পরীক্ষায়।

আরও পড়ুন- সর্বনাশ! জলের সঙ্গে খেয়ে ফেলছেন কিলো কিলো প্লাস্টিক! ডেকে আনছেন মৃত্যু! কত প্লাস্টিক খাচ্ছেন মাসে, জানেন?

রিনচেন ও মুস্কান দুজনেই জানিয়েছেন, “আমরা যে এলাকায় থাকি সেখানে উচ্চশিক্ষার সুযোগ নেই। তবে মন চাইলে সব সম্ভব। আমরা অনলাইন বিভিন্ন সাইট থেকে কোচিং করেছি। সেগুলি নিয়ে পড়াশোনা চালিয়েছি আর সফল হয়েছি। আগামীতে এই এলাকার কোনও পড়ুয়া নিট প্রস্তুতি নিতে চাইলে তাঁদের সাহায্য করব।”

অনন্যা দে