দেবী ষষ্ঠীর আরাধনা

Rural Festival: খই মুড়কি ফল সাজিয়ে দেবীকে অর্ঘ্য, সন্তানের মঙ্গলকামনায় পুজো মহিলাদের

গ্রামবাংলায় বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই পুজো। যা মূলত বাড়ির মহিলারা আয়োজন করেন। গ্রাম বাংলার প্রচলিত এই রীতি জানলে অবাক হবেন।
গ্রামবাংলায় বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই পুজো। যা মূলত বাড়ির মহিলারা আয়োজন করেন। গ্রাম বাংলার প্রচলিত এই রীতি জানলে অবাক হবেন।
সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা দেবী ষষ্ঠীর পুজো করেন। পুত্র সন্তান লাভ এবং বাড়ির অন্যান্য সন্তান ও সদস্যদের মঙ্গল কামনায় হয় পুজো।
সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা দেবী ষষ্ঠীর পুজো করেন। সন্তান লাভ এবং বাড়ির অন্যান্য সন্তান ও সদস্যদের মঙ্গল কামনায় হয় পুজো।
বটগাছের নিচে, বাড়ির আঙিনায়, কিংবা পুকুর পাড়ে এই পুজোর আয়োজন করেন মহিলারা। কোথাও নিজেরা পুজো করেন আবার কোথাও ব্রাহ্মণ এসে পুজো করে। মাটি দিয়ে বানানো হয় দেবী ষষ্ঠীর মূর্তি।
বটগাছের নিচে, বাড়ির আঙিনায়, কিংবা পুকুর পাড়ে এই পুজোর আয়োজন করেন মহিলারা। কোথাও নিজেরা পুজো করেন আবার কোথাও ব্রাহ্মণ এসে পুজো করে। মাটি দিয়ে বানানো হয় দেবী ষষ্ঠীর মূর্তি।
সকাল থেকে বাড়ির মহিলারা ধান থেকে খই ভেজে, মিষ্টি উপকরণ দিয়ে মুড়কি বানিয়ে এবং ফল প্রসাদ দিয়ে ভোগ নিবেদন করা হয় দেবী ষষ্ঠীর প্রতি। দেওয়া হয় পিঠেও।
সকাল থেকে বাড়ির মহিলারা ধান থেকে খই ভেজে, মিষ্টি উপকরণ দিয়ে মুড়কি বানিয়ে এবং ফল প্রসাদ দিয়ে ভোগ নিবেদন করা হয় দেবী ষষ্ঠীর প্রতি। দেওয়া হয় পিঠেও।
লোক ইতিহাস গবেষক অতনু নন্দন মাইতি বলেন, ওড়িয়া পরম্পরা মেনেই গ্রাম বাংলার প্রতিটি ঘরেই দেবী ষষ্ঠীর পুজো করা হয়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন নারায়ণগড়, কেশিয়াড়ি সহ এতদ অঞ্চলে এই পুজোর প্রচলন রয়েছে। সন্তানদের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা এই পুজো করেন। যেখানে পুরুষরা কোনওভাবেই সাহায্য করেন না।
লোক ইতিহাস গবেষক অতনু নন্দন মাইতি বলেন, ওড়িয়া পরম্পরা মেনেই গ্রাম বাংলার প্রতিটি ঘরেই দেবী ষষ্ঠীর পুজো করা হয়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন নারায়ণগড়, কেশিয়াড়ি সহ এতদ অঞ্চলে এই পুজোর প্রচলন রয়েছে। সন্তানদের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা এই পুজো করেন। যেখানে পুরুষরা কোনওভাবেই সাহায্য করেন না।
দেবী ষষ্ঠী সন্তান দায়িনী।সন্তান পালিনী দেবী।আবার শুধু পৌরাণিক দেবী ও মান্ধাতার আমলের লোকদেবী। তাই প্রচলিত নানান বিশ্বাসে এই পুজোর প্রচলন হয়ে আসছে দিনের পর দিন।
দেবী ষষ্ঠী সন্তান দায়িনী।সন্তান পালিনী দেবী।আবার শুধু পৌরাণিক দেবী ও মান্ধাতার আমলের লোকদেবী। তাই প্রচলিত নানান বিশ্বাসে এই পুজোর প্রচলন হয়ে আসছে দিনের পর দিন।