Jalpaiguri News: আলমারিতে জামাকাপড়ের মধ্যে শুয়ে! শেষমেশ যা বেরিয়ে এল…! ঘরেই বিরাট মরণফাঁদ

জলপাইগুড়ি: ঘরের আলমারির মধ্যে যে পোশাক রয়েছে, তার মধ্যে সুন্দরভাবে শুয়েছিল এই বিষধর সাপ। আর সেই ফোঁস ফোঁস শব্দই খুঁজে বার করতে পারছিল না বাড়ির লোক। শেষমেষ পরিবেশপ্রেমীরা ঘরের ভিতরে তন্নতন্ন করে খুঁজে আলমারি থেকে বার করল প্রায় ৮ ফিট লম্বা এক বিষধর গোখরো সাপ। ধূপগুড়ি পুর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দার অমিত মিত্রের বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করল পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা।

জানা গিয়েছে,  রাতে বিশালাকার একটি গোখরো সাপ বাড়ির ভিতরে আলমারিতে আস্তানা গেড়ে ছিল। বাড়ির সদস্যরা সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পেয়ে দেখতে পান একটি গোখরা সাপ আলমারিতে ঢুকে রয়েছে।ঘটনার খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠন অ্যানিম্যাল লার্ভাস তথা পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অনুপম চক্রবর্তীকে।

তিনি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় বিষধর গোখরা সাপটিকে উদ্ধার করেন। পরবর্তীতে সাপটিকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।এদিকে সাপ উদ্ধার হতে স্বস্তির নিশ্বাস ফেলে পরিবেশ সদস্যরা।

সুরজিৎ দে