সন্দীপ ঘোষের ল্যাপটপে কী মিলল?

Sandip Ghosh-RG Kar Case: সর্বনাশ! সন্দীপ ঘোষের ল্যাপটপে এগুলো কী! দেখে মাথায় হাত তদন্তকারীদের, এমন কী মিলল?

আরজি কর তদন্ত যত এগোচ্ছে, দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক 'কীর্তি' সামনে আসছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তদন্তকারীরাও।
আরজি কর তদন্ত যত এগোচ্ছে, দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক ‘কীর্তি’ সামনে আসছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তদন্তকারীরাও।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি! প্রসঙ্গত, এরই মধ্যে ২০১৭ সালের হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে। যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মেল নার্সের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি! প্রসঙ্গত, এরই মধ্যে ২০১৭ সালের হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে। যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মেল নার্সের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।
অভিযোগ, ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন সন্দীপ আচমকা তাঁর চেম্বারে ঢুকে পড়েন। নিতম্বে পর পর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে যান বলে অভিযোগ!
অভিযোগ, ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন সন্দীপ আচমকা তাঁর চেম্বারে ঢুকে পড়েন। নিতম্বে পর পর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে যান বলে অভিযোগ!
যদিও সেই সময় ব্যাপারটি 'মিস-আন্ডারস্ট্যান্ডিং' বলে দাবি করেছিলেন সন্দীপ ঘোষ। তাঁর দাবি ছিল, তিনি নাকি ব্যথা নিরাময়ের বিশেষ একটি ব্যায়াম ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন।
যদিও সেই সময় ব্যাপারটি ‘মিস-আন্ডারস্ট্যান্ডিং’ বলে দাবি করেছিলেন সন্দীপ ঘোষ। তাঁর দাবি ছিল, তিনি নাকি ব্যথা নিরাময়ের বিশেষ একটি ব্যায়াম ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন।
এবার আরজি কর কাণ্ডের আবহে সন্দীপের ল্যাপটপে একাধিক পুরুষের নগ্ন ছবি মিলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই ল্যাপটপটি সন্দীপ ঘোষ তাঁর বেলেঘাটার বাড়ি থেকে সরিয়ে এক আত্মীয়ের বাড়িতে রেখেছিলেন। তবে, পরে সেটিরও খোঁজ মেলে।
এবার আরজি কর কাণ্ডের আবহে সন্দীপের ল্যাপটপে একাধিক পুরুষের নগ্ন ছবি মিলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই ল্যাপটপটি সন্দীপ ঘোষ তাঁর বেলেঘাটার বাড়ি থেকে সরিয়ে এক আত্মীয়ের বাড়িতে রেখেছিলেন। তবে, পরে সেটিরও খোঁজ মেলে।
সেই ল্যাপটপের একাধিক ফাইলে যেমন নানান টাকা লেনদেনের সূত্র মিলেছে, তেমনই মিলেছে টেন্ডার সংক্রান্ত ডিজিটাল নথিও।
সেই ল্যাপটপের একাধিক ফাইলে যেমন নানান টাকা লেনদেনের সূত্র মিলেছে, তেমনই মিলেছে টেন্ডার সংক্রান্ত ডিজিটাল নথিও।