অপেক্ষারত মুখ‍্যমন্ত্রী!

Mamata Banerjee-Junior Doctors: অপেক্ষারত মুখ‍্যমন্ত্রী! কাটল না ‘লাইভ স্ট্রিমিং’ নিয়ে জটিলতা! বৈঠক কি বিশ বাঁও জলে?

কলকাতাঃ নবান্নের সভাঘরে অপেক্ষারত মুখ‍্যমন্ত্রী। নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা।  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে দু-পক্ষের মধ‍্য‍ে চেলেছে ইমেল চালাচালি। অবশেষে, আজ নবান্নে বৈঠকে গেলেন জুনিয়ার ডাক্তারা। নবান্নের সভাঘরে এসে উপস্থিত হলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যেপাধ‍্যায়।

আরও পড়ুনঃ স্নায়ুযুদ্ধ চরমে, নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা! লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়

সাংবাদিক বৈঠকে মুখ‍্যসচিব মনোজ পান্ট জানালেন, ‘‘আজ আমরা মেল করেছিলাম। এর জন্য ওরা এসেছে। ওরা পৌঁছেছে। মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন সভা ঘরে। ওরা ৩২ জন এসেছে। অনুমতি দিয়েছি। ওরা বলছে মিটিং-এর লাইভ স্ট্রিমিং করতে। আমরা বলেছি লাইভ স্ট্রিমিং হবে না। আমরা বলেছি ডকুমেন্ট করে রাখবো। ডক্টর বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। দেড়ঘণ্টা হয়ে গেল মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘চিকিৎসকদের যা প্রয়োজন সিসিটিভি, রেস্টরুম, লাইট-এর যা প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা করব ভেবেছিলাম। আমরা অনুরোধ করব যাতে ওরা মিটিং-এ আসে। আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি। লাইভ স্ট্রিমিং ইম্পরট্যান্ট নয়। আলোচনা ইম্পরট্যান্ট। তবে, একটা লিমিট আছে। মুখ্যমন্ত্রী দেরঘন্টা অপেক্ষা করছেন।’’

অন‍্যদিকে, ডিজি রাজীব কুমার জানান, ‘‘একটা ফর্মাল মিটিং-এ লাইভ স্ট্রিমিং হয়না। এই আলোচনা কি চাইছে, মুখ‍্যমন্ত্রী অপেক্ষা করছেন, আমরা কমিটেড ওদের নিরাপত্তা-এর জন্য। আমরা আইনকে সন্মান করি। সরকার সদিচ্ছা থেকে ওদের আমন্ত্রণ জানাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এর মিটিং এর সব লাইভ হয় না। সুপ্রিম কোর্ট এর পর্যবেক্ষনে আছে।’’

প্রথম থেকেই নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনা সভা শুরু আগে, শেষ মূহুর্তে নিজেদের মধ‍্যে বৈঠক করেছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাঁদের প্রথম থেকেই অন‍্যতম শর্ত ছিল লাইভ স্ট্রিমিং। তবে, প্রশাসন সেই দাবি মেনে নিতে নারাজ। জুনিয়ার ডাক্তদের সঙ্গে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব বেরিয়ে এলেন কথা বললে।