মঞ্জুখোলা পার্ক

Offbeat Travel Destination: নামমাত্র খরচে পাহাড়-জঙ্গল-নদীর মাঝে সময় কাটান প্রিয়জনের সঙ্গে, পুজোর ছুটিতে ডে আউটের সেরা ঠিকানা এটাই, না গেলেই বড় মিস!

দার্জিলিং: সামনেই দুর্গাপুজো সেই অর্থেই পুজোর ছুটিতে প্রচুর পর্যটকদের ঘুরতে যাওয়ার ঠিকানায় প্রথম স্থানে থাকে পাহাড়ের রানি দার্জিলিং। সেই অর্থেই আগেভাগেই ট্রেনের টিকিট থেকে শুরু করে হোমস্টে সব রেডি, এখন শুধু পুজোর ছুটির অপেক্ষা। সকলের ইচ্ছে থাকে একঘেয়েমি এই জীবন থেকে কিছুটা দূরে শহরের কোলাহল যানজটকে পিছুপা করে পাহাড়ের নিরিবিলি শান্ত শীতল পরিবেশে কিছুটা ভাল সময় কাটাতে। পাহাড়ের এই শান্ত শীতল আবহাওয়ায় যেন নিমিষেই মন ভাল হয়ে যায়।

এবছর পূজোর ছুটিতে আপনারও যদি গন্তব্য দার্জিলিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সেরা ঠিকানা হতে চলেছে এই জায়গা। চারিদিকে পাহাড় জঙ্গল তার মাঝ দিয়েই বয়ে চলেছে জল। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি ঝিঁঝিঁপোকার ডাক আর সঙ্গে সেখানকার লোকাল নেপালি জনজাতির হাতের তৈরি মোমো আর থুকপা। আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি তাহলে মিস করছেন।

আরও পড়ুন-বিশ্বকর্মা পুজোর আগে ঘরের চার কোণে ছিটিয়ে দিন…! গোপনে করুন ‘এই’ কাজ, কাটবে ফাঁড়া-সঙ্কট, কাঁড়ি কাঁড়ি টাকায় ভরবে ঘর-সংসার

দার্জিলিং পাহাড়ের মিরিকের বুকে লুকিয়ে থাকা এই মঞ্জু খোলা পার্ক যেন পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই প্রসঙ্গে এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিনিয়ত প্রচুর পর্যটক ভিড় জমা এখানে, এখানে আসলে পাহাড় জঙ্গল এবং নদীর সংস্পর্শে মন ভাল হবে সকলের সঙ্গে থাকবে, লোকাল পাহাড়ি মোমো।

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! আগামী ১৮ দিন বিরাট ‘মালামাল’, সূর্য-বুধের মহামিলনে ত্রিভুবন কাঁপাবে ৩ রাশি, বুধাদিত্য রাজযোগে খারাপ কাজও সুসম্পন্ন হবে!

তাহলে আর দেরি কিসের আপনিও যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে দার্জিলিং যাওয়ার পথে মিরিকের চা পাতা বাগানে ঘেরা পাহাড়ি রাস্তা ধরে কিছুটা উঠলেই হাতের ডানদিকে নেমে গেলেই আপনাকে হাতছানি দেবে সবুজে ঘেরা পাহাড়।এখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলার পার্ক এছাড়াও রয়েছে প্রকৃতির কোলে ছোট্ট ছোট্ট বসার জায়গা। নিরিবিলি এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটালে মন ভাল হয়ে যাবে আপনার।

সুজয় ঘোষ