কী বললেন সন্দীপ?

Sandip Ghosh-CBI: জেলে এ কী বলে ফেললেন সন্দীপ ঘোষ! শুনেই অবাক সকলে, পাল্টা এল জবাব! চমকে যাবেন শুনে

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চার জন। গত মঙ্গলবার সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসর আলির বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চার জন। গত মঙ্গলবার সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসর আলির বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
বুধবার থেকেই সন্দীপদের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। আপাতত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা। কিন্তু জেলে কেমন কাটছে সন্দীপের দিন? জেল সূত্রে মিলছে নানান খবর।
বুধবার থেকেই সন্দীপদের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। আপাতত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা। কিন্তু জেলে কেমন কাটছে সন্দীপের দিন? জেল সূত্রে মিলছে নানান খবর।
সূত্রের খবর, প্রেসিডেন্সি সংশোধনাগারে সন্দীপ ঘোষ সেলে আসার পর নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাঁর সেলের সামনে মোতায়েন করা হয়েছে দু’‌জন কারারক্ষীকেও। আরও জানতে পারা গিয়েছে, সকাল বিকেল স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সন্দীপের।
সূত্রের খবর, প্রেসিডেন্সি সংশোধনাগারে সন্দীপ ঘোষ সেলে আসার পর নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাঁর সেলের সামনে মোতায়েন করা হয়েছে দু’‌জন কারারক্ষীকেও। আরও জানতে পারা গিয়েছে, সকাল বিকেল স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সন্দীপের।
চিকিৎসকরা জানিয়েছেন, একদমই সুস্থ আছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। নিয়মমতো খাবারও খেয়েছেন সন্দীপ। তবে জেলের খাবার নিয়ে তাঁর আপত্তি রয়েছে। বলেছেন, 'এমন খাবার কি খাওয়া যায়'? যদিও পাল্টা কারারক্ষীরা তার কথায় পাত্তা দেননি বলেই খবর। সূত্রের খবর, সন্দীপকে বলা হয়, 'এটা আরজি কর হাসপাতাল নয়, যা চাইবেন, তাই পাবেন।'
চিকিৎসকরা জানিয়েছেন, একদমই সুস্থ আছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। নিয়মমতো খাবারও খেয়েছেন সন্দীপ। তবে জেলের খাবার নিয়ে তাঁর আপত্তি রয়েছে। বলেছেন, ‘এমন খাবার কি খাওয়া যায়’? যদিও পাল্টা কারারক্ষীরা তার কথায় পাত্তা দেননি বলেই খবর। সূত্রের খবর, সন্দীপকে বলা হয়, ‘এটা আরজি কর হাসপাতাল নয়, যা চাইবেন, তাই পাবেন।’
সন্দীপ এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলের ১০ নম্বর সেলে। সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। প্রথমে তাঁকে ২২ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে রাখা হয়েছিল। পরে তাঁকে ‘পহেলা ২২’ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে স্থানান্তরিত করা হয়।
সন্দীপ এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলের ১০ নম্বর সেলে। সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। প্রথমে তাঁকে ২২ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে রাখা হয়েছিল। পরে তাঁকে ‘পহেলা ২২’ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে স্থানান্তরিত করা হয়।
সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার হওয়া বাকি তিনজনকে অবশ্য রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের ২৩/৪৪ নম্বর ওয়ার্ডে। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ–সহ নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছেন।
সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার হওয়া বাকি তিনজনকে অবশ্য রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের ২৩/৪৪ নম্বর ওয়ার্ডে। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ–সহ নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছেন।