নো পার্কিং জোনে অবৈধ পার্কিং

Traffic Problem: অবৈধ পার্কিং ও যানজট সমস্যায় নাজেহাল শহরবাসী! পুজোর আগেই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি

কোচবিহার: সামনেই আসন্ন দূর্গা পুজো। আর দুর্গা পুজো উপলক্ষে গোটা শহরে ভিড় বাড়ছে ক্রমশ। তবে এরই মাঝে আবারও একটি পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে প্রতিনিয়ত। শহরের যেখানে সেখানে গাড়ি কিংবা বাইক পার্কিং করে রাখার বিষয় চোখে পড়ছে প্রতিনিয়ত। আর এর ফলেই রাস্তার অংশ কমে গিয়ে যানজট আরও তীব্র হয়ে উঠছে।

কোচবিহারের এক বাসিন্দা রিমা দত্ত জানান,”প্রতিনিয়ত রাস্তার দু’পাশে যেভাবে অবৈধভাবে পার্কিং চলছে। এটাই সমস্যা আরও অনেকটা বেড়ে উঠেছে। এই সমস্যা সমাধানে দ্রুত জেলা প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত।” পার্শ্ববর্তী জেলার এক বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী জানান,”কর্ম সূত্রে প্রতিদিন কোচবিহারে আসতে হয় তাঁকে। তবে কোচবিহারে আসলেই যানজটের কবলে পড়ে সমস্যা পোহাতে হয় অনেকটাই।”

আরও পড়ুন: নারীদের দুর্দশার কথা বলবে পুজো প্যান্ডেল, এবার থিমে বড় চমক কোচবিহারের এই পুজোয়

গোটা বিষয় নিয়ে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই শহরের বেশ কিছু এলাকাতে পার্কিং জোন তৈরি করা হয়েছে। সেই এলাকাগুলোর বাইরে পার্কিং করা হলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফাইন করা হবে। তবে এই একই পরিস্থিতি যদি চলতেই থাকে দুর্গা পুজোর সময় সমস্যা আরও কয়েকগুণ বেড়ে উঠবে বলে আশঙ্কা শবরবাসীর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit