ঝাড়গ্ৰামের বেলপাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে

Jhargram News: ঝাড়গ্ৰামের বেলপাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, চিন্তায় স্বাস্থ্য দফতর

ঝাড়গ্ৰাম : ঝাড়গ্ৰামের বেলপাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। ঝাড়গ্ৰাম জেলায় এই বছর দু’শোর অধিক ব্যাক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। বেলপাহাড়ি এলাকার আমলাশোল , মেরাসুলি, কাঁকড়াঝোড় ,কুচলাপাহাড়ি, সরিষাবাসার মত এলাকার আক্রান্তের সংখ্যা প্রায় দেড়শোর কাছাকাছি। ঘন ঘন বৃষ্টিতে জঙ্গল লাগোয়া গ্ৰামগুলোতে মশার প্রাদুর্ভাব বেড়েছে। যার জেরেই সংক্রমণের সংখ্যা বাড়ছে। জেলা স্বাস্থ্য দফতর ম্যালেরিয়া প্রতিরোধে লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় মেডিক্যাল টিম এলাকা পরিদর্শন করছে। আশা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। তারপরেও সংক্রমণের সংখ্যা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

ম্যালেরিয়ার প্রকোপ বাড়ার একাধিক কারণ উঠে আসছে। এলাকার বাসিন্দারা অনেকেই রাতে মশারি ব্যাবহার করেন না। রোগ চিহ্নিত হলেও অনেকেই নিয়মিত ওষুধ সেবন করেন না। এছাড়াও ঘন জঙ্গল এলাকায় ঘোরাঘুরি করার মশার কামড়ে অনেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা দু’শো পার করে গিয়েছে । বেলপাহাড়ি এলাকাতেই সংখ্যাটা অর্দ্ধশতাধিকের কাছাকাছি। জেলায় জুলাই মাস পর্যন্ত জেলায় ১৮৪৭৯৮ জনের ম্যালেরিয়ার পরীক্ষা হয়েছে। তারমধ্যে ১৯৯ জনের ম্যালেরিয়া ধরা পড়েছে। সেপ্টেম্বরে মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা যা নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন।

আরও পড়ুন : ভারতের হয়ে খেলবে বাংলার জুয়েল সরকার, আর্চারিতে নতুন তারকা পাবে দেশ!

ঝাড়গ্ৰাম জেলার সিএমওএইচ ভুবন চন্দ্র হাঁসদা বলেন,”ম্যালেরিয়ার প্রকোপ রোধে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্লকের সাস্থ্য কর্মীর এলাকা পরিদর্শন করছেন। স্থানীয় বিদ্যালয় , বাজার ও জনবসতি এলাকায় কোথাও যাতে জল জমে আছে কিনা দেখা হচ্ছে। স্থানীয় হোম স্টে গুলোতে ম্যালেরিয়া সংক্রমিত কোনও ব্যক্তি এসেছেন কিনা সেটার উপরেও নজর দেওয়া হচ্ছে। জঙ্গল লাগোয়া গ্ৰামবাসীদের বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখা রাতে মশারি খাটানো , অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য সচেতন করা হচ্ছে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা অনান্য শারীরিক অসুস্থায় ভুগছেন কিনা সেটাও দেখা হচ্ছে। জেলা ও ব্লকস্তরে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের নিয়ে নিয়মিত বৈঠক করা হচ্ছে”।

আরও পড়ুন : যুব সমাজকে মোবাইল ছেড়ে মাঠে আসার বার্তা দিতে হাতিয়ার ক্রিকেট লীগ

জেলার স্বাস্থ্য দফতরেরএক আধিকারিক বলেন , বিনপুর -২ব্লকের বেলপাহাড়ি এলাকা ছাড় জেলার অন্যান্য ব্লকে ম্যালেরিয়ার প্রকোপ কম। জেলা শহরে সংখ্যাটা শূন্য। বেলপাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতামূলক প্রচার , স্বাস্থ্যশিবিরে পরীক্ষার সঙ্গে ওষুধ বিতরণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অসচেতনতা কিছুটা হলেও প্রকোপ বৃদ্ধির কারণ হয়ে উঠছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

জেলা কালেক্টরটে ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ে বৈঠকও হয়েছে। ম্যালেরিয়া সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে।

বুদ্ধদেব বেরা