অভিনব উদ্যোগ জেলাশাসকের

Jalpaiguri News: মিড ডে মিল নিয়ে নানা অভি‌যোগ! খোঁজ নিতে পড়ুয়াদের সঙ্গে স্কুলের খাবার খেলেন জেলাশাসক

জলপাইগুড়ি: স্কুল পড়ুয়াদের সঙ্গে বসেই মিড ডে মিলের খাবার খেলেন খোদ জেলাশাসক। স্কুলের কচিকাঁচাদের তো বটেই পাশাপাশি জেলাবাসীর অভাব, অভিযোগ নিরসনে ও মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগে পাড়ায় পাড়ায় ছুটে জেলাশাসক নিজে সাক্ষাৎ করে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। শুনছেন তাদের সমস্যার কথা। জলপাইগুড়ি জেলায় এমনই ছবি দেখা গেল এদিন।

জলপাইগুড়ি শহরের জেলাশাসক শামা পারভিনের এ হেন উদ্যোগে বেশ খুশি জলপাইগুড়িবাসী। এদিন দেখা যায় জলপাইগুড়ি জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিডিও একত্রিত হয়ে বিভিন্ন পাড়ার সরু অলিগলি দিয়ে পায়ে হেঁটে ঘুরে কথা বলেন সাধারণ মানুষ সঙ্গে। এরই সঙ্গে আচমকাই কোথাও স্কুলের মধ্যে ঢুকে গিয়ে খাবার পরিদর্শন করছেন, নিজেই স্কুলের পড়ুয়াদের সঙ্গে বসে সেই খাবার খাচ্ছেন।

আরও পড়ুন:বন্দে ভারতকে ঘিরে প্রবল যাত্রী বিক্ষোভ এনজেপি স্টেশনে! কী এমন ঘটল জানেন?

এছাড়াও স্কুলের শৌচালয় থেকে শুরু করে শহরের খানিক ভেতরের পাড়ার শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা সেসবও নিজেই খতিয়ে দেখছেন। কোনও সমস্যা খুঁজে পেলেই সেখানকার প্রশাসনিক কর্তাদের কড়া ভাষায় ধমক দিতেও শোনা যায়। দ্রুত সমস্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে