নবনির্মিত জেটি

South 24 Parganas News: ২বছর ধরে নদীর বুকে পড়ে নবনির্মিত জেটি, ‌‌যুক্ত নয় স্থলভাগে! সুন্দরবনে অদ্ভুত পরিস্থিতি

দক্ষিণ ২৪ পরগনা: তৈরি হয়েছে নতুন জেটি, কিন্তু সেই জেটি নদীর বুকেই পড়ে রয়েছে। তার সঙ্গে সংযোগ নেই স্থলভাগের। ফলে বাধ্য হয়ে সেই জেটি পাশ দিয়ে জল কাদা পেড়িয়ে যেতে হচ্ছে স্থানীয়দের। এই জেটি ঘাট থেকে পাথরপ্রতিমার কুয়েমুড়ি ও কুলতলির মইপিঠ খেয়া ঘাটে যাওয়া যায়। গুরুত্বপূর্ণ এই জেটি ব্যবহার করেন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। জেটি ঘাট ব্যবহার করেন মৎস্যজীবীরাও। নতুন জেটির কাজ শুরু হওয়ার পর আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা। কিন্তু দু’বছর পেরিয়ে গেলেও এখনও নদীর বুকে দাঁড়িয়ে রয়েছে জেটি ব্যবহার করতে পারেনা কেউই।

আরও পড়ুন: রুপোর পাখায় বাতাস, রুপোর সম্মার্জনীতে ধুলো পরিষ্কার, ৩০০ বছরের সাবেক পুজোয় আজও উড়ে যায় নীলকণ্ঠ

কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মিত এই জেটি কবে ব্যবহার করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সূত্রের খবর ঠিকাদার সংস্থার কাজের গরিমসির জন্য এই সমস্যা হয়েছে।এ নিয়ে জেটি দেখভাল করা এক ব্যক্তি মোশারফ পেয়াদা জানিয়েছেন, খুব শীঘ্রই কাজ আবার নতুন করে শুরু করা হবে বলে শোনা যাচ্ছে। এখন ভাটার সময় খুব সমস্যা হচ্ছে স্থানীয়দের। জেটির আরও একশ মিটার সম্প্রসারণ করলে খুব ভাল হয়। জেটি পার করতে আসা এক মহিলা মর্জিনা বিবি সমস্যা পোহান রোজ। তিনি জানিয়েছেন সকলের অসুবিধা হয়। মেয়েদের সমস্যা হয় বেশি। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তুলেছেন সকলেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক