ছবি প্রতিকি 

Stroke Symptoms: শরীরে আচমকা সাধারণ ‘এই’ লক্ষণগুলি দেখলে সাবধান…! স্ট্রোকে স্তব্ধ হয়ে যেতে পারে জীবন

*মূলত মস্তিষ্কের অংশে রক্ত ​​​​প্রবাহ বাধাপ্রাপ্ত হলে স্ট্রোক হতে পারে। বিশ্বজুড়ে স্ট্রোক হল মৃত্যুর অন্যতম কারণ।
*মূলত মস্তিষ্কের অংশে রক্ত ​​​​প্রবাহ বাধাপ্রাপ্ত হলে স্ট্রোক হতে পারে। বিশ্বজুড়ে স্ট্রোক হল মৃত্যুর অন্যতম কারণ।
*স্ট্রোক বর্তমানে একটি সমস্যা। এই সমস্যা যে কারও জীবনে ঘটতে পারে। কিন্তু প্রাথমিক লক্ষণগুলো দেখলে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।
*স্ট্রোক বর্তমানে একটি সমস্যা। এই সমস্যা যে কারও জীবনে ঘটতে পারে। কিন্তু প্রাথমিক লক্ষণগুলো দেখলে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।
*এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হল দ্রুত কিছু সতর্কতা মেনে চলা। তবে স্ট্রোকের কিছু লক্ষণ আছে যেগুলো অবহেলা করা যাবে না।
*এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হল দ্রুত কিছু সতর্কতা মেনে চলা। তবে স্ট্রোকের কিছু লক্ষণ আছে যেগুলো অবহেলা করা যাবে না।
*অনেক সময় দৃষ্টি, শ্রবণ বা স্পর্শের অনুভূতি হঠাৎ কাজ না করলে দ্রুত চিকিৎসকের কাছে যান। এই ক্ষতি হঠাৎ ঘটতে পারে এবং বড় বা আংশিক হতে পারে।
*অনেক সময় দৃষ্টি, শ্রবণ বা স্পর্শের অনুভূতি হঠাৎ কাজ না করলে দ্রুত চিকিৎসকের কাছে যান। এই ক্ষতি হঠাৎ ঘটতে পারে এবং বড় বা আংশিক হতে পারে।
*অনেকের দৃষ্টি সমস্যা কিংবা দ্বিগুণ দৃষ্টি, ঝাপসা দৃষ্টি স্ট্রোকের আরেকটি সাধারণ প্রাথমিক লক্ষণ। আক্রান্ত ব্যক্তির পক্ষে কাজে মনোযোগ দেওয়া বা কোনও কিছু বুঝতে অসুবিধা হতে পারে।
*অনেকের দৃষ্টি সমস্যা কিংবা দ্বিগুণ দৃষ্টি, ঝাপসা দৃষ্টি স্ট্রোকের আরেকটি সাধারণ প্রাথমিক লক্ষণ। আক্রান্ত ব্যক্তির পক্ষে কাজে মনোযোগ দেওয়া বা কোনও কিছু বুঝতে অসুবিধা হতে পারে।
*চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, কাজে কিংবা কথায় অস্পষ্ট বা দুর্বোধ্য লাগতে পারে। এই লক্ষণগুলো দ্রুত চলে গেলেও উদ্বেগজনক, কারণ এগুলো মিনি স্ট্রোকের লক্ষণ হতে পারে।
*চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, কাজে কিংবা কথায় অস্পষ্ট বা দুর্বোধ্য লাগতে পারে। এই লক্ষণগুলো দ্রুত চলে গেলেও উদ্বেগজনক, কারণ এগুলো মিনি স্ট্রোকের লক্ষণ হতে পারে।