রেলের বোর্ডে W/L বা W/B লেখা থাকে, এর অর্থ কি জানেন?

Indian Railways: রেলের বোর্ডে W/L বা W/B লেখা থাকে, এর অর্থ কি জানেন?

ভারতীয় গণ পরিবহের সবথেকে বড় মাধ্যম হল রেল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ট্রেন। স্বাধীনতার পর থেকে সময় যত এগিয়েছে রেল পরিষেবা দেশের প্রত্যন্ত প্রান্তরে পৌছে দেওয়া হয়েছে। সেই কাজ এখনও চলছে।
ভারতীয় গণ পরিবহের সবথেকে বড় মাধ্যম হল রেল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ট্রেন। স্বাধীনতার পর থেকে সময় যত এগিয়েছে রেল পরিষেবা দেশের প্রত্যন্ত প্রান্তরে পৌছে দেওয়া হয়েছে। সেই কাজ এখনও চলছে।
রেলের থেকে কম টাকায় কোনও পরিবহন ব্যবস্থা দূর-দূরান্তরে পৌছে দিতে পারবে না। রেলে আমরা চরলেও, রেল লাইন দেখলেও, ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা।
রেলের থেকে কম টাকায় কোনও পরিবহন ব্যবস্থা দূর-দূরান্তরে পৌছে দিতে পারবে না। রেলে আমরা চরলেও, রেল লাইন দেখলেও, ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা।
ট্রেনে যাত্রার সময় আমরা মাঝেসাঝেই প্ল্যাটফর্মে বেশ কিছু সাইনবোর্ড দেখতে পাই।  প্রতিটি বোর্ডেরই আলাদা আলাদা মান রয়েছে। তেমনই দুটি বোর্ড হল W/L এবং W/B। এই দুটি বোর্ডের মানে আলাদা। তবে তা অনেকের কাছেই অজানা।
ট্রেনে যাত্রার সময় আমরা মাঝেসাঝেই প্ল্যাটফর্মে বেশ কিছু সাইনবোর্ড দেখতে পাই। প্রতিটি বোর্ডেরই আলাদা আলাদা মান রয়েছে। তেমনই দুটি বোর্ড হল W/L এবং W/B। এই দুটি বোর্ডের মানে আলাদা। তবে তা অনেকের কাছেই অজানা।
ধরে নেওয়া যাক একটি বোর্ডে লেখা আছে W/B। এর অর্থ হল Whistle/Bridge। অর্থাৎ বোর্ডের মাধ্যমে জানানো হয় যে সামনে একটি ব্রিজ আছে। সিগনাল দিয়ে ট্রেনের লোকো পাইলটকে সতর্ক করে দেওয়া হয়ে থাকে যে সামনে একটি ব্রিজ রয়েছে।
ধরে নেওয়া যাক একটি বোর্ডে লেখা আছে W/B। এর অর্থ হল Whistle/Bridge। অর্থাৎ বোর্ডের মাধ্যমে জানানো হয় যে সামনে একটি ব্রিজ আছে। সিগনাল দিয়ে ট্রেনের লোকো পাইলটকে সতর্ক করে দেওয়া হয়ে থাকে যে সামনে একটি ব্রিজ রয়েছে।
W/B এর মত আরও একাধিক সিগনাল আছে। যেমন W/L। রেলওয়ের যেখানে W/L বোর্ড লাগানো থাকে সেখানে ড্রাইভারকে হর্ন বাজাতে হয়। এর অর্থ সামনে একটি গেট আছে। সাধারণত ২৫০ মিটার দূরত্বের মধ্যে এই বোর্ড লাগানো হয়ে থাকে।
W/B এর মত আরও একাধিক সিগনাল আছে। যেমন W/L। রেলওয়ের যেখানে W/L বোর্ড লাগানো থাকে সেখানে ড্রাইভারকে হর্ন বাজাতে হয়। এর অর্থ সামনে একটি গেট আছে। সাধারণত ২৫০ মিটার দূরত্বের মধ্যে এই বোর্ড লাগানো হয়ে থাকে।