জবা ফুল

Jaba Phul: নিম্নচাপের জেরে চরম অশনি, ফুল চাষিদের মাথায় হাত, মা কালীর প্রিয় জবা ফুল একেবারেই পাওয়া যাচ্ছে না

হাওড়া: বাজারে চড়া দামে বিকোচ্ছে জবা তবুও সমস্যায় জেলার জবা চাষী! সারা বছর চাহিদা থাকলেও, লাভের মুখ দেখতে পুজোর বাজারের অপেক্ষায় থাকতে হয় ফুল চাষীদের। এবার পুজোর বাজার শুরুর আগেই ক্ষতিগ্রস্ত চাষের জমি। বর্ষায় অতিমাত্রায় বৃষ্টি গাছের গোড়ায় জমা জল। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পরছে।
হাওড়া: বাজারে চড়া দামে বিকোচ্ছে জবা তবুও সমস্যায় জেলার জবা চাষী! সারা বছর চাহিদা থাকলেও, লাভের মুখ দেখতে পুজোর বাজারের অপেক্ষায় থাকতে হয় ফুল চাষীদের। এবার পুজোর বাজার শুরুর আগেই ক্ষতিগ্রস্ত চাষের জমি। বর্ষায় অতিমাত্রায় বৃষ্টি গাছের গোড়ায় জমা জল। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পরছে।
শুকিয়ে যাচ্ছে গাছের শাখা। ফলে গাছে নতুন কুঁড়ি দারুণ ভাবে কমেছে। ফুলের দাম বাড়লেও যোগান না থাকার ফলে লাভ পাচ্ছেন না কৃষক। এদিকে বেড়েছে খরচের পরিমাণ, গাছ বাঁচিয়ে রাখতে সার কীটনাশক বেশি মাত্রায় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন কৃষক।এই সমস্যায় হাওড়ার বাগনান ব্লকের কয়েক হাজার ফুল চাষী পুজোর বাজারে ধরতে গাছ টিকিয়ে রাখতে লড়াই চালাচ্ছেন চাষের জমিতে।
শুকিয়ে যাচ্ছে গাছের শাখা। ফলে গাছে নতুন কুঁড়ি দারুণ ভাবে কমেছে। ফুলের দাম বাড়লেও যোগান না থাকার ফলে লাভ পাচ্ছেন না কৃষক। এদিকে বেড়েছে খরচের পরিমাণ, গাছ বাঁচিয়ে রাখতে সার কীটনাশক বেশি মাত্রায় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন কৃষক।এই সমস্যায় হাওড়ার বাগনান ব্লকের কয়েক হাজার ফুল চাষী পুজোর বাজারে ধরতে গাছ টিকিয়ে রাখতে লড়াই চালাচ্ছেন চাষের জমিতে।
পুজোর মরশুমের শুরু থেকেই অন্যান্য ফুলের সঙ্গে জবের চাহিদা থাকে সর্বাধিক। অধিকাংশ চাষের জমি বা অধিকাংশ কৃষক জবা চাষের দিকে আগ্রহ দেখায়। জেলায় ফুল চাষ সূচনা লগ্ন থেকেই জবা ফুলের চাষ। দিন দিন জবা চাষের পরিমাণও বেড়েছে এলাকায়।
পুজোর মরশুমের শুরু থেকেই অন্যান্য ফুলের সঙ্গে জবের চাহিদা থাকে সর্বাধিক। অধিকাংশ চাষের জমি বা অধিকাংশ কৃষক জবা চাষের দিকে আগ্রহ দেখায়। জেলায় ফুল চাষ সূচনা লগ্ন থেকেই জবা ফুলের চাষ। দিন দিন জবা চাষের পরিমাণও বেড়েছে এলাকায়।
সিজন ফুলের চাষে যে পরিমাণ ঝুঁকি থাকে, সেই তুলনায় জবা চাষে ঝুঁকি কম। সেই দিক থেকে কয়েক বছরে এই চাষের প্রতি আগ্রহ বেড়েছে স্থানীয় মানুষের। তবে বর্তমানে জবা চাষেও সমস্যা দেখা দিচ্ছে। ফলে সমস্যায় জবা চাষী।
সিজন ফুলের চাষে যে পরিমাণ ঝুঁকি থাকে, সেই তুলনায় জবা চাষে ঝুঁকি কম। সেই দিক থেকে কয়েক বছরে এই চাষের প্রতি আগ্রহ বেড়েছে স্থানীয় মানুষের। তবে বর্তমানে জবা চাষেও সমস্যা দেখা দিচ্ছে। ফলে সমস্যায় জবা চাষী।
প্রাকৃতিক দুর্যোগ একইসঙ্গে নিকাশি বহাল না থাকার ফলে জবা চাষে সমস্যা।এ প্রসঙ্গে বাগনান বাঁকুড়দহ গ্রামের ফুল চাষিরা জানান, জেলার অধিকাংশ কৃষক ধান ও পাট চাষ ছেড়ে প্রায় প্রতি বছর কম বেশি সমস্যা দেখা যায়। এলাকার অধিকাংশ ফুল চাষীর অভিযোগ সরকারি কোনরকম সুযোগ-সুবিধাও মেলেনা।গতবছর তুলনামূলক বাজার ভালই কেটেছে। এবার কতটা গাছ বাঁচিয়ে ফুল ফোঁটাতে পারবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। Input- Rakesh Maity
প্রাকৃতিক দুর্যোগ একইসঙ্গে নিকাশি বহাল না থাকার ফলে জবা চাষে সমস্যা।এ প্রসঙ্গে বাগনান বাঁকুড়দহ গ্রামের ফুল চাষিরা জানান, জেলার অধিকাংশ কৃষক ধান ও পাট চাষ ছেড়ে প্রায় প্রতি বছর কম বেশি সমস্যা দেখা যায়। এলাকার অধিকাংশ ফুল চাষীর অভিযোগ সরকারি কোনরকম সুযোগ-সুবিধাও মেলেনা।গতবছর তুলনামূলক বাজার ভালই কেটেছে। এবার কতটা গাছ বাঁচিয়ে ফুল ফোঁটাতে পারবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। Input- Rakesh Maity