Viswakarma Puja 2024 elephant puja on the day of viswakarma puja on the basis of tradition

Viswakarma Puja 2024: এ কী দৃশ‍্য ডুর্য়াসে! ‘এইভাবে’ হচ্ছে বিশ্বকর্মা পুজো! উপচে পড়ছে ভিড়! একবার দেখুন ছবিগুলো

হাতি পুজোয় খুশির আমেজ ডুয়ার্সে! বিশ্বকর্মা পুজা উপলক্ষে মূর্তি পুজো নয় বরং হাতি পুজো নজর কাড়ল উত্তরের ডুয়ার্সে। অরণ্য, রাজা, শিলাবতী, রাম , আমন… নাম তো বহু। কিন্তু জানেন এরা কারা? এরা সবাই বিশ্বকর্মার ‘বাহন’।
হাতি পুজোয় খুশির আমেজ ডুয়ার্সে! বিশ্বকর্মা পুজা উপলক্ষে মূর্তি পুজো নয় বরং হাতি পুজো নজর কাড়ল উত্তরের ডুয়ার্সে। অরণ্য, রাজা, শিলাবতী, রাম , আমন… নাম তো বহু। কিন্তু জানেন এরা কারা? এরা সবাই বিশ্বকর্মার ‘বাহন’।
আজ বিশ্বকর্মা পুজো। তাই উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলে ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হতো। হলও তাই! মহা জাঁকজমকপূর্ণভাবে জঙ্গলে পালিত হল হাতি পুজো। পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা। এমনকি ভীড় ছিল এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরও।
আজ বিশ্বকর্মা পুজো। তাই উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলে ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হতো। হলও তাই! মহা জাঁকজমকপূর্ণভাবে জঙ্গলে পালিত হল হাতি পুজো। পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা। এমনকি ভীড় ছিল এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরও।
এদিন এক্কেবারে ভিন্ন ছন্দে মেতে উঠতে দেখা গেল ডুয়ার্স বাসীকে। ডুয়ার্সের গরুমারা ও জলদাপাড়া এলাকায় যে কুনকি হাতি রয়েছে, তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। পুজো দেওয়া হয় গরুমারা, ধুপঝোরা, রামসাই রাইনো ক্যাম্পের পাশে। ডুয়ার্সে আজকের দিনটি আর পাঁচটি জায়গার থেকে খানিক আলাদাভাবেই পালিত হল বিশ্বকর্মা পুজো।
এদিন এক্কেবারে ভিন্ন ছন্দে মেতে উঠতে দেখা গেল ডুয়ার্স বাসীকে। ডুয়ার্সের গরুমারা ও জলদাপাড়া এলাকায় যে কুনকি হাতি রয়েছে, তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। পুজো দেওয়া হয় গরুমারা, ধুপঝোরা, রামসাই রাইনো ক্যাম্পের পাশে। ডুয়ার্সে আজকের দিনটি আর পাঁচটি জায়গার থেকে খানিক আলাদাভাবেই পালিত হল বিশ্বকর্মা পুজো।
কোনও মূর্তি বা প্রতিমা পুজো নয়, বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হল এদিন। গরুমারা এলাকার কুনকি হাতির (পোষ্য হাতি) পাশাপাশি জলদাপাড়া এলাকাতেও সেখানকার ৩৯ টি কুনকি হাতি এবং গরুমারা রেঞ্জ এলাকার ২৫ টি হাতিকে পুজো করা হয়।
কোনও মূর্তি বা প্রতিমা পুজো নয়, বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হল এদিন। গরুমারা এলাকার কুনকি হাতির (পোষ্য হাতি) পাশাপাশি জলদাপাড়া এলাকাতেও সেখানকার ৩৯ টি কুনকি হাতি এবং গরুমারা রেঞ্জ এলাকার ২৫ টি হাতিকে পুজো করা হয়।
বনকর্মী, পর্যটক ছাড়াও শয়ে শয়ে জঙ্গল লাগোয়া বনবস্তি এলাকার গ্রামবাসীদের একত্রে প্রার্থনায় পুজোর আমেজ পুরো এলাকা জুড়ে । তাঁদের প্রার্থনা একটাই, ডুয়ার্সে হাতি-মানুষের সংঘাত যেন কমে যায়। হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয়। মন থেকে এই প্রার্থনাই জানালেন তাঁরা।
বনকর্মী, পর্যটক ছাড়াও শয়ে শয়ে জঙ্গল লাগোয়া বনবস্তি এলাকার গ্রামবাসীদের একত্রে প্রার্থনায় পুজোর আমেজ পুরো এলাকা জুড়ে । তাঁদের প্রার্থনা একটাই, ডুয়ার্সে হাতি-মানুষের সংঘাত যেন কমে যায়। হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয়। মন থেকে এই প্রার্থনাই জানালেন তাঁরা।
গতকালই খুলে গিয়েছে ডুয়ার্সের জঙ্গলের দরজা। তাই পর্যটকদের ভীড়ও ছিল জঙ্গলে। এই সময় ঘুরতে এসে অন্যরকম পুজো চাক্ষুস করতে পেরে খুশি পর্যটকদের একাংশ। অসম্ভব সুন্দর এই দৃশ্য মুঠোফোনে বন্দি করতে এবং গজর আজকে কলা খাওয়াতে ভীর উপচে পড়ে পুজো চত্বরে। ফুল,ফল মিষ্টি কলা সহযোগে এভাবেই বিশ্বকর্মা পুজোর দিন বাহন গজরাজকে পুজো করেই উৎসবের আমেজে মেতে উঠেছে উত্তরবঙ্গের ডুয়ার্সের সাধারণ মানুষ।
গতকালই খুলে গিয়েছে ডুয়ার্সের জঙ্গলের দরজা। তাই পর্যটকদের ভীড়ও ছিল জঙ্গলে। এই সময় ঘুরতে এসে অন্যরকম পুজো চাক্ষুস করতে পেরে খুশি পর্যটকদের একাংশ। অসম্ভব সুন্দর এই দৃশ্য মুঠোফোনে বন্দি করতে এবং গজর আজকে কলা খাওয়াতে ভীর উপচে পড়ে পুজো চত্বরে। ফুল,ফল মিষ্টি কলা সহযোগে এভাবেই বিশ্বকর্মা পুজোর দিন বাহন গজরাজকে পুজো করেই উৎসবের আমেজে মেতে উঠেছে উত্তরবঙ্গের ডুয়ার্সের সাধারণ মানুষ।

সুরজিৎ দে