দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র 

East Medinipur News: নিম্নচাপে উলটপুরাণ, হাসি কেড়ে নিয়েছে মৎস্যজীবীদের!

দিঘা: বারবার নিম্নচাপ হতাশ করেছে মৎস্যজীবীদের। নিম্নচাপ সমুদ্রে মাছ শিকারের অনুকূল পরিবেশ সৃষ্টি করলেও। চলতি বছর বারবার নিম্নচাপ কার্যত হতাশ করেছে মৎস্যজীবীদের। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র শুধু রাজ্যের না, পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ উৎপাদনের কেন্দ্র। প্রতিবছর মাছ ধরার মরশুমে টন টন ইলিশ সহ নানান ধরনের সামুদ্রিক মাছ উৎপাদন হয়। কিন্তু বিগত কয়েক বছর সেই চিত্রটা আমূল বদলে গিয়েছে। বিগত কয়েক বছরের পাশাপাশি চলতি মরশুমে জলের রূপলি শস্য ইলিশের দেখা নেই। এর পাশাপাশি অন্যান্য মাছের যোগান কম।

আরও পড়ুনঃ এ কী দৃশ‍্য ডুর্য়াসে! ‘এইভাবে’ হচ্ছে বিশ্বকর্মা পুজো! উপচে পড়ছে ভিড়! একবার দেখুন ছবিগুলো

নিম্নচাপের ঝিরঝির বৃষ্টি ও পূবালী হাওয়ায় সমুদ্রে মাছ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। অনুকূল পরিবেশ থাকলেও এবার মৎস্যজীবীরা হতাশ বারবার সমুদ্র যাত্রা নিষেধাজ্ঞা থাকার কারণে! ফলে মাছ ধরার মরশুমে ক্ষতির মুখে দেখতে হচ্ছে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের। বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। ইলিশ না উঠে আসায় ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের বছরের পর বছর ক্ষতির মুখ দেখতে হচ্ছে। চলতি বছর সে চিত্র বদলাল না।

চলতি বছর মৎস্যজীবীরা আশা করেছিলেন এ বছর ভাল পরিমান ইলিশ উঠে আসবে। শুধু ইলিশ নয় ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর দিঘা মোহনায় ইলিশের দেখা মিলে ছিল। প্রতিদিনই ইলিশ উঠে দিঘা মোহনায়। কিন্তু ছন্দপতন হয় নিম্ন চাপের কারণে। নিম্নচাপ মাছ ধরার অনুকূল পরিবেশ তৈরি করলেও ঝড়ো হওয়ায় উত্তাল সমুদ্র। ফলে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি হয়। আর তাতেই মৎস্যজীবীরা হতাশ। কারণ মাছ ধরার অনুকূল পরিবেশ থাকলেও মাছ শিকারে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা।

এ বিষয়ে মৎস্যজীবীরা জানান, ‘মাছ ধরার মরশুমের প্রথমদিকে ইলিশের দেখা পাওয়া যায়নি। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ থেকে ইলিশের দেখা মিলছিল। কিন্তু পরপর নিম্নচাপ। সেই সঙ্গে ঝড়ো হাওয়ায় সমুদ্র উত্তল থাকায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি হয়। ফলে ক্ষতির মুখ দেখতে হচ্ছে। নিষেধাজ্ঞা উঠলে মাছ শিকারে বেরিয়ে কেমন মাছ উঠে আসে তাই এখন চিন্তার বিষয়।’ চলতি বছরও সেভাবে ইলিশ দেখা নেই বললে চলে। এর পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছের যোগান অত্যন্ত কম। নিম্নচাপের কারণে ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞায় জারি হয়েছে বার বার। আর তাতেই হতাশ মৎস্যজীবীরা।

সৈকত শী