প্রসঙ্গত, ডিভিসির জল ছাড়ার দরুণ এখনও পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে ১২ হাজার, পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, বীরভূম জেলার ২ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, হাওড়া জেলা থেকে ৪ হাজার লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একাধিক নদীর বাঁধ ভেঙেছে। সেচ দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু হয়। বুধবার আরও ৩ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল মাইথন এবং পাঞ্চে জলাধার থেকে। ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা। সরকার ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।

DVC: ৮০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি, ভাসবে কোন কোন জেলা? দেখুন

শুক্রবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছিল বৃষ্টি। সোমবার অবধি তা চলেছে। মঙ্গলবার বৃষ্টি থেমে রোদের দেখা মিলেছে। পুজোর আগে স্বস্তি মিলেছে। কিন্তু ডিভিসি জল ছাড়ায় ফের অস্বস্তি। আশঙ্কা, এর ফলে প্লাবিত হতে পারে বহু এলাকা। মঙ্গলবার সকাল থেকে ১ লাখ ৪৯ হাজার কিউসেক জল ছাড়া শুরু করল ডিভিসি। জানা গেছে, নিম্নচাপের বৃষ্টির ফলে ডিভিসির দু’টি জলাধারে জলের চাপ বেড়েছে। মাইথন ও পাঞ্চেত–দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। সোমবার সন্ধে থেকেই মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছিল। মঙ্গলবার সকালে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।