কাদের ডাকল সিবিআই?

RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! খুন-ধর্ষণের ঘটনায় এবার তলব বাইরের ৩ চিকিৎসককে! কারা তাঁরা? কী জানেন?

আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড়। এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআই দফতরে।
আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড়। এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআই দফতরে।
জানা গিয়েছে, ওই দুই চিকিৎসকের নাম ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাশগুপ্ত। বুধবার তাঁদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়।
জানা গিয়েছে, ওই দুই চিকিৎসকের নাম ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাশগুপ্ত। বুধবার তাঁদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়।
শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জনবাবুকে।
শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জনবাবুকে।
সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়, কতক্ষণ কথা হয়। কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাঁদের জানিয়েছেন, মাঝেমধ্যে সুদীপ্ত রায় ফোন করেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। ফলে ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়, কতক্ষণ কথা হয়। কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাঁদের জানিয়েছেন, মাঝেমধ্যে সুদীপ্ত রায় ফোন করেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। ফলে ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
এদিকে, এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়, যা নিয়ে শোরগোল পড়েছে?
এদিকে, এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়, যা নিয়ে শোরগোল পড়েছে? 
জেল সূত্রে খবর, সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল। জেলের পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
জেল সূত্রে খবর, সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল। জেলের পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর। আগে শুধু দু'জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল। সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।

সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর। আগে শুধু দু’জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল। সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।