এয়ার পিস্তল হাতে দীপ হেমব্রম 

North 24 Parganas News: রাজ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন বসিরহাটের ছেলে দীপ হেমব্রম

উত্তর ২৪ পরগনা : রাজ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন বসিরহাটের ছেলে দীপ হেমব্রম। সম্প্রতি আসানসোলে আয়োজিত হওয়া ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এর গোয়াল পোতার যুবক। এরপর পূর্বাঞ্চলীয় শুটিং টুর্নামেন্টে সফল হয়ে জাতীয়স্তরের যাওয়ার স্বপ্ন দেখছেন দীপ হেমব্রম।

সম্প্রতি আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত হওয়া ৫৬ তম রাজ্য শুটিং প্রতিযোগিতায় দশ মিটার এয়ার পিস্তলে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেন তিনি। বছর ২৪ এর যুবক দীপ হেমব্রম প্রথম অবস্থায় পিস্তলে নয় এয়ার রাইফেলকেই বেছে নেয়। ২০১৯ সালের পর তেমন বড় কোন সফলতা মেলেনি। তারপর এয়ার রাইফেল ছেড়ে পিস্তল শুটিংয়ে মনোনিবেশ করেন। রাজ্য শুটিং প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই-এ অবশেষে সফলতা মেলে। শেষ শট পর্যন্ত লড়াই চলে। শেষ পর্যন্ত সোনা জেতেন দীপ। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বসিরহাটের সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ Jhargram News: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে চরম পরিণতি ১২ বছরের কিশোরের

দীপ প্রথম অবস্থায় শুটিং সম্পর্কে তেমন অবগত ছিলেন না। বাড়ির পাশে একটি মেলায় বাবার সঙ্গে গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফাটানো ইভেন্টে ভাল পারফরম্যান্স করে। এরপরেই মেলার দোকানি দীপের বাবাকে শুটিং সম্পর্কে জানায়। তারপরেই পথ চলা শুরু। কোচের কাছে ভর্তি হন তিনি। সেই থেকে কয়েক বছরের প্রচেষ্টায় বসিরহাটের ছেলে দীপ হেমব্রম এবার রাজ্য স্তরে ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় সেরার সেরা। তবে আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলার পাশাপাশি অলিম্পিকে অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছেন দীপ হেমব্রম।

জুলফিকার মোল্লা